নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা কনভার্টার

পাগলামিউজিক ডট কম

বাংলা কনভার্টার

পাগলামিউজিক ডট কম › বিস্তারিত পোস্টঃ

স্পিকিং ডিকশনারি – অর্থ দেখুন, অডিও আকারে শুনুন এবং শব্দটি ডাউনলোড করুন!!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩২

আমাদেরকে কাজ করার সময় প্রায়ই অজানা অনেক ইংরেজি বা বাংলা শব্দের,বাক্যের ইংরেজীর মুখোমুখি হতে হয়। সেসব ক্ষেত্রে ডিকশনারী খুলে অর্থ বের করা যেমন কষ্টকর তেমনি সময় সাপেক্ষ ব্যাপার। এছাড়া এতে করে কাজের গতিও কমে যায় অনেকাংশে। কিন্তু এবার সেই সমস্যা লাঘবে এল http://www.freebangladictionary.com

Free Bangla Dictionary উন্নতমানের ইউজার ফ্রেন্ডলী ইন্টারফেস এবং খুবই শক্তিশালী সার্চ ইঞ্জিন সমৃদ্ধ ডিকশনারী। বর্তমান বাজারে অনেক ধরনের ডিকশনারি পাওয়া গেলেও তাদের সাথে ‘ফ্রি বাংলা ডিকশনারী -র বিস্তার পার্থক্য রয়েছে।

Free Bangla Dictionary এটি সম্পূর্ণ ফ্রি, ডাইনামিক সার্চ ইঞ্জিন এবং বাজারের যেকোন ডিকশনারী অপেক্ষা এর সার্চ ইঞ্জিনটি অধিক দ্রুতগতি সম্পন্ন। ফ্রি বাংলা ডিকশনারিতে আপনি খুব সহজেই বর্ণমালা নির্বাচন করে আপনার কাঙ্খিত শব্দের অর্থটি বা সম্পূর্ণ বাক্যটির খুঁজে পেতে পারেন।

আপনার কাঙ্খিত শব্দটির সঠিক উচ্চরণসহ অডিও আকাশে শুনতে পারেন এবং এই শব্দটাকে আপনার কমিউটারে ডাউনলোড করে নিতে পারেন।

এখানে আপনি ইংলিশ টু বেঙ্গলী, বেঙ্গলী টু ইংলিশ, ইংলিশ টু হিন্দী, বাংলা টু হিন্দী , ইংলিশ টু আরাবী, বাংলা টু আরবি শব্দের ১০০% নির্ভুল তথ্য খুঁজে পেতে পারেন খুবই সহজে।

আপনার অজানা বাক্যটির বাংলা অর্থ বা ইংরেজী জানতে ‘ফ্রি বাংলা ডিকশনারি’ অতুলনীয়। ১০০% নির্ভুল তথ্যটি পেতে সাইটের টেক্স বক্সে গিয়ে লিখলেই মিলবে আপনার কাঙ্খিত নির্ভল তথ্য। আর সবচেয়ে বড় গুনটি হচ্ছে, বাজারের যেকোন ডিকশনারী অপেক্ষা এর সার্চ ইঞ্জিনটি অধিক দ্রুতগতি সম্পন্ন।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১২

সুমন কর বলেছেন: নাইস পোস্ট.......... =p~

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫০

হাসান মাহবুব বলেছেন: টেস্ট করে দেখি। ভালো উদ্যোগকে স্বাগত জানাই।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০২

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভিজিট করে দেখছি। চমৎকার উদ্যোগ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.