নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

ফারিজা তাবাসসুম ফাইহান

০৯ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:০২

কবি রাজীব নুরের নবজাতককে উদ্দেশ্য করে লেখা। মেয়ের নাম- ফারিজা তাবাসসুম ফাইহান (শব্দগুলো আরবি) অর্থ সুগন্ধময় প্রশংসিত ভাগ্যবতী। ফারিজা = ভাগ্যবতী, তাবাসসুম = প্রশংসিত এবং ফাইহান = সুগন্ধী। (অন্তর্জাল থেকে প্রাপ্ত)
-------------------------------------------------------------------------------------

অতুল সুগন্ধী যতো পৃথিবীতে আছে;
আনন্দের, সুখকর; তা' হলো আপন
সন্তানের আগমন এই ধরা মাঝে;
যেন হীরে খণ্ড। কাঙ্খনীয় বিচ্ছুরণ
ঘটেছে বিষুদবার, শেষ ডিসেম্বারে;
রাজীব নুরের ঘরে। করোনার ত্রাসে
কম্পমান বিশ্ব যখন, এলে সংসারে
ফারিজা ফাইহান তুমি, অনন্ত উল্লাসে।

মানুষের দাসত্বের সকল শৃঙ্খল
ছিন্ন হবে একদিন পরশে তোমার!
এমন বলিষ্ঠ মেধা, জ্ঞান, শক্তিবল
করো অর্জন ভুবনে, প্রার্থনা আমার।
সুস্থ ও সুন্দর থেকো এই কামনায়;
স্নেহেতে কবীর চাচ্চু আশিস জানায়।

০৮/০১/২০২১
মিরপুর, ঢাকা।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৩

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল

০৯ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৫

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রিয় লিটন। শুভ কামনা সব সময়।

২| ০৯ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:২৬

চাঁদগাজী বলেছেন:



রাজীবের মেয়ের নাম সুন্দর হয়েছে!
আপনি কি প্রায়ই সনেট লেখেন?

০৯ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৭

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রিয় চাঁদগাজী ভাই।
মাঝে মাঝে লিখি। তবে, যে কোন ছন্দে লিখতে আনন্দ পাই। শুভ কামনা সব সময়।

৩| ০৯ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমি আপনার এই সনেট টি প্রিন্ট করে দেয়ালে বাধাই করে রাখবো।

০৯ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৪১

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রিয়।
তবে, প্রিন্ট না করে, সুন্দর হস্তাক্ষর যাদের; তাদের দিয়ে লিখিয়ে নিতে পারেন। এ প্রসঙ্গে, অনেক আগের একটি ঘটনা মনে পড়ে গেলো। সবেমাত্র চাকুরীতে ঢুকেছি। আমাদের ম্যানেজারের সংসারে একজন মেয়ে সন্তান জন্ম নিয়েছে। স্যার আমাদের সবাইকে মিষ্টি খাওয়ালেন। আমি সেদিন মেয়েটির নাম 'তপতী' দিয়ে একটি কবিতা লিখে সভয়ে স্যারকে উপহার দিয়েছিলেম। হয়তো, স্যারের ভালো লেগেছিলো, তিনি একজন সুন্দর হস্তাক্ষর শিল্পীকে দিয়ে তা লিখে; ফ্রেমবন্দী করে অফিসে নিয়ে এসে সবাইকে দেখালেন এবং এ উপলক্ষ্যে সকলকে চা-বিস্কুট-মিষ্টি দিয়ে আপ‌্যায়ণ করালেন।

৪| ০৯ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১০

ঠাকুরমাহমুদ বলেছেন:



কবীর হুমায়ূন ভাই,
আপনাকে মজার একটি তথ্য দিচ্ছি এক সময় আমি যে কোনো নাম দিয়ে ছড়া কবিতা লিখে দিতে পারতাম আট লাইন, সময় ৮০র দশক। আমার বাংলা ডিকশনারী ছিলো তিন তিনটি। এখন সেই ধৈর্য আর শব্দ চয়ন হয়তো সম্ভব না। আপনার কবিতা পড়ে খুব ভালো লেগেছে।

আপনাকে দু লাইন উপহার দিচ্ছি: -

কবীর, পেয়েছো কি ছোঁয়া রবির?
যুগ যুগান্তর যদি থাকো অধীর!


ভাই, কেমন হয়েছে জানাবেন। শুভ কামনা রইলো।


১০ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:০৮

কবীর হুমায়ূন বলেছেন: আমাদের মাঝে একটি কবিমন বিরাজ করে। যা সময় ও অবস্থার প্রেক্ষিতে প্রকাশিত হয়। আপনার দুলাইন বেশ সুন্দর হয়েছে। তবে, তুলনাটা এতো বড়ো দে্য়া হলো, বড়োই লজ্জা পাচ্ছি। অনেক ভালোবাসা ভাই। সুস্থ ও সুন্দর থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.