নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

কবি চিরঞ্জীব

১৫ ই জুলাই, ২০২১ রাত ৮:৩৭

কবি আল মাহমুদ নামে খ্যাত মির আবদুস শুকুর আল মাহমুদের জন্ম ১১ জুলাই, ১৯৩৬ এবং মৃত্যু ১৫ ফেব্রুয়ারী,২০১৯। কবির লেখা কবিতা ''কাঁপুনি'' পাঠের পর আমার এ কবিতাটি। ''কবি চিরঞ্জীব'' প্রয়াত কবি আল মাহমুদের প্রতি উৎসর্গ করা হলো।
--------------------------------
কবির বিদায় হয় না কখনো ভবে;
অজর কবিতা ভালোবাসা নিয়ে
জেগে ওঠে উৎসবে।
যতোই কাঁপুক কবির শরীর
মৃত্যু হয় না তার,
বেঁচে রহে কবি সকল অসম্ভবে;
কবি যে ভুবনে কালের বারতা-
ঈশ্বর-অবতার।

যুদ্ধের মাঠে জাগরণী গানে
কবির কণ্ঠস্বর,
আঁধারের মাঝে আলোর মহিমা
আনে যে নিরন্তর।
বেলা শেষ হলে রাত্রির শেষে
আবার সূর্য উঠে,
কবির কবিতা বাতি হয়ে জ্বলে
জীবনের করপুটে।

১৪/০৭/২০২১
মিরপুর, ঢাকা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২১ রাত ৯:৫৭

আল-ইকরাম বলেছেন: ভাই আপনার কবিতাটি পড়ে অনেক ভাল লাগলো। ধন্যবাদ আপনাকে। সুস্থ থাকুন। নিরাপদে থাকুন।

২| ১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৩:২৬

কবীর হুমায়ূন বলেছেন: কবিতাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা আল-ইকরাম ভাই।

৩| ১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৩০

সেলিম আনোয়ার বলেছেন: আল-মাহমুদ বাংলা সাহিত্যের একজন শক্তিশালী কবি। আপনার কবিতাটিও সুন্দর হয়েছে ।

০১ লা আগস্ট, ২০২১ রাত ১:১০

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভ কামনা প্রিয় সেলিম আনোয়ার। ভালোবাসা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.