নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
জন্ম আমার বাংলাতে, বাংলায় বসতি,
বাংলা তো মায়ের ভাষা সুন্দর সে অতি।
আরবি ফারসি হিন্দি কতো ভাষা আছে,
সব ভাষা তুচ্ছ যে মাতৃভাষার কাছে।
মাতৃভাষা মধুমাখা জুরায় এ মন,
চাহি না এ দেশ ছেড়ে বিদেশে গমন।
বাংলা ভাষা মিষ্টি ভাষা এই পৃথিবীতে,
এই কথা মনে এলে সুখ আসে চিতে।
কবি আব্দুল হাকিম সত্য বলে যায়,
যে জন মাতৃভাষাকে নিন্দে দুনিয়ায়,
তার জন্ম, কার জন্ম নির্ণয়ে কঠিন,
জন্ম হলেও বঙ্গেতে সেতো অর্বাচীন।
পৃথিবীর সব ভাষা ঈশ্বরে বোঝেন,
গুণিজনে সবে বলে; কিতাবে খোঁজেন।
১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩১
কবীর হুমায়ূন বলেছেন: বিদেশ যাবো নিজেকে আরো শাণিত করার জন্য কিন্তু বিদেশ গিয়ে একেবারে স্থায়ী হয়ে, নিজের মেধা ও শক্তির শ্রম বিদেশীদের দেবো না। আর বিদেশ গিয়ে নিজের দেশের ভাষা ও সংস্কৃতিতে অবহেলা করার মতো অন্যায় করবো না। এ হোক আমাদের অঙ্গীাকার। শুভ কামনা কবিতা পড়ার জন্য।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:১০
রাজীব নুর বলেছেন: ভাষার মাসে ভাষা নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন।
১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩১
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা প্রিয়।
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৮
ওমেরা বলেছেন: বিদেশ গেলে আরো বেশী অনুভব করা নিজের দেশ ও নিজের ভাষার জন্য কতটা ভালো লাগা।
কবিতা ভালো লাগলো।