নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

বিমান বাংলাদেশের সার্ভিস এবং আমাদের ঠাকুর মাহমুদ ভাই

০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:২০

(ঠাকুরমাহমুদ বলেছেন: অনেক দিন পর ব্লগে মজাদার গল্প পড়েছি। সত্যি সত্যি মজাদার গল্প। আপনি এমন গল্প আরোও লিখুন।); তাই এ লেখা।

একজন ভদ্রমহিলা তার পাঁচ বছরের বাচ্চাকে নিয়ে বাংলাদেশ বিমানে যাচ্ছেন। ইতোমধ্যে, বাচ্চার টয়লেট চাপলো। তিনি বাচ্চাকে টয়লেটে বসিয়ে বললেন, "তুমি টয়লেট করো, আমি পাঁচ মিনিট পর আসছি”। কিন্তু বাচ্চাটা ৩ মিনিট পরই টয়লেট থেকে বের হয়ে, ভুল করে উল্টা দিকে চলে গেলো।

এদিকে আমাদের ঠাকুর মাহমুদ ভাই সে-ই প্লেনে করে যাচ্ছেন। তিনি টয়লেটে ঢুকলেন। ২ মিনিট পর বাচ্চার মা এসে দরজায় টক টক আওয়াজ করছেন আর বলছেন, "হয়ে গেছে নাকি? তাহলে, দরজা খোলো, আমি তোমাকে ধুইয়ে দিয়ে দেবো। টয়লেটের ভিতরে বিস্মিত ঠাকুর মাহমুদ ভাই ভাবছেনঃ “উফ..., একেই বলে সার্ভিস! কে বলে বিমান বাংলাদেশের সার্ভিস খারাপ?











দ্বিতীয় পর্যায়ের কাহিনিটা এ রকম-, দরজায় করাঘাত শুনে তড়িঘড়ি করে ঠাকুর মাহমুদ ভাই বের হয়ে এলেন। তাকে দেখে মহিলা ''পাঁচ মিনিটেই খোকা তুই এত বড় হয়ে গেছিস!'' - বলেই বেহুঁশ হয়ে পড়লেন ।


মন্তব্য ২৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩৫

পদ্মপুকুর বলেছেন: জট্টিল!
কিন্তু আপনার পোস্টে তো মন্তব্য করাটা বিপদজনক দেখছি!! :-B নাম ধরে ধরে যেভাবে গল্প দিয়ে দিচ্ছেন....ভয়েই মনে হয় এখন পর্যন্ত কেউ মন্তব্য দেয়নি...

সম্পুরক:
এক পৌঢ় ভদ্রলোক গ্রাম থেকে ঢাকায় প্রথমবার এসেছেন নাতির সাথে। কোনো এক কাজে বসুন্ধরা গার্ডেন সিটিতে গিয়ে ক্যাপসুল লিফটের সামনে অপেক্ষা করছেন। তিনি দেখলেন কিছু বয়ষ্ক মহিলা লিফটের ভেতর ঢুকলো কিন্তু কিছুক্ষণ পর সুন্দরী কয়েকজন তরুণী ওই লিফট থেকে বের হয়ে আসলো... এটা দেখে ভদ্রলোক নাতিকে বললেন-
: নাতিরে, ঢাকায় যে এরকম বয়স কমানোর মেশিন আছে জানলে তোর নানিকে সাথে নিয়ে আসতাম, বুড়ির বয়সটা কইম্যা যাইতো.... বিরাট ভুল হইছে!!!

০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪০

কবীর হুমায়ূন বলেছেন: প্রথম পাঠক থুক্কু প্রথম মন্তব্যদানকারী পদ্ম পুকুর ভাই শুভ কামনা। গল্পগুলো নৈর্ব্যাক্তিক হওয়ার চেয়ে বন্ধুদেরকে নিয়ে একটু রসাত্মক হলে মন্দ কি? ধন্যবাদ আপনার প্রতি।

