নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

স্পন্দিত স্বাধীনতা

২৬ শে মার্চ, ২০২২ রাত ১১:৫২



রেখে এসো দূরে
মনের কালিমা, গা'বো আজে সুরে;
উদ্দাম প্রাণে বিমল গান।
ওলো, তোরা আয়!
সরসিজ প্রাণে তারার মেলায়,
সূর্যালোকের অমলপ্রাণ।

নাহি দেশ কাল,
স্পন্দিত হৃদে জাগে মহাকাল,
ধ্রুব নক্ষত্র- স্বাতী, বিশাখা।
কবির লেখনি
শব্দে-ছন্দে জাগবে এখনি
নীল লুব্ধকজ্যোতি-তারকা।

হাতে হাত রেখে-
সবল মননে চলি সম্মুখে,
নর-নারী নহে; শুধুই কবি।
আঁধারহরণী
হাসবে আকাশে- শ্রবণা, রোহিনী,
জাগবে হৃদয়ে প্রভাত রবি।

হাসবে সূর্য
মানবিক দেশে, বাজবে তূর্য
হর্ষবিলাসে স্বাধীনতার।
শহীদের তাজ
শক্তিরূপেতে বিকশিত আজ;
অমিত প্রাণের অহংকার!

ছবি- নেট

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ৯:৪৭

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ সুরালা কবি দা স্বাধীনতার লাল গোলাপের শুভেচ্ছা রইল

২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৯

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ কবি লিটন। শুভ কামনা।

২| ২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা সহজ সরল।

২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১০

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রিয় রাজীব নুর। শুভ কামনা।

৩| ২৯ শে মার্চ, ২০২২ রাত ১১:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অনবদ্য কবিতার
পংক্তিমালা।

২৮ শে জুন, ২০২২ রাত ১:৫৮

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ কবি। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.