নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

অসম্ভব সম্ভব

০৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

''বল, বেটা তুই খুন করেছিস, গুম করেছিস তারে,
মর্ত্যলোকে পুলিশেরা পায় না খুঁজে যারে।
মেয়ের বাপে কেইস করেছে তোর নামেতে আজি,
রেপ করে তুই হত্যা করে গুম করেছিস। পাজি!
স্বীকার যদি নাইবা করিস আবার রিমাণ্ড এনে,
সাত পুরুষের নাম ভুলাবো, কলজে ধরে টেনে।''
ডিম থেরাপি, জল থেরাপি, ব্যাট থেরাপির পরে,
নির্দোষেও প্রাণ বাঁচাতে মিথ্যা স্বীকার করে।

এমনি কতোই ঘটনা যে ঘটছে অগোচরে,
নির্দোষেও কথা মতো কোর্টে স্বীকার করে।
আইন মোতাবেক হত্যাকারীর রায় হবে যে, ফাঁসি,
ইন দ্যা মিনটাইম, মৃতব্যক্তি(!) হাজির হয় যে আসি।
বিচারকের চোখ চড়কগাছ হত্যা হলো, কে রে?
কেনো এবং কি কারণে স্বীকার করেছে রে?
পরিশেষে, জানা গেলো মাইরের ছোটে কাবু,
মরা মোরগ নাচে রে ভাই ধরলে পুলিশ বাবু!

০৫/০১/২০২০
মিরপুর, ঢাকা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৫

রাবেয়া রাহীম বলেছেন: বাংলাদেশের পুলিশে ধরলে নাকি ছত্রিশ ঘা এমন একটা কথা চালু আছে।

কথার ছন্দের দুলুনি ভালো লেগেছে ।

০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০০

কবীর হুমায়ূন বলেছেন: ঠিক বলেছেন কবি। তবে, আমার এ ছড়াটি লেখার প্রেরণা হয়েছে, নারায়নগঞ্জে এমন একটি ঘটনার খবরের প্রেক্ষিতে। শুভ কামনা । সুস্থ ও সুন্দর থাকুন সব সময়।

২| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর লিখেছেন। সহজ সরল ভাষা।

০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০০

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.