নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

পরকীয়

২২ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৫৭

সাপের বিষের মতো ধীরে ধীরে সমস্ত শরীরে
ঘিরে ধরে, ছড়িয়ে পড়ে সে। ভুলে যায় ব্যবধান
স্বর্গ-নরকের; গান গায় শঙ্খনাদে। মধ্যবিত্ত
রক্তে উর্বশীর ভালোবাসা নেই; পরকীয় চলে,
জোয়ার-ভাটার ছলে, অবিরল, ধোঁয়াটে সবুজে।
অলস স্বপ্নের ছবি আঁকে, জলাঙ্গীর অন্ধকারে
ভরা চাঁদ হেসে ওঠে। স্পন্দমান নলখাগড়ার
আড়ালে একান্তে খেলা করে জলপরীদের মতো।

ফল্গুস্রোতে বয়ে চলে নদী, যেন অস্থির বসন্ত;
ম্লানমুখে অবিরাম কেঁদে যায় ইটের অরণ্যে।
চারিদিকে অন্ধকার; নীল জল রাত্রির প্রহরে
ছুটে চলে বাঁকাস্রোতে; দ্রুতযানে, বিদ্যুতের মতো।
নিস্তেজ শরীরে বাসনার রঙিন কুসুম ফোটে
প্রেমের সন্ধানে; ফিরে আসে কালসাপের দংশনে।

২১/০৪/২০২১
মিরপুর, ঢাকা।





ছবি- নেট

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: সাপের বিষের মতো ধীরে ধীরে সমস্ত শরীরে,
ছড়িয়ে পড়ে সে, মর্ত্যলোকে। ভুলে যায় ব্যবধান
স্বর্গ-নরকের;

ঠিক এমনটাই হয়।

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৪৩

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রিয়। শুভ কামনা।

২| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১২:২৪

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
কবিতা ছাড়া কি আপনি অন্য কিছু লিখেন না?

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৪৭

কবীর হুমায়ূন বলেছেন: নাই আর কোন গুণ
নামে কবীর হুমায়ূন।

কবিতার নামের অকবিতার গুরুচণ্ডালি করি।
ভালোবাসা নিরন্তর। শুভ কামনা।

৩| ২৩ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:১১

সিগনেচার নসিব বলেছেন: কবিতায় ভালোলাগা

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৪৭

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.