নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

কীর্তিনাশা (কবিতা একুশ)

২৯ শে জুন, ২০২০ রাত ১১:০০



('অমর একুশ' বাংলা ভাষার সাথে ওতপ্রোতভাবে জড়িত।
তাই, একুশ শব্দের কবিতা চলুক আমাদের সামহোয়ারইনব্লগে।
তারই চেষ্টা করে যাই, আমার এই কবিতিকায়।
-----------------------------------------------------------
পদ্মার মতো উথাল পাথাল
তুমি যে সর্বগ্রাসী;
তীর ভেঙে যাও জলের ছোঁয়ায়
কাঁদাও সর্বনাশী!
তবুও, তোমায় পৃথিবীর বুকে
এখনো যে ভালোবাসি।

২৮/০৬/২০২০
মিরপুর, ঢাকা।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০২০ রাত ১১:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ আইডিয়া, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একুশ শব্দের কবিতা। কবিতা ভালো হয়েছে। গুনে দেখতে পারেন, আমার কমেন্টেও একুশটি শব্দ আছে।
শুভেচ্ছা রইল।

২৯ শে জুন, ২০২০ রাত ১১:২৪

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রিয় সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই। কবিতার পূর্বে যে শ্লোগান-বাণী, সেখানেও একুশ শব্দ!! ইদানিং ফেসবুকের কল্যাণে জানতে পেরেছি, এক লাইনের কবিতা, দুই লাইনের কবিতা, তিন লাইনের ছড়া-কবিতা, ছয় চরণের স্তবক , ষটপদী কবিতা ইত্যাদি ইত্যাদি।

কবিতা একুশ একটু ব্যতিক্রম। এর সাথে একটি ইতিহাস সম্পৃক্ততা আছে। যেমন, কবিতা 'লিমেরিক' এর সাথে আছে। উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ ও শুভ কামনা।

২| ২৯ শে জুন, ২০২০ রাত ১১:১০

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লাগল আপনার আয়োজনে। শুভেচ্ছা জানবেন।

২৯ শে জুন, ২০২০ রাত ১১:২৪

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ । শুভ কামনা সব সময়।

৩| ২৯ শে জুন, ২০২০ রাত ১১:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




মাত্র ছয় লাইনের কবিতায় অনেক অনেক অর্থ তৈরি করছে যার ব্যাখ্যা করতে চাইলে রিম রিম কাগজ লিখেও শেষ করা যাবে না।

৩০ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৬

কবীর হুমায়ূন বলেছেন: একুশ শব্দের মন্তব্য!! ধন্যবাদ প্রিয়। শুভ কামনা সবসময়।

৪| ২৯ শে জুন, ২০২০ রাত ১১:৪৬

রাজীব নুর বলেছেন: গুড ওয়ান।

৩০ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৭

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা।

৫| ৩০ শে জুন, ২০২০ রাত ১:২৩

নেওয়াজ আলি বলেছেন: মাধুর্যমণ্ডিত  শ্রুতিমধুর  লেখা। 

৩০ শে জুন, ২০২০ দুপুর ১:০৭

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় নেওয়াজ আলি। শুভ কামনা।

৬| ৩০ শে জুন, ২০২০ ভোর ৬:৩২

ইসিয়াক বলেছেন: অনবদ্য

৩০ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৭

কবীর হুমায়ূন বলেছেন: পাঠের জন্য অনেক ধন্যবাদ ইসিয়াক ভাই। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.