নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌখিন শিল্পীর ভুবনে স্বাগতম

জীবনটা যেন এক বর্ণীল প্রজাপতি

ইষ্টিকুটুম

আহ! কত রং ! রং এ রঙ্গীন এই জীবনলীলা সাজাই, জীবনের মাঝে রং এর ভীড়ে তোমায় খুঁজে বেড়াই। তুমি আছ কিংবা তুমি নেই, রং এর শিল্পী আমি, তোমায় খুঁজে যাই।

ইষ্টিকুটুম › বিস্তারিত পোস্টঃ

~ আসল নকল যায় কি চেনা?? ~ (যারা আমার পেইন্টিং পছন্দ করেন, তাদের জন্য অ-নে-ক...দি-ন প-রর)

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫০



তেল রঙ -এ একটা 'স্টিল লাইফ পেইন্টিং' করলাম। B-) B-)



কিন্তু, বন্ধুদের সাথে মজা করার জন্যে 'পিকাসা' তে ইফেক্ট বানালাম অনেকগুলা। এখন এই সবগুলোর মধ্যে কোনটা আসল পেইন্টিং টা?? খুঁজে বের করুন দেখি বন্ধুরা!! :P :P :D :D :) :) :-B :-B :-B



ঈদের রান্নাবান্না কাল হতে শুরু করবো। আজ এই দুষ্টুমিটা করলাম। হিহি!! =p~ =p~ =p~ ;) ;) ;)



১।





২।





৩।





৪।





৫।





৬।





৭।





৮।





৯।





১০।





১১।





প্রিয় ছোট-বড় ভাই-বোন ও বন্ধুরা, এই হলো এগারোটি ইফেক্ট। এর মধ্য হতে আসল চিত্রকর্মটি খুঁজে বের করতে না পারলেও, আপনার কাছে কোন ইফেক্টটি, বা কোন কোনটি ভালো লেগেছে সেটা অন্তত বলে যাবেন, কেমন?? :#> :#>



~~ সবাইকে অগ্রীম ঈদ মোবারক

........................এবং............



পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজন এবং আশেপাশের সকলকে নিয়ে, আপনার ঈদ যেন খুব খুব খুউব আনন্দে উদযাপন হয়, সেই শুভকামনা রইলো। ~ ~

মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৬

বিল্লা বাবা বলেছেন: অস্থির হইসে। +++++++++++++

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৪

ইষ্টিকুটুম বলেছেন: কোনটা অস্থির?? সবগুলাই?? ;) ;)

আসল ছবি কোনটা...বললেন না তো!! :((

২| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ঈদের শুভেচ্ছা........ :)

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৭

ইষ্টিকুটুম বলেছেন: আপনার কাছের মানুষদের সাথে অনেক সুন্দর একটা ঈদ উদযাপন হোউক। সেই কামনা করি।

৩| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৩

কালোপরী বলেছেন: ৮ নাম্বারটা ভাল লেগেছে :)

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩১

ইষ্টিকুটুম বলেছেন: অনেক ধন্যবাদ, কালোপরী।

ঈদের শুভেচ্ছা।

৪| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৮

নূর আদনান বলেছেন: ৭ ন: টা আসল

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৩

ইষ্টিকুটুম বলেছেন: আসলের কাছাকাছি গিয়েছেন, কিন্তু আসল ঐটা না!!! ;)

৫| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৯

নূর আদনান বলেছেন: ঠিক বল্লাম কি.....

ঈদের শুভেচ্ছা........

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৫

ইষ্টিকুটুম বলেছেন: সরি আদনান ভাইয়া!! ঠিক হয় নাই!! :( :P

ঈদের শুভেচ্ছা। এইবার কোথায় ঈদ করছেন??

৬| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫২

রাখালছেলে বলেছেন: actual paint is number 10....am i right..?

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০১

ইষ্টিকুটুম বলেছেন: আপনি কি ছবি আঁকেন ?

৭| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৬

সোজা আঙ্গুল বলেছেন: ১০

৮| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৯

শায়মা বলেছেন: ১০ নং টাই হবার কথা ইষ্টিমনি! তবে ৯ নং দিয়ে প্রায় ঘোল খাইয়ে দেওয়া যেতো!:P

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৫

ইষ্টিকুটুম বলেছেন: ১০ ই কেন? ৯ অথবা ১১ নয় কেনো?? যুক্তি দেখাও। ;) ;) :#) 8-| :#>

৯| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৩

নূর আদনান বলেছেন: আমি বগুড়াতেই করব, আপনি কোথায় ঈদ করবেন??

আর কোনটা আসল এইটা কিন্তুক বলতে হপে...............

