নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

১৪ ডিসেম্বর

১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৬

বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, সে-ই সব মানুষের প্রতি,
যাঁদের মেধা ও কর্মের মাঝে স্বাধীনতা পেলো গতি।
যে সকল সূর্য-সন্তানেরা পথের নিশানা দেখায়,
বিস্মৃতির তলে যাবে না কখনো ডুবে এই বাংলায়।
রাজাকার, আলশামস, আলবদর অতি নির্দয়ে!
বর্বর পাকিস্তানি সৈন্যরা, তারা একজোট হয়ে
শ্রেষ্ঠ সন্তান বাঙালির পাষণ্ডেরা করে সংহার,
জনমে জনমে সকল বাঙালি জানাবেই ধিক্কার।

ওই লাশ আজ, বেদনার মাঝে শক্তির অর্জন,
জ্ঞানে গরিমায় কর্মে শিক্ষায় দৃপ্ত বাঙালি মন।
শহীদ বুদ্ধিজীবীরা! আজিকে তোমরা ভুবনে নাই,
প্রতিটি বাঙালি দিয়েছে যতনে হৃদয়ে হৃদয়ে ঠাঁই।
চেতনার নাভিমূলে বিকশিত তোমাদের স্মৃতি সব,
তাই, দুঃখবোধের মাঝেও চলছে স্মরণের উৎসব।

১৪/১২/২০১৯
মিরপুর,ঢাকা।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা পাঠ করলাম।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৬

কবীর হুমায়ূন বলেছেন: ভালোবাসা এবং শুভ কামনা প্রিয় রাজীব নুর। ভালো থাকুন সব সময়।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪১

আলমগীর সরকার লিটন বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা নিবেন কবি দা

১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৬

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ কবি আলমগীর । ভালো থাকুন সর্বদা।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৩

এস সুলতানা বলেছেন: খুব সুন্দর কবিতা

১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩১

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ । ভালো থাকুন।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৪

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩১

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ নার্গিস জামান। শুভ কামনা।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৯

আখ্যাত বলেছেন: সকল শহীদের প্রতি শ্রদ্ধা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.