আপনার রম্য গল্পটিও ভালো বলেছেন। তবে, আমি শুনেছিলাম বিউটি পার্লারের বাইরে থাকা বৃদ্ধের কণ্ঠে। আজব বাড়ির কাহিনী। কালো কালো যে মেয়েরা ঢুকে, তারা একজনও এ বাড়ি থেকে বের হয়ে আসে না।

সুস্থ ও সুন্দর থাকুন সব সময়।

২| ০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৭

রানার ব্লগ বলেছেন: :P :D

০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪১

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ ভাইজান। শুভ কামনা সব সময়।

৩| ০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৬

শাহ আজিজ বলেছেন: হুম , আজ মনটা বেশ খারাপ ছিল সকাল থেকে । একটা কবিতা কৃষ্ণের লেখা আর আপনার গল্প পড়ে উজ্জ্বল হয়ে উঠল ।

০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৩

কবীর হুমায়ূন বলেছেন: 'মন খারাপ' থাকা শরীরের জন্য হানিকর অবস্থা। কামনা করি, আগামী প্রতিটি মূহুর্ত হাসিখুশি ও আনন্দমূখ হয়ে উঠুক। শুভ কামনা শাহ আজিজ ভাই। ভালো থাকুন সব সময়।

৪| ০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই গল্পটা আগেও পড়েছি

০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫১

কবীর হুমায়ূন বলেছেন: আমিও পড়েছি। তবে, নতুন করে সাজিয়ে উপস্থাপন করেছি মাত্র। এ গল্পগুলো ঠাকুর মার ঝুলির গল্পের মতো। সময়ের সাথে মিল রেখে প্রকাশিত হয়ে থাকে। শুভ কামনা প্রিয় কাজী ফাতেমা ছবি। ইদানিং আর বাংলা কবিতায় দেখি না। সুস্থ ও সুন্দর থাকুন।

৫| ০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩৯

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা ! =p~ =p~ =p~
ঠাকুর মাহমুদ ভাই রকস ;)
পদ্মদাদার মন্তব্য ভালোলাগা।

০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৭

কবীর হুমায়ূন বলেছেন: শুধুই রম্যতা এ লেখা। অনেক ধন্যবাদ মনিরা সুলতানা দিদিভাই। শুভ কামনা নিরন্তর।

৬| ০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৮

নেওয়াজ আলি বলেছেন: এডিট গল্প । হাসির গল্প

০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৮

কবীর হুমায়ূন বলেছেন: জ্বী, নেওয়াজ আলি দাদা। ভাইরাল এ গল্পগুলো পড়ি এবং উপভোগ করি। শুভ কামনা সব সময়।

৭| ০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১৮

পদ্মপুকুর বলেছেন: আপনার রম্য গল্পটিও ভালো বলেছেন। তবে, আমি শুনেছিলাম বিউটি পার্লারের বাইরে থাকা বৃদ্ধের কণ্ঠে। আজব বাড়ির কাহিনী। কালো কালো যে মেয়েরা ঢুকে, তারা একজনও এ বাড়ি থেকে বের হয়ে আসে না।
গল্পের রিফর্মেশন তো হতেই থাকে....

০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৫০

কবীর হুমায়ূন বলেছেন: গল্পের রিফর্মেশন তো হতেই থাকে...

ঠিক। ভালোবাসা ও শুভ কামনা।

৮| ০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




কবীর হুমায়ূন ভাই,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে বাংলাদেশ বিমানের সার্ভিস নিয়ে আমার কখনো কোনো সঙ্কা নেই। আমার কাছে সবচেয়ে বেস্ট এয়ারলাইন্স “বাংলাদেশ বিমান” একান্ত বাংলাদেশ বিমানের না হলে আমি ভিন্ন ক্যারিয়ার খোঁজ করি। অন ফ্লাইটে নানান ঘটনা ঘটে। সবচেয়ে দুঃখজনক বাংলাদেশ বিমানে প্রায়ই কেউ না কেউ ঝগড়া লেগে যান। ব-কলম মূর্খ সাংসদ’রা বিমানের ক্রুদের রিতিমতো কাজের লোক মনে করেন। এবং এটি শুধুমাত্র বাংলাদেশে বিমানে এ ধরনের আচরণ করেন। দেশে ফেরার সময় ভিক্ষা করে ১০০ কিলো ব্যাগ বস্তা নিয়ে আসেন।

