নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
সত্যগুলো যায় পালিয়ে মিথ্যার গলি দিয়ে,
গরম গরম খবরগুলো যায়রে যে চুপসিয়ে।
থাকলে টাকা হয় যে বাঁকা সরল সোজা পথ,
অসৎ জনের সত্য বলার থাকে না হিম্মৎ।
আস্ত মানুষ লাশ হয়ে যায় হিংসা, বিদ্বেষ, ক্রোধে,
সত্য কথা বলতে কি রে তাড়না নেই বোধে?
ভাঁড়ার ঘরে মজুদ আছে তেল যে রাশি রাশি,
রোম শহরে আগুন লাগে নিরু বাজায় বাঁশি।
হায় মুনিয়া! এই দুনিয়া আজব খেলার স্থান,
সত্য ভুলে গায় সকলে পাপের জয়গান।
নষ্টজনের কলমগুলো হলদে পাখি হয়ে,
কিচিরমিচির কথা বলে, কিভাবে যাই সয়ে?
ওরে অধম, হে নরাধম! থাকবি কতো ভুলে,
সকল হিসাব দিতেই হবে সুদে এবং মূলে।
০৩/০৫/২০২১
মিরপুর, ঢাকা।
২| ০৪ ঠা মে, ২০২১ রাত ১১:২১
স্বর্ণবন্ধন বলেছেন: সুন্দর কবিতা। ছন্দের বাঁশিতে বাস্তবতা।
৩| ০৪ ঠা মে, ২০২১ রাত ১১:৫৯
সিগনেচার নসিব বলেছেন: সমসাময়িক পেক্ষাপটের উপর চমৎকার কথামালা
৪| ০৫ ই মে, ২০২১ দুপুর ১২:৩৮
জটিল ভাই বলেছেন: পংক্তিগুলো অনন্য! শুভকামনা রইলো.......
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মে, ২০২১ রাত ১০:৫৭
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর কবিতা।