নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

ফেব্রুয়ারি

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪১



ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি!
তোমার নামে আহাজারি,
কতোই চলে প্রভাত ফেরি
একুশ তারিখ ভোরে।
বাংলা ভাষার জন্য যারা
নয় উদাসীন, আত্মহারা;
রক্ত ও প্রাণ দিলো তারা
মাতৃভাষার তরে।


ফেব্রুয়ারি মায়ের ভাষা,
ফেব্রুয়ারি সুখের আশা,
ফেব্রয়ারি ভালোবাসা
অন্তরে অন্তরে।
দুঃখ-সুখের কান্না-হাসায়,
সকল মনের ভালোবাসায়,
স্বপ্ন দেখায় মাতৃভাষায়
উজ্জ্বলতা ভরে।


বাংলা আমার প্রাণের কথা,
তাতেই লিখি দুঃখ-গাঁথা,
ভালোবাসার হাজার কথা
বাংলাতে সব ফোটে।
ভাষা লক্ষ ফুলের কলি,
ভাষা প্রেমের নামাবলী;
বাংলাতে দেই প্রাণোঞ্জলি
বাঙালি একজোটে।


মায়ের এমন ভাষাকে আজ
রাখবো করে মাথারই তাজ;
সংশোধনে নাই কোনো লাজ
শিখবো শুদ্ধ করে।
মায়ের ভাষা অমূল্য ধন,
বুঝে গেছেন মধুসূদন,
এবার সবাই করবো রে পণ
মাতৃভাষার তরে।


এই ভাষাকে সেরা ভেবে
অন্য ভাষায় শ্রদ্ধা রবে;
ভিন-ভাষীগণ বলবে সবে
একুশ প্রাণের গান।
বাঙালিরা এমন জাতি,
নয়কো তারা ক্ষুদ্রমতি;
ভিন্ন ভাষায় শ্রদ্ধা অতি
করে যে সম্মান।


ফেব্রুয়ারি. ফেব্রুয়ারি!
জন্ম বাংলাদেশে,
বিশ্ববাসী স্মরণ করে
গভীর ভালোবেসে।


২২/০২/২০২০
মিরপুর, ঢাকা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: খুব চমৎকার।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৫

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন সব সময়।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৭

নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক লেখনী ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৫

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ জনাব নেওয়াজ আলি।

'লেখনী' অর্থ কলম বা যা দিয়ে লেখা হয়।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫০

আলমগীর সরকার লিটন বলেছেন: মহান ভাষা দিবসের লাল গোলাপের শুভেচ্ছা রইল

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৬

কবীর হুমায়ূন বলেছেন: ভালোবাসা কবি লিটন। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.