নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিদেশ নিয়ে ভাবি সর্বদা তবে দেশের কথাও কিন্তু ভুলি নাই । আমার চরম শত্রু পরা শক্তিধর সাম্রাজ্যবাদী শক্তি ও তাদের দালাল,সুবিধা ভোগী, চাটার দল ও জি হুজুর হ হুজুর মার্কা ব্যক্তিত্বহীন লোকগুলি । আমার ব্যক্তিগত শত্রুতা কারো সঙ্গে নেই । মাঝে মধ্যে লিখার স্বার্থে

বিদেশ পাগলা

বিদেশ নিয়ে চিন্তা ভাবনা করি । দেশের কথাও ভাবি । আমার এলার্জি বা ক্ষোভ রক্তচোষা পরাশক্তিধর সাম্রাজ্যবাদী শক্তি ও তাদের অনুগত দালাল,সুবিধা ভোগী ব্যক্তিত্বহীন জি হুজুর হহুজুর মার্কা চাটার দলদের ব্যাপারে । ব্যক্তিগত ভাবে কারো সাথে কোন শত্রুতা নেই । মত প্রকাশ ও লেখার কারণে মাঝে মধ্যে ঝগড়া হওয়া অস্বাভাবিক না কিন্তু পরক্ষনে সেটা ভুলে যায় । কারণ এ পৃথিবী বড় ক্ষনস্থায়ী !

বিদেশ পাগলা › বিস্তারিত পোস্টঃ

বিদেশ নিয়ে যত কথাঃ বাকী অংশ--- ৭ (পর্ব-১)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১২



১৩) বিনোদন-সাংস্কৃতিক কারনেঃ

প্রতি বছর বিনোদন ও সাংস্কৃতিক কারণে একটি বিশাল পরিমান মানুষ বিদেশে যায় । এ ধরনের বিদেশ ভ্রমন সরকারী বেসরকারী দুধরনের উদ্যোগ নিতে দেখা যায়। আবার দেশের বাহিরের কোন দেশের আমন্ত্রনে অনেক সময় বিদেশ ভ্রমন করতে দেখা যায়।এ সব অনুষ্ঠানের মাধ্যমে সাধারণত প্রবাসীরা বেশ আনন্দ বিনোদন পেয়ে থাকেন ।বিদেশে বসেও অনেকে স্বদেশের নির্মল বিনোদন উপভোগ করেন ।বিশ্বের অনেক নামকরা গায়ক ও অভিনেতার বিনোদন দিয়ে নিজের ও দেশের ভাবমুর্তি উজ্জ্বল করেন ।সেই সাথে অর্থনৈতিকভাবেও লাভবান হন ।সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে সহজেই কারো মনজয় ও পরাধীন করা যায় ।তাই বিনোদন ও সুস্থ্য স্বাভাবিক সাংস্কৃতিক কর্মকান্ড কোনদেশের গুরুত্বপুর্ন সম্পদ ।এ ধরনের বিনোদনের মধ্যে অন্যতম হচ্ছে নৃত্য ও গান । এছাড়াও আছে চিত্রাঙ্কন, কবিতা,ঐতিহ্যবাহী রীতি-প্রথা,গল্প,অভিনয়,নাটক,চলচিত্র,যাত্রা,পালা,মেলা প্রদর্শনী,লেখা সহ বিভিন্ন বিনোদন সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশ নিতে ।ভারতের একটি বিশাল সম্পদ হচ্ছে বিনোদন ও সাংস্কৃতিক কর্মকান্ড।বাংলাদেশ থেকেও প্রচুর লোক বিনোদন ও সাংস্কৃতিক উদ্দেশ্যে বিদেশ যান । কাজেই বিনোদন ও সাস্কৃতিক কর্মকান্ডের কারণে মানুষ বিদেশে যান ।

১৪) রাষ্ট্রীয়-সরকারী কাজেঃ

বিদেশে যাওয়ার অন্যতম কারণ রাষ্ট্রীয় বা সরকারী কাজ ।বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ নামে পরিচিত । এক রাষ্ট্র বিভিন্ন কারণে অপর রাষ্ট্রের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল ।তাই বিভিন্ন কাজে একরাষ্ট্রের সরকার কে অন্য রাষ্ট্রের সরকারের নিকট বিভিন্ন কাজে যেতে হয় ।সরকারী কাজের মধ্যে অন্যতম হচ্ছে চুক্তি,যোগাযোগ, ,তথ্য আদান প্রদান,আমদানী-রপ্তানী,শিল্প,ব্যবসা-বানিজ্য,শিক্ষা,কর্ম দক্ষতা বৃদ্ধির জন্য,প্রশিক্ষন নিতে, খাদ্য,কৃষি,চিকিৎসা,বস্ত্র,আবাসন,জলবায়ু-আবহাওয়া,নিত্য ব্যবহার্য় সামগ্রী,কারিগরী,বিজ্ঞান-প্রযুক্তি সহ বিভিন্ন সরকারী সহায়তা সহযোগীতা আদান প্রদানে প্রচুর লোক বিদেশে যান ।বাংলাদেশ থেকেও সরকারী কাজে প্রতিনিয়ত লোক বিদেশে যান ।

বাকী অংশ---৮ (পরবর্তীতে)----চলবে ----
বিদেশ নিয়ে যত কথাঃ বাকী অংশ--- ৮ (পর্ব-১)

পুর্বের অংশ দেখতে নিম্ন লিঙ্ক
বিদেশ নিয়ে যত কথাঃ বাকী অংশ---৬ (পর্ব-১)



মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.