নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

কবিতা আসুক নন্দিত সুরে

০২ রা এপ্রিল, ২০২০ রাত ৯:৪২



কবির কবিতা শিল্পীমনের ভাষা,
সাবলীলভাবে কবির মগজে আসে;
কবির কলমে জাগে যদি ভালোবাসা,
রাতের আঁধারে চাঁদের মাধুরী হাসে।
শব্দে-ছন্দে মুখরিত হলে কথা,
কবিতারা হাসে অপরূপ সঙ্গীতে;
তাতে যদি থাকে মানুষের মনঃব্যথা,
কবিতারা ভাসে অনন্য ভঙ্গীতে।

কোটরে বন্দি মানুষের চেতনায়,
কবিতা আসে না উদার আকাশ হয়ে;
কবিতা নাচে না সাগরের মোহনায়,
জলবতী যদি নাহি আসে জল লয়ে।
কবিতা আসুক বিকশিত রূপ ধরে,
নন্দিত সুরে কবিদের অন্তরে।

৩০/০৩/২০২০
মিরপুর, ঢাকা

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ১০:৩৬

খায়রুল আহসান বলেছেন: কবিতা নিয়ে চমৎকার কবিতা, সুন্দর ছন্দে। শেষের দু'লাইনের সাথে কন্ঠ মেলাচ্ছি, তাই হোক!

০২ রা এপ্রিল, ২০২০ রাত ১১:১৯

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়। সুন্দর ও সুস্থ থাকুন নিরন্তর।

২| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০২ রা এপ্রিল, ২০২০ রাত ১১:২০

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ রাজীব নুর। ভালো থাকুন।

৩| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ১০:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন: কবিতার জনই কি আজ ঢাকায় বৃষ্টি শুরু হলো?

০২ রা এপ্রিল, ২০২০ রাত ১১:২০

কবীর হুমায়ূন বলেছেন: ভালোবাসা এবং শুভ কামনা।

৪| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ২:১৪

নেওয়াজ আলি বলেছেন: খুবই ভালো লাগলো।

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১১:৫০

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ জনাব নেওয়াজ আলি। ভালো থাকুন।

৫| ২৬ শে জুন, ২০২০ সকাল ১১:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! চমৎকার সনেট।
খায়রুল আহসান স্যারের সুরেই বলবো তবে তাই হোক,
"কবিতা আসুক বিকশিত রূপ ধরে,
নন্দিত সুরে কবিদের অন্তরে।"
কাব্যে ভালোলাগা।
শুভেচ্ছা প্রিয় কবি ভাইকে।

২৬ শে জুন, ২০২০ রাত ১০:২৩

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রিয় পদাতিক চৌধুরি। এ কবিতাটি মাত্রাবৃত্তে ছন্দে( ৬+৬+২ মাত্রায়) লেখা। সনেট নয়। সনেট মূলতঃ অক্ষরবৃত্ত ছন্দে লেখা হয়ে থাকে। শুভ কামনা আপনার প্রতি সব সময়। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.