নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

সুখ অন্বেষণ (ওষ্ঠ স্পর্শহীন কবিতা)

১০ ই জুন, ২০২১ দুপুর ১২:২৩

('ওষ্ঠ স্পর্শহীন কবিতা'- আবৃত্তি করার সময় বাচিকশিল্পীর ঠোঁট পরস্পর স্পর্শ করবে না।)

সংসার-কথা নিটোলজনের হলে,
সুখের ছোঁয়ায় হৃদি হাসে ধরণীতে;
শঙ্খচিলেরা দূরে যায় ডানা খুলে,
সুখের ডঙ্কা জাগে কলকাকলিতে।
দুঃখ-নদীটা ছুটে চলে দূরে দূরে,
অজানার দিকে হারায় যে তার ধারা;
স্বচ্ছতোয়ার জল চলে সুরে সুরে,
চিত্ত তখন আকুল, আত্মহারা।
জলের শরীরে জলের নাচনা দেখে,
দুঃখীজনেরা খুশিতে আকুল হয়;
স্বজনের চোখে আনন্দ-চোখ রেখে,
সায়াহ্নে এসে চিত্তের কথা কয়।
আকাশে তখন তারার নৃত্য চলে,
তৃণ-লতা-গাছ নেচে উঠে অহরহ;
সুখধ্বনি জাগে হৃদয়ে, জলে-স্থলে,
ধরণী তখন হয় না যে দুঃসহ।

কতোকাল গেলো সুখেদের খোঁজে, হায়!
সুখ যেন এক অধরা সোনার হরিণ;
এখানে ওখানে জঙ্গলে ছুটে যায়;
আশায় আশায় খুঁজি তারে সারাদিন।
সঞ্চিত যতো শক্তি-সাহস নিয়ে
ধরতে যে চাই কাঙ্খিত সুখ-ছায়া;
সারা দিনমান তীর ও ধনুক নিয়ে
খুঁজে যাই শুধু সোনার হরিণ-কায়া।
কোথায় রে সুখ! হাহাকার উঠে যখন,
অসত্যের চঞ্চলতা শুধুই জাগে;
সকল চেতনা দুরে ছুঁড়ে দেই। তখন
সুখ খুঁজে যাই ঈশ্বর-অনুরাগে।
এখানেও দেখি, স্বর্গ-নরক দোলে,
তর্কাতর্কি করে যায় অনুক্ষণ;
অসার দেহের অলস নয়ন খুলে
ক্ষ্যান্ত করি যে সুখের অন্বেষণ।

০৯/০৬/২০২১
মিরপুর, ঢাকা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২১ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: অতি মনোরম একটি কবিতা লিখেছেন।
প্রতিটা লাইন সুন্দর।

১০ ই জুন, ২০২১ দুপুর ১:৩৪

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ রাজিব নুর ভাই। শুভ কামনা সব সময়।

২| ১০ ই জুন, ২০২১ দুপুর ২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ২য় প্যারার ৮ তম লাইনের প্রথম শব্দে ঠোঁট লাইগা গেছে :)

১০ ই জুন, ২০২১ বিকাল ৪:৪১

কবীর হুমায়ূন বলেছেন: হা হা হা...

ঠিক বলেছেন কবি। তবে, এইবার ঠিক হয়েছে বোধ হয়। শুভ কামনা নিরন্তর।

৩| ১০ ই জুন, ২০২১ দুপুর ২:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনবো!!!
এমনটাও হয়!!!!

কতোকাল গেলো সুখেদের খোঁজে, হায়!
সুখ যেন এক অধরা সোনার হরিণ;
এখানে ওখানে জঙ্গলে ছুটে যায়;

অসাধারণ!!!

১০ ই জুন, ২০২১ বিকাল ৪:৪৩

কবীর হুমায়ূন বলেছেন: পরীক্ষামূলক প্রথম লিখলাম। তবে, মুল কবিতাটি অন্যরকম। সেখানে নিয়মের বালাই নেই। অনেক ধন্যবাদ প্রিয়। শুভ কামনা সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.