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৬

ইষ্টিকুটুম বলেছেন: আল্লাহ চাহে আমি এইবার ঢাকাতে ঈদ করবো।

কেউ কেউ সঠিক জবাব দিয়ে দিয়েছে। :)

১০| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫২

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ১০ নম্বর কনফার্ম। !:#P

১১| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ২:২৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ছবি সুন্দর হয়েছে এটাই মেইন কথা।

১২| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:০৪

নূর আদনান বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ছবি সুন্দর হয়েছে এটাই মেইন কথা।


বলতে না পারলে তো এই কথাই বলবেন /:)

তবে ছবি কিন্তুক সুন্দরই হয়েছে

১৩| ১৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১২

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: সাদাকালো আমার সবসময়ের পছন্দ । B-)

১৪| ১৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৮

শায়মা বলেছেন: ১ থেকে ৬ যে কেউ বুঝবে রিয়েল না। আর ৭ থেকেই দ্বিধা দ্বন্দের শুরু হবে। তবে যারা কম্পু বিশেষজ্ঞ তারা মনে হয় ছবি না আঁকলেও ধরে ফেলবে এর পর তোমার ইফেক্টের কারসাজি।


১১ টা স্পষ্টই বুঝা যায় ইহা নহে ইহা নহে


তবে ৭,৮,৯ ১০ এর খেলাটা কঠিন হলেও ছোট্ট ছোট্ট আঁচড়গুলার অস্পষ্টতা ভালো করে খেয়াল করলে বুঝা যায় ১০নংটাই আসল । :P


ছবিটা এত্ত সুন্দর হয়েছে!!!!!!!!!!!!!!!



:) :) :)

১৫| ১৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৯

শায়মা বলেছেন: ইষ্টিকুটুমমনি আমার গ্লাস পেইন্ট অং বং দেখো!:)


Click This Link

১৬| ১৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর হয়েছে সবগুলোই তবে কেন ৭ নম্বর টি আসল মনে হচ্ছে। যাই হোক ঈদ আর পূজোর শুভেচ্ছা থাকলো । :) :)

১৭| ১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৬

অযুত বলেছেন: লাইক দেওয়া যাচ্ছে না কেন? :|

কমেন্ট আগেই করতে চেয়েছিলাম। লাইক দেয়া যাচ্ছে না দেখে ভাবলাম নেটে সমস্যা। লাইক এখনো দিতে পারলাম না। লাইক অপশন বন্ধ নাকি? :||

প্রথমেই মনে হয়েছে ৭ বা ১০ আসল। এখন মনে হচ্ছে ১০ই আসল। (অনেকের কমেন্ট দেখে) :-P

তবে আসল নকল এখানে মূল বিষয় মনে হয়নি। ছবিগুলা সত্যিই দারুণ হয়েছে এটাই হলো আসল কথা।

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৮

ইষ্টিকুটুম বলেছেন: কয়েক দিন ধরে আমিও লাইক দিতে পারছিনা। কার্সরটা খালি ঘুরে, আর ঘুরে।

অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ, পোস্ট'টি পছন্দ হয়েছে, এতেই আমি খুশী। আসলে নকল খুঁজতে দিলে আমিও বোধহয় ধন্দ্বে পরতাম।

১৮| ১৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২২

সায়েম মুন বলেছেন: আসল নকল চেনা গেল না। :(

ঈদের শুভেচ্ছা রইলো।

১৯| ১৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৫

অবাধ্য সৈনিক বলেছেন: ১০

২০| ১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ৮ নং টা ভাল লেগেছে! কিন্তু আসল কোনটা যে বুঝতে পারছি না আপু! ঈদ মোবারক !

২১| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৬

মামুন রশিদ বলেছেন: ৬ নাম্বারটা বেশি ভাল লেগেছে । মনে হচ্ছে এটাই অরিজিনাল ।


লেইট ঈদ শুভেচ্ছা ।

২২| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০০

সমুদ্র কন্যা বলেছেন: প্রতিটা ইফেক্টই চমৎকার হয়েছে। আমার কাছে ১০ নং টাই আসল মনে হচ্ছে।

২৩| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৩২

পেন আর্নার বলেছেন: খুব ভালো লেগেছে।
মনে হচ্ছে ৭ নম্বর আসলখানা! :-)
ভালো থাকবেন আপু।

২৪| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৯

তেরো বলেছেন: ১০ নাম্বারটা নাকি?

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৮

ইষ্টিকুটুম বলেছেন: হুম। সঠিক।

২৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৯

আরজু পনি বলেছেন:

আপনাকে চিনতে পেরে দারুণ লাগছে ।

অনেক শুভেচ্ছা রইল ।।

২৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৭

ইখতামিন বলেছেন: আরজুপনি বলেছেন:

আপনাকে চিনতে পেরে দারুণ লাগছে ।

অনেক শুভেচ্ছা রইল ।।

আমিও তাই... :)

২৭| ০৬ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩২

কালের সময় বলেছেন: এতাকি ২০১৩ সালের ঈদের কাহীনি
নাকী ২০১২ সালের
তো আপনাকে ২০১৪ সালের ঈদের অ্রগ্রীম শুভেচ্ছা ।

২৮| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:০২

পেন আর্নার বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.