নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন করে বাঁজাও বাঁশি সুর যেন গো সর্বনাশী থাকতে আমায় দেয়না গৃহ কোনে , ওঝা যেমন বীনের টানে গর্ত থেকে সর্প আনে তেমনি করে টানছো তোমার পানে।
নষ্টেরা সব ভ্রষ্ট পথে চলে;
কথার আগে এবং পরে
মুখে তারাই ভালো কথা বলে।
বিশ্বাসে নেই ঈশ্বর প্রেমধারা;
তসবি হাতে মাথা ঠুকে
স্বার্থবাদী মানুষশোষক তারা।
আর্থ-সমাজ-রাজনীতির বেলায়;
শীর্ষে থাকে বিত্ত দিয়ে
মত্ত রহে ধুরন্ধরের খেলায়।
০৮ ই মে, ২০২২ সকাল ১১:৫৪
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ মরুভূমির জলদস্যু। শুভ কামনা।
২| ০১ লা মে, ২০২২ ভোর ৫:০৪
সোনাগাজী বলেছেন:
আমাদের জাতি সঠিক পথে আছে?
০৮ ই মে, ২০২২ সকাল ১১:৫৬
কবীর হুমায়ূন বলেছেন: জ্বী, ঠিক বলেছেন সোনাগাজী ভাই। তবে, কিছু নষ্ট আছে। শুভ কামনা সব সময়।
৩| ০১ লা মে, ২০২২ সকাল ৭:৪১
বিজন রয় বলেছেন: সুপ্রভাত!
নষ্ট ও ভ্রষ্ট সমাজ চিত্র কবিতায় দারুন ফুটে উঠেছে।
কিন্তু কবিতাটি পড়তে থামতে হয়েছে।
শুভকামনা।
০৮ ই মে, ২০২২ সকাল ১১:৫৭
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ এবং ভালোবাসা বিজন রয়। শুভ কামনা নিরন্তর।
৪| ০১ লা মে, ২০২২ সকাল ৭:৪২
বিজন রয় বলেছেন: সোনাগাজী বলেছেন: আমাদের জাতি সঠিক পথে আছে?
না, সঠিক পথে নেই। আগামী ৫০০ বছরেও এ জাতি সঠিক পথে আসবে না।
৫| ০১ লা মে, ২০২২ সকাল ১১:৩২
এম ডি মুসা বলেছেন: এই যাবো আজ, আমি কি তেমন সন্তান ?
যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান;
তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি-
চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি.....
ভুলে যায় কে ইতিহাস, জানা আছে পিছনের
৬| ০১ লা মে, ২০২২ সকাল ১১:৩৫
এম ডি মুসা বলেছেন: এই ইতিহাস ভুলে যাবো আজ, আমি কি তেমন সন্তান ?
যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান;
তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি-
চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি.....
ভুলে যায় কে ইতিহাস, জানা আছে পিছনের
০৮ ই মে, ২০২২ সকাল ১১:৫৮
কবীর হুমায়ূন বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা এম ডি মুসা ভাই।
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০২২ রাত ২:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন: ছো্ট্ এবং চমৎকার মর্মকথা কবিতা ভালো হয়েছে।