আমি দুঃখিত, আজ বৃহস্পতিবার ব্যাংকিং কাজে বেশ ঝামেলায় ছিলাম তাই আমার মন্তব্য করতে দেড়ি হয়েছে। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। মনিরা সুলতানা আপা সহ আপনাকে আবারও ধন্যবাদ।

০৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৬

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ এবং ভালোবাসা ঠাকুর মাহমুদ ভাই। সুস্থ ও সুন্দর থাকুন।

কোন লেখা বা লেখার অংশ বোল্ট করার প্রক্রিয়া কি?

৯| ০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০২

পদ্মপুকুর বলেছেন: কোন লেখা বা লেখার অংশ বোল্ট করার প্রক্রিয়া কি?

প্রয়োজনীয় অংশ সিলেক্ট করে লেখার উইন্ডোর উপরের বা দিকে B এর উপর চাপ দিলেই বোল্ড হয়।

০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৫

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রিয়। শুভ কামনা। সুন্দর থাকুন সব সময়।

১০| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি একজনের নাম উল্লেখ করে একটি গল্প
লিখে বেশ বিব্রত হয়েছিলাম। জেনারেলও হয়েছিলাম
কয়েক দিনের জন্য। তাই এখন আর সে পথ মাড়াইনা!
গল্প চমৎকার হয়েছে!! সবচেয়ে বড় কথা ঠাকুর ভাই
সব সহ্য করে নিয়েছেন। এ না হলে ঠাকুর !!

০৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫২

কবীর হুমায়ূন বলেছেন: আপনার গল্পের ইতিকথা জেনে ভয়ই পেয়ে গেলাম। তবে, সাধারণত; আমি গল্প লিখি না। তবে, আপনার মন্তব্য আমাকে সতর্ক করার জন্য ধন্যবাদ। সুস্থ ও সুন্দর থাকুন।

১১| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:০৫

রাজীব নুর বলেছেন: হে হে হে---
ভাল্লাগছে।

০৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা।

১২| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২২

রাজীব নুর বলেছেন: এরকম পোষ্ট আরো বেশী দিবেন।

০৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

কবীর হুমায়ূন বলেছেন: নূর মোহাম্মদ নূরু ভাইয়ের মন্তব্য পড়ার পরেও কি এ রকম লেখার সাহস করা যায়? আপনার কথা মনে রাখবো।

ধন্যবাদ প্রিয়।

১৩| ০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:১২

সোহানী বলেছেন: তবে যদি ২য়বার ঠাকুর ভাই বাথরুম ঘুরে আসলে নির্ঘাৎ তরুন যুবক হয়ে বের আসতো =p~

১৪| ০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গল্পটা অনেক মজার হলো।

এটা পড়ার সাথে সাথেই যে-গল্পটা আমার মনে পড়েছিল সেটা জনাব পদ্ম পুকুর প্রথম কমেন্টেই বলে দিয়েছেন। আমার আর বলার কিছুই রহিল না।

তবে, অপ্রাসঙ্গিক অন্য একটা জোক বলি। সেটা শিশুদের জোক। এক লোক শেভ করে স্ত্রীর সামনে যাইয়া গর্ব করে বলতেছে, দেখো, প্রতিবার শেভ করার পর মনে হয়, বয়স যেন কমে গিয়ে ২৫ বছর হইয়া গেছে। স্ত্রী স্বামীর মুখের দিকে তাকাইয়া বলতেছেন, হ্যাঁ, সত্যিই তো সোনা। এখন থেকে এক কাজ করবা, সকালে শেভ না করে প্রতিদিন রাতে শোয়ার আগে শেভ করবা, কেমন?

ঠাকুর মাহমুদ ভাই এবং আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:০৩

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রিয় সোনাবীজ। তবে, জোকস শুধুই আনন্দের জন্য। আমাদের কাঠগোট্টা জীবনে কোন কোন সময় একটু রম্যতায় আনন্দের হাসি হাসতে পারলে মন্দ কি? শুভ কামনা সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.