নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌখিন শিল্পীর ভুবনে স্বাগতম

জীবনটা যেন এক বর্ণীল প্রজাপতি

ইষ্টিকুটুম

আহ! কত রং ! রং এ রঙ্গীন এই জীবনলীলা সাজাই, জীবনের মাঝে রং এর ভীড়ে তোমায় খুঁজে বেড়াই। তুমি আছ কিংবা তুমি নেই, রং এর শিল্পী আমি, তোমায় খুঁজে যাই।

ইষ্টিকুটুম › বিস্তারিত পোস্টঃ

!!! লেখা আহ্বান!!! (“সংকাশ” এর ‘ছোট কাগজ’ এবং ‘গল্প সংকলন’)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৯


সুধী,
আসছে- !!!!!!! সংকাশ ছোট কাগজের ৫ম ইস্যু!!!!!!!
২০১৫ এর অমর একুশে গ্রন্থমেলা সামনে রেখে মুক্ত চিন্তার লেখক সংগঠন “সংকাশ” ছোট কাগজ এর নতুন ইস্যু-৫ম সংখ্যা প্রকাশ করা হবে।
লেখার বিষয়- উন্মুক্ত। আগ্রহী লেখক / কবিগণকে কবিতা এবং ১৫০০ শব্দের মধ্যে ছোট গল্প পাঠানোর অনুরোধ জানানো যাচ্ছে।
এবং
আরও আসছে- !!!!!!!! সংকাশ গল্প সংকলন !!!!!!!!

অমর একুশে গ্রন্থমেলা ২০১২ এবং ২০১৩’তে সংকাশ গ্রুপের লেখকদের সম্মিলনে দু’দুটি সংকলন প্রকাশিত হয়েছে এবং ব্যাপক পাঠক জনপ্রিয়তা অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় ২০১৫'তে প্রকাশিত হবে আরও একটি সম্মিলিত গল্প সংকলন। এইবার গ্রুপ লেখকদের বাইরের লেখকদেরও অন্তর্ভূক্তির ইচ্ছা প্রকাশ করা হয়েছে। উপযুক্ত সংখ্যক মানসম্মত গল্প সংগৃহীত হলে বাংলাদেশ রাইটার্স গিল্ড প্রকাশনী হতে সংকলনটি প্রকাশ করা হবে। নিজের সেরা মৌলিক (কাগজে/ব্লগে/ফেসবুকে যেকোন স্থানে অপ্রকাশিত, সম্পূর্ণ নতুন লেখা) একটি গল্প পাঠিয়ে আপনিও এই সংকলনে যুক্ত হতে পারেন। সর্বোচ্চ ১৮০০ শব্দের মধ্যে লেখা আপনার গল্পটি পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেইল ঠিকানায়। আপনার গল্পটি প্রকাশের জন্য নির্বাচিত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে। উল্লেখ্য, প্রকাশনার খরচ বহন করতে হবে নির্বাচিত লেখকদের তবে প্রদেয় টাকার বিপরীতে আপনার জন্য রয়েছে প্রকাশিত গল্প সংকলনের ৫ কপি বই। আগ্রহীরা যোগাযোগ করুন। ধন্যবাদ।
• লেখার বিষয়- উন্মুক্ত। কিন্তু মৌলিক গল্প যা কোথাও অ-প্রকাশিত।
• লেখা বিজয়-৫২ ফন্টে পাঠা্বেন।
• লেখা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে টাইপ করবেন।
• ওয়ার্ড ফাইলে লেখার সাথে আপনার নাম, বাসস্থান ঠিকানা, ইমেইল ঠিকানা এবং যোগাযোগের নাম্বার দিন।
• লেখা পাঠানোর ই-মেইল : [email protected]
• লেখা পাঠানোর শেষ সময়ঃ আগামী ২ রা নভেম্বর ২০১৪ রাত ১২ টার মধ্যে লেখা পাঠাতে হবে।

প্রচারে-
‘সংকাশ’- এর পক্ষে
জাকিয়া জেসমিন যূথী
মামুন ম আজিজ এবং
পন্ডিত মাহী

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫১

শায়মা বলেছেন: ইষ্টিকুটুম মিষ্টি কুটুম কুটুম পাখির ছা

খোকন সোনা গান ধরেছে তাইরে নাইরে না



শিঘরি তোমার ফেসবুক আইডি দাওতো কইন্যা!!!!!!!!!!

২৭ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৩

ইষ্টিকুটুম বলেছেন: আমার ফেইসবুক আইডি জানা নেই, কী বলো তুমি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.