নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় জেগে উঠুক আগুনের পরশমনি

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

কবীর হুমায়ূন

কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।

কবীর হুমায়ূন › বিস্তারিত পোস্টঃ

ফিরে আয়

২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৩

ব্যথাতুর মন করে ক্রন্দন পুড়ে পুড়ে অঙ্গার,
অকূল আঁধারে জীবন পাথারে করে যাই হাহাকার।
অরূপের রূপ মনে আনে সুখ,
কাছে পেতে তারে হই উন্মুখ;
জড়তা কাটিয়ে দৃঢ়তা বাড়িয়ে তুলি সুর-ঝংকার;
পরিচিতজন করে নিস্বন বলে যে, 'কুলাঙ্গার'!

রঙ্গমঞ্চে মোহ-প্রপঞ্চে অবিরাম খেলা চলে,
সুজনবিহীন কাটে প্রতিদিন জঙ্গম মহীতলে।
নাই কি রে সুখ ধরণীর বুকে,
ক্ষণিকের তরে জাগিতে পুলকে!
রোমাঞ্চতায় নব বারতায় সুনিপুণ কৌশলে?
আশায় আশায় দিন কেটে যায়, ভাসছি অশ্রুজলে।

চুপচাপ থাকি লজ্জায় ঢাকি আপনার মুখখানি,
জগত জীবনে উজান পবনে ছুটে চলি দাঁড় টানি'।
চাঁদের আলোকে ফিনকি ছড়ায়,
চমকে ঝলকে ছলকে হারায়;
নিঃসঙ্গতায় কেঁদে কেঁদে যাই, নয়নে গড়ায় পানি;
জল-তরঙ্গ যেন অনঙ্গ দোলায় যে তরীখানি।

জল ছলছল করে কোলাহল ডুবুডুবু তরী প্রায়,
অন্তর শোনে বায়ুর শ্বসনে কানে কানে বলে যায়-
নশ্বর ভূমে মিথ্যে সকল,
পরাভূত হবে, হবে রে বিকল;
যা কিছু সত্য সে-ইতো নিত্য; চিত্তে সুখ বহায়;
প্রপঞ্চ খেলা করে অবহেলা ফিরে আয়, ফিরে আয়।


ছবি- নেট

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২২ রাত ১২:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতা চমৎকার হয়েছে।
তারচেয়েও চমৎকার হয়েছে শব্দ নিয়ে খেলা।

২৯ শে মার্চ, ২০২২ রাত ১০:৪৭

কবীর হুমায়ূন বলেছেন: অনেক ধন্যবাদ মরুভূমির জলদস্যু। সুন্দর ও সুস্থ থাকুন।

২| ২৯ শে মার্চ, ২০২২ রাত ২:০৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর আবেগময় কবিতা।

২৯ শে মার্চ, ২০২২ রাত ১০:৪৭

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রিয় রাজীব নুর। শুভ কামনা।

৩| ২৯ শে মার্চ, ২০২২ সকাল ৭:২৫

গেঁয়ো ভূত বলেছেন: সত্যিই অসাধারণ!

২৯ শে মার্চ, ২০২২ রাত ১০:৪৮

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা গেঁয়ো ভূত।

৪| ২৯ শে মার্চ, ২০২২ সকাল ৭:২৫

গেঁয়ো ভূত বলেছেন: সত্যিই অসাধারণ!

০৩ রা এপ্রিল, ২০২২ ভোর ৫:৪৬

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রিয় গেঁয়ো ভূত। শুভ কামনা।

৫| ০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১:১৬

প্রামানিক বলেছেন: অসাধারণ কবিতা। খুব ভালো লাগল।

০৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৯

কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ প্রামানিক সাহেব। শুভ কামনা সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.