নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
কবিতার সব শব্দ শিল্পকলা, অমোঘ বিষয়;
ইকারোসের পালকে ভর করে ইচ্ছেমতো ওড়ে
আকাশে, ক্লান্তপ্রহরে; অন্তরীণ কবিরা নিশ্চয়
সুর তুলে গান গায় নিষিদ্ধ রাত্রির দ্বিপ্রহরে।
আদিগন্ত পরিপূর্ণ শূন্যতার মাঝে নক্ষত্রের
অফুরন্ত জাল বোনে সন্নিহিত কাব্যের শরীরে।
নির্লিপ্ত জলের নদী প্রসারিত হয়; দিগন্তের
সমতলে ছুটে যায় তারা নিসর্গের বুক চিড়ে।
একটি কবিতা যদি নারী হয়ে যায় অকস্মাৎ!
তখন, কবির চোখে ভেসে উঠে সজীব পাহাড়,
সমুদ্রের বেলাভূমি, ঝাউবন, তুমুল প্রপাত;
উপমায় নেমে আসে দুপুরের স্নিগ্ধ অন্ধকার।
যদি কুঁড়ি থেকে বিকশিত হয় একটি হৃদয়,
তখন শব্দের পলি জমে কবিতার জন্ম হয়।
০৯/০৪/২০২১
মিরপুর, ঢাকা।
১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৮
কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। শুভ কামনা।
২| ১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
অনেকদিন পরে আপনার কবিতা পড়লাম।
১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৯
কবীর হুমায়ূন বলেছেন: জ্বী, বেশ কিছুদিন যাবৎ্ সামুতে আসতে পারছি না। শুভ কামনা রাজীব ভাই।
৩| ১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৯
সাজিদ উল হক আবির বলেছেন: সুন্দর সনেট! দেখার চোখ, আর অনুধাবন করার মতো হৃদয় না থাকলে কবি হওয়া মুশকিল। কল্লোলের কিছু মননশীল কবি, যেমন বুদ্ধদেব বসু, বা সুধীন্দ্রনাথ দত্ত অবশ্য তার বিপরীত মতকে প্রমাণ করে।
ভালো লাগলো বুদ্ধিদীপ্ত সুলিখিত একটি কবিতা পড়ে!
১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫০
কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভ কামনা জনাব সাজিদ উল হক আবির। সুস্থ ও সুন্দর থাকুন।
৪| ১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটি কবিতা যদি নারী হয়ে যায় অকস্মাৎ! - চমৎকার এক সনেটে কবিতা জন্ম হওয়ার দারুণ উপমা দিয়েছেন।
১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫০
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা নিরন্তর। শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো