নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
এই দুনিয়ার প্রতারক দল! তোরা হলি সেই জাতি,
যুগে যুগে এসে করেছিস তোরা নবী-রাসুলের ক্ষতি।
তোরা এসেছিস ইয়াহুদা থেকে, নবী ইয়াকুব পুত্র,
ধর্মকে ছেড়ে হয়ে গেলি তোরা দাজ্জালেরই সূত্র।
দাজ্জাল তোদের আগামীর নবী, আছে তাতে বড় মিল,
পৃথিবীর সব সন্ত্রাস-মূলে আজকের ইসরাইল।
একচোখা সেই দাজ্জাল এসে ধ্বংসিবে পৃথিবীকে,
এই সত্যকে কথায় ও কাজে প্রকাশিস দিকে দিকে।
যাকারিয়া সত্তর নবী হত্যা করেছিস তোরা,
নবী ঈসাকেও যড়যন্ত্রের ক্রুশে করেছিস খাড়া।
বারবার প্রিয় নবিজীকে দিলি মৃত্যুর কাল বিষ,
শেষবারে দিলি খাইবারে এসে; তোরাইতো আশীবিষ।
সাপের মতোন বিষাক্ত তোরা ইতিহাস কথা কয়,
মুছার মুরিদ, অথচ ভুবনে মানলি না নিশ্চয়।
তাওরাত থুয়ে 'তালমুদ' নিলি নিজেদের লেখা বই,
ধর্ম কথায় মিথ্যা বলিস, ধ্বংস অবশ্যই।
সুবিধা মতোন বিধি ও বিধান তালমুদে নিলি তুলে,
উযাইরকে ক'স আল্লার ছেলে! এক ঈশ্বর ভুলে।
যুদ্ধংদেহী, রক্তপিপাসু, তোরা হলি সুদখোর,
বিশ্বাসঘাতক, দাম্ভিক যতো তোদেরই সহচর।
যুগে যুগে হবে তোদের উপরে আল্লার অভিশাপ,
তোদের ভাগ্যে বিধি লিখে দেন- অভিশপ্তের পাপ।
২২/০৫/২০২১
মিরপুর, ঢাকা।
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০২১ রাত ৩:১২
রাজীব নুর বলেছেন: কবিতা টা ভালো লেগেছে।