নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
পুরুষ! তোমার জীবনে যতোটুকু গুণ আছে;
নুন হয়ে সবটুকু মিশে গেছে
সংসারের সাগরের জলে।
তোমার দোষের সকল আঁকর,
ভাতের কাঁকর হয়ে পরবেই
রমণীর দু'দাঁতের তলে।
অর্থ-হীন হও যদি মানুষ-জীবনে;
যতোই হও না পরিপাটি; সকলই মূল্যহীন!
রমণীয় রমণীর কাছে।
পুরুষ, তোমার প্রথম জীবন- মানুষজীবন!
অতঃপর, বোঝা টানা গাধার মতোন,
এই পৃথিবীর সংসারের মাঝে।
১৪/১১/২০১৯
মিরপুর, ঢাকা।
১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৫
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ আসোয়াদ লোদি। শুভ কামনা ।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩৬
ডঃ এম এ আলী বলেছেন:
পাঠেমুগ্ধ
কবিতা সুন্দর হয়েছে।
তবে মনে হয় এ যুগে
মেয়েরাই পেটে পিঠে বেশী বুঝা টানে।
সংসারের হাল ধরার জন্য ভোর না হতেই
পিল পিল করে হাতে টিফিনের বাটি নিয়ে
সেলাই কলের কারখানার দিকে ধেয়ে চলে।
দিবসের ১৪ঘন্টা সেলাই কলে ব্যস্ত থেকেও
মাস গেলে মাইনে না পেয়ে
ভালবাসার কথা যায় যে ভুলে।
শুভেচ্ছা রইল
১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৪
কবীর হুমায়ূন বলেছেন: ঠিক বলেছেন। ওভাবে লিখলে হবে, নারী কাব্য। শুভ কামনা ডঃ এম এ আলী। সুন্দর থাকুন।
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
সুন্দর কবিতা পড়ে দিন শুরু করলাম।
১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৩
কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় রাজীব নুর। শুভ কামনা সব সময়।
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৭
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর ভাবমুখর পুরুষকাব্যিক কবি দা
১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১২
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ কবি আলমগীর সরকার লিটন। শুভ কামনা।
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৪
ঠাকুরমাহমুদ বলেছেন: বাস্তব সত্য কথা। ধন্যবাদ।
১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১১
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ ঠাকুর মাহমুদ। শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:২৭
আসোয়াদ লোদি বলেছেন: সুন্দরভাবে ওঠে এসেছে পুরুষ বাস্তবতা।