নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

রক্তে কেনা বাংলাদেশ

১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৯

সোনার বাংলাদেশখানি ভাই কারোর দানে পাওয়া নয়,
রক্ত-দামে কিনছি তারে জানেন সবাই বিশ্বময়।
রক্ত দিছি নদী নদী
সাগর সাগর জন্মাবধি
অবশেষে, একাত্তরের ডিসেম্বরে নিজের হয়;
আমার সোনার দেশখানি ভাই কারোর দানে পাওয়া নয়।

কতো মায়ের-বোনের শরম লুটে নিলো হায়েনায়,
কতো ভাইয়ে রক্ত দিলো রণাঙ্গনের মাঠে, হায়!
শান্তিপ্রিয় মায়ের ছেলে
যুদ্ধ করে দলে দলে
ভয়কে তারা অবহেলে বিজয় আনে নিজ মুঠায়;
তিরিশ লক্ষ পরান গেলো একাত্তরের যুদ্ধে, হায়!

শত্রুর বুকে আঘাত হানার শক্তি আছে বাঙালির,
ভয় করে না মরণ বরণ, তারা যে ভাই জগৎ-বীর!
হিন্দু-মুসলিম বৌদ্ধ-খৃষ্টান
সকলে এই দেশের প্রাণ
প্রয়োজনে রক্ত বিলায় উচ্চে রাখতে মায়ের শির;
শত্রুর বুকে আঘাত হানার শক্তি আছে বাঙালির।

রক্তে কেনা বাংলা আমার নয়তো রে ভাই কারোর দান,
তারই মুখেই লাত্থি মারি করতে যে চায় অপমান।
পাঁজর দিয়ে দুর্গ গড়ি
বীরের মতোন যুদ্ধে মরি
লাল-সবুজের সোনার বাংলা চেতনাতে মা'র সমান;
দেশখানি ভাই শেখ মুজিবুর মহান জাতির পিতার দান।

১৫/১২/২০২০
মিরপুর, ঢাকা

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২২

নাদিয়া জামান বলেছেন: চমতকার কবিতা। শুভকামনা রইলো।

১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৭

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ নাদিয়া জামান। শুভ কামনা সব সময়।

২| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৪

ডঃ এম এ আলী বলেছেন:
কবিতায় মুল্যবান অনুভুতি ও চেতনার প্রকাশ ।
শুভেচ্ছা রইল ।

১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৩

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ ডঃ এম এ আলী দাদাভাই। ভালো থাকুন সব সময়।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন।
কবিতা পড়ে ভালো লেগেছে।

১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৫

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় রাজীব নুর। শুভ কামনা সব সময়।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৬

ইলি বলেছেন: আমি দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়।
অনেক সুন্দর লিখেছেন আপনি, ধন্যবাদ।

১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৫

কবীর হুমায়ূন বলেছেন: জ্বী, দাম দিয়ে কিনেছি বাংলা...। অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:১৬

মুরাদ বেগ বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন স্যার।

১৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৯

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ জনাব মুরাদ বেগ। শুভ কামনা।

৬| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:



এই দেশ কারো দানের নয়। এই দেশ রক্রে বিনিময়ে স্বাধীন করা দেশ। কবিতা চমৎকার হয়েছে। +++

২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৬

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রিয়। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.