নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

জীবন যুদ্ধ

১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৩৫



জীবন মরণ কঠোর ভীষণ
তাই বুঝি মন হয় বিভীষণ
বাঁচতে ধরায় করছি সবাই
শরীর বেচার যুদ্ধ।
বিদীর্ণ হয় সূর্য-সহিস
আবোলতাবোল গোঁয়ার মহিষ
অন্ধগলির জৌলসে আজ
হয় না কেহই ক্ষুব্ধ।

নিত‌্যদিনের খদ্দের যারা
বড়োই আপন সজ্জন তারা
সুজন প্রেমিক ভাবছি তাঁদের
সব দিয়ে হই রিক্ত।
জীবন শেষের কান্নার সুর
অন্ধকারের বেদন বিধুর
দুঃখবোধের স্মৃতির আভায়
প্রত্যহ হই সিক্ত
----------------------------



মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৫১

খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটি দ্বিমাত্রিক কবিতা।

১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:০৪

কবীর হুমায়ূন বলেছেন: অনেকদিন পর দেখলাম আপনাকে। কেমন আছেন কবি? শুভ কামনা।

২| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:১৩

খায়রুল আহসান বলেছেন: আমি ভাল আছি। আপনাকেও শুভকামনা জানাচ্ছি।

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ২:১৬

কবীর হুমায়ূন বলেছেন: দোয়া করি, সুস্থ থাকুন।

৩| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:২৮

নেওয়াজ আলি বলেছেন: অনুপম মনের ভাবনা ।

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ২:০৭

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ নেওয়াজ আলি ভাই। শুভ কামনা।

৪| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



আহারে! সহানুভূতি জানানোর ভাষাও হারিয়েছি। কবিতা ভালো হয়েছে। ধন্যবাদ।

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ২:০৮

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ ঠাকুর মাহমুদ। শুভ কামনা।

৫| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা খুব সুন্দর হয়েছে।
সহজ সরল ভাষা। আবেগ আছে। ভালোবাসা আছে।

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ২:১১

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব নুর। শুভ কামনা। ভালো থাকুন।

৬| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১২:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসাধারন লেখা।

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ২:১১

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ। শুভ কামনা সব সময়।

৭| ১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:২৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিতাটি ছোট কিন্তু এর ভেতরে একটা বড় ভাব লুকিয়ে আছে। আমি তাই অনুভব করলাম।
ভাল লেগেছে। শুভেচ্ছা নিন।

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫৬

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ বিএম বরকতউল্লাহ দাদাভাই। শুভ কামনা সব সময়। সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.