নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
বললে, 'তুমি লকডাউনে ঘরেই বসে থাকো,
বাইরে গেলে মুখোশ পরে নাক-মুখ সব ঢাকো।
কোভিড-উনিশ ভাইরাস-কোষ ফাঁকতাল পায় যদি,
ঝাঁক বাইন্দা ঢুকবে, তখন কানবে নিরবধি'।
জোর কইরা বাইন্দা রাখি নাক-মুখ-চোখ সব,
পেটের ভেতর নিত্য বাড়ে ছুঁচোর উপদ্রব।
চোখে মুখে ক্ষুধার আগুন পিত্তি জ্বলে যায়,
লকডাউনে ঘরে থাকা হলো ভীষণ দায়।
যাদের অনেক টাকা আছে অনলাইনে সব পায়,
পিজ্জাহাটে, ফুডপাণ্ডাতে অর্ডার করে খায়।
গরীর-দুখী, হতচ্ছাড়া ডেইলি শ্রমিক যারা,
বেঁচে থাকার নেই যে খাবার, কষ্ট পাচ্ছে তারা।
সামনে মরণ-ভাইরাস আর মরি ক্ষুধার ত্রাসে,
'শ্যাম রাখি না কুল রাখি' আজ ভাবছি বসে বসে।
৩১/০৭/২০২১
মিরপুর, ঢাকা।
০৪ ঠা আগস্ট, ২০২১ ভোর ৬:৫৪
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ জনাব আরোহী আশা। শুভ কামনা।
২| ০১ লা আগস্ট, ২০২১ সকাল ১০:৩২
মাকার মাহিতা বলেছেন: চমৎকার ভাব প্রকাশ পেয়েছে আপনার কবিতার মাধ্যমে। ছড়া, ছন্দে এবং মিলনে সমসাময়িক বিষয়ের সুন্দর কাব্য প্রকাশ। সত্যিকার অর্থে দিন আনে দিন খায় যারা তাদের অবস্থা করুন। সেই সাথে ঋনের বোঝা তো আছেই, যদি সেটা সুদসহ না থাকতো তবে একটু স্বস্থি ছিল, কিন্তু সুদের চাঁপে পিস্ট সবাই। এ থেকে যেন নিস্তার নাই।
এই করোনা মহামারী শেষ মেষ কোন অজানা মহা বিপদের দিকে নিয়ে যায় তার অপেক্ষা করা ছাড়া আর কি? সেই যাত্রায় মনে হয়না প্রাণ আর দেহে থাকবে?
০৪ ঠা আগস্ট, ২০২১ ভোর ৬:৫৩
কবীর হুমায়ূন বলেছেন: যথার্থই বলেছেন জনাব মাকার মাহিতা। নীরিহ গরীব এবং নিম্ন মধ্যবিত্তদের খুবই কষ্ট হচ্ছে। সাবধানে থাকুন। সুন্দর ও সুস্থ থাকুন। শুভ কামনা সব সময়।
৩| ০১ লা আগস্ট, ২০২১ দুপুর ১২:২২
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।
টিকা নিয়েছেন?
০৪ ঠা আগস্ট, ২০২১ ভোর ৬:৫১
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রিয় রাজীব নুর। জ্বী, টিকা দুইটিই নিয়েছি। অনেক দেশে নাকি 'বুস্টার টিকা' অর্থাৎ, তিনটি দিতে হয়। আমাদের দেশে কি বুস্টার টিকা হবে? শুভ কামনা সব সময়।
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০২১ সকাল ৯:১৭
আরোহী আশা বলেছেন: সুন্দর কবিতা