| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাকাতুয়া
আমি ভালবাসি মানুষকে আমি ভালবাসি তোমাকে
করোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বা সংক্রমণ থেকে বাঁচতে হলে কিছু অভ্যাস গড়ে তুলতে হবে।এর মধ্যে অন্যতম হচ্ছে অন্যদের কাছ থেকে কমপক্ষে এক মিটার বা তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
সতর্কতা হিসেবে ভিড় এড়িয়ে চলারও পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কারণ সংস্থাটির মতে, ভিড়ের মধ্যে গেলে কোভিড-১৯ আক্রান্ত কারো সংস্পর্শে যাওয়ার ঝুঁকি বাড়ে এবং অন্যদের থেকে এক মিটার দূরত্ব বজায় রাখাটাও সম্ভব হয় না।
কিন্তু জীবনযাত্রা স্বাভাবিক হয়ে এলে তা কতটা মানা সম্ভব, তা একটি বড় প্রশ্ন হয়েই থাকছে।কারণ বাস্তবতা হলো, মার্কেটে গিয়ে বা ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে এমন জায়গায় গিয়ে, আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী এক মিটার দূরত্ব বজায় রাখা আদৌ সম্ভব নয়।
এমন এক জটিল পরিস্থিতিতে একটি সামাজিক দায়বদ্ধতা থেকে DailyGoods বাংলাদেশে এই প্রথম বাংলাদেশের মানুষের সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষে তৈরি করেছে DailySens অ্যাপস । আমাদের লক্ষ সামাজিক দূরত্বের মাধ্যমে করোনা থেকে বাক্তিগত সুরক্ষা নিশ্চিত করা
একে অপরের কাছ থেকে ২ মিটার দূরত্বের মধ্যে এলে Dailysense এর ব্যবহারকারীদের সতর্ক করে।
এছাড়াও Dailysense আধুনিক লাইভ লোকেশন ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে এই অ্যাপস ব্যবহারকারীদের অবস্থান পর্যবেক্ষ করে থাকে।
সুতরাং আপনার নিজ পরিবার ,সমাজ তথা দেশের স্বার্থে আপনার পরিবার ,আত্মীয়- স্বজন এবং বন্ধু- বান্ধবকে এই DailySense অ্যাপটি ইন্সটল করতে উৎসাহিত করুন।
App Link https://bit.ly/3gy5sqz
লেখিকা ক্রেডিটঃ শায়লা শারমিন

০১ লা জুন, ২০২০ বিকাল ৪:৫৯
কাকাতুয়া বলেছেন: কাজি আবু ইউসুফ, আপাতত এলাট দিয়ে সতর্ক করছে। আস্তে আস্তে আপনার বর্ণিত ফিচার আসবে। আপনি ব্যাক্তি গত ভাবে সতর্ক হলে ভাইরাস থেকে দূরে থাকতে পারবেন। তাই ব্যাক্তি পর্যায়ে সচেতনতার জন্যে DilySense এর এই উদ্যোগ।
২|
০১ লা জুন, ২০২০ বিকাল ৫:০৬
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনার এ্যাপস্ এলার্ট দিব আর পাবলিক লাফ দিব- লাফ দিয়া আরেকজনের গায়ে পড়বো- সেটাও এলার্ট দিব - এই ভাবে একটা শাখামৃগ-তে পরিনত হবে । সচেতনতায় ---সেটা বনে সম্ভব, ঢাকায় না।
০১ লা জুন, ২০২০ বিকাল ৫:২৬
কাকাতুয়া বলেছেন: ভাই আমাদের কাজটা আমাদের করতে হবে, ১০০ জনের মধ্যে যদি ১০ জনকে সচেতন করতে পারলে ও একটা উপকার হইল। হয়ত এর সাথে একটা পরিবার জড়িত। এক জনকে বাঁচানোর অর্থ একটা ফ্যমিলিকে বাঁচান। আমরা আরও ফিচার নিয়ে কাজ করছি। আস্তে আস্তে আমাদের একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে করোনার বিরুদ্ধে। সেই আন্দোলনের জন্যে ছোট্ট শুরু মাত্র। সাথে থাকুন, পরিবর্তন দেখতে পাবেন। ধন্যবাদ