নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌখিন শিল্পীর ভুবনে স্বাগতম

জীবনটা যেন এক বর্ণীল প্রজাপতি

ইষ্টিকুটুম

আহ! কত রং ! রং এ রঙ্গীন এই জীবনলীলা সাজাই, জীবনের মাঝে রং এর ভীড়ে তোমায় খুঁজে বেড়াই। তুমি আছ কিংবা তুমি নেই, রং এর শিল্পী আমি, তোমায় খুঁজে যাই।

ইষ্টিকুটুম › বিস্তারিত পোস্টঃ

!!! লেখা আহ্বান!!!

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৮



সুধী,
আসছে- সংকাশ ছোট কাগজ (লিটল ম্যাগ) এর ৬ষ্ঠ ইস্যু!

লেখা পাঠানোর নির্দেশনা-

• লেখার বিষয়- উন্মুক্ত। আগ্রহী লেখক / কবিগণকে যেকোন বিষয়ের উপরে কবিতা, মুক্তগদ্য, রম্য রচনা, বৈজ্ঞানিক কল্পকাহিনী কিংবা অন্য যেকোন বিষয়ের উপরে ছোট গল্প পাঠানোর অনুরোধ জানানো যাচ্ছে। গল্পের ক্ষেত্রে শব্দ সংখ্যা ১৫০০ শব্দের উর্ধে নয়।

• কাগজে (দৈনিক/ত্রৈমাসিক/ষান্মাসিক পত্রিকা, বই, লিটল ম্যাগ) অপ্রকাশিত হতে হবে, তবে- ব্লগ বা ফেসবুক পাতায় প্রকাশিত লেখা হলে সমস্যা নেই।

• লেখা বিজয়-৫২ ফন্ট অথবা অভ্র/ইউনিকোড ফন্টে পাঠাতে পারেন।

• লেখা ইমেইল টেক্সট বডি’তে না পাঠানোর জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে আপনার লেখা টাইপ করবেন; তাতে আপনার লেখার শিরোনাম, নিজের নাম, ইমেইল ঠিকানা, যোগাযোগের ঠিকানা এবং মুঠোফোন নাম্বার যুক্ত করুন। লেখক জীবনের ছোট প্রোফাইলও যোগ করতে পারেন। (লেখা ছদ্ম নামে প্রকাশ করতে চাইলে সেটি উল্লেখ করুন, কিন্তু ইমেইলে প্রকৃত নাম যুক্ত করুন।)

• ইমেইলের বিষয়ের ঘরে ‘সংকাশ ছোট কাগজের ৬ষ্ঠ সংখ্যার জন্য’ কথাটি উল্লেখ করুন।

• লেখা পাঠানোর ই-মেইল: [email protected]

• শেষ সময়ঃ আগামী ৩০ সেপ্টেম্বর ২০১৫ইং, রাত ১২টার মধ্যে লেখা পাঠাতে হবে।

প্রচারে-
জাকিয়া জেসমিন যূথী
সহযোগী সম্পাদক
সংকাশ,
ছোট কাগজ

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন যূথী। লেখা পাঠাতে চেষ্টা করবো।

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৭

ইষ্টিকুটুম বলেছেন: অবশ্যই, প্রামাণিক ভাই।

২| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৫

অপ্রকাশিত কাব্য বলেছেন: সর্বাত্নক চেষ্টা করবো

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৮

ইষ্টিকুটুম বলেছেন: পাঠিয়ে দিন, আপনার সেরা লেখাটি।

৩| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৬

আকবর উদ্দীন ভূঁঞা বলেছেন: এই কবিতাটা হবে? Click This Link

১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০০

ইষ্টিকুটুম বলেছেন: পনার সেরা কয়েকটি কবিতা পাঠান। সেখান থেকে মানসম্মত হলে একটি ছাপানো হবে।

৪| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৮

আরণ্যক রাখাল বলেছেন: অকে অকে

১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫২

ইষ্টিকুটুম বলেছেন: সাথেই থাকুন। ধন্যবাদ।

৫| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৩

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আশাকরি কিছু একটা পাঠাবো :)

১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৯

ইষ্টিকুটুম বলেছেন: ঠিক আছে, ভাই।

৬| ১৮ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:৪৪

প্লাবন২০০৩ বলেছেন: ধন্যবাদ আপু।
আর সবার সাথে আমিও লেখা পাঠানোর চেষ্টা করব।

১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৮

ইষ্টিকুটুম বলেছেন: ঠিক আছে।

৭| ১৮ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:১৪

লাবু২২ বলেছেন: সরাসরি টেক্সট বডিতে পাঠালে সমস্যা হবে ? আসলে লেখাটি আমি মোবাইলে পাঠাব তাই বলছি।

১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৮

ইষ্টিকুটুম বলেছেন: সরাসরি টেক্সট-বডিতে পাঠালেও অন্য নিয়মগুলো প্রযোজ্য। আপনার লেখার সাথে যোগাযোগের যে সমস্ত তথ্য দিতে বলা হয়েছে, তা দেবেন। ইমেইলের বিষয় ঠিকমত লিখবেন।

৮| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১০

আমি রিয়াদ বলেছেন: লেখা ছাপানো হলে বুঝবো কি করে? লেখক কি কোন কপি পাবে নাকি কিনতে হবে?

১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৫

ইষ্টিকুটুম বলেছেন: এক কপি লেখক সৌজন্য কপি হিসাবে পাবেন।

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫

উধাও ভাবুক বলেছেন: কুটুমপাখি কেমন আছে ?

০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪

ইষ্টিকুটুম বলেছেন: ভালোই আছে, আলোর মাঝে
ভালোই কাটছে সকাল সাঁঝে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.