নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা হলো ফালতু জিনিস

২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৩

ভণিতাবিহীনভাবে বলেছিলো সে, ভ্রুকূটি হেসে,
ভালোবাসা হলো, জগতের মাঝে ফালতু জিনিস!
এই সময়ের চলমান স্রোতে শুধু বেয়ে যাওয়া
হালভাঙা নাও; থাক বা না থাক উপায়ন্তর।

ভালোবাস হলো, মাথার ভেতরে জটলা পাকানো
কালচে রক্ত! জীর্ণ জীবনে এবড়ো-থেবড়ো
চষা ক্ষেতে ছুটে চলা; কবিদের মতোন ফালতু
শব্দের খই ফোটানোর কবিতার ছলাকলা।

বড্ডো বিশ্রী ব্যাপার-স্যাপার! পাথর-শক্ত
চেতনার ঘরে আগুন লাগায়ে, চেনা-অচেনায়
নোঙর ফেলানো বন্দর ভুলে। রজতাভ রাতে
মিছরির ছুরি হাতে সম্মুখ পানে ছুটে চলা।

বঞ্চিত প্রাণে সুশোভিত ফুল সঞ্চিত করা.
এ কী ভালোবাসা! গন্ধবিহীন পুষ্পের মাঝে
সুখ খুঁজে যাওয়া,শরীরী মোহেতে, এ কী ভালোবাসা!
ভালোবাসা হলো, দুঃখের তাপে অঙ্গার হওয়া।

৩১/১০/২০১৯
মিরপুর, ঢাকা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৯

অপর্ণা সেন বলেছেন: ভালোবাসা কী? কেউ কি জানে?

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৮

কবীর হুমায়ূন বলেছেন: ভালোবাসা কি?
তা জানার জন্যই পৃথিবীর জীবন শেষ হয়ে যায়। শুভ কামনা অপর্ণ সেন।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: ইয়েস। রাইট।

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৭

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রিয় রাজীব নুর। ভালো থাকুন।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৬

কবীর হুমায়ূন বলেছেন: ছন্দ কবি কাজী ফাতেমা ছবি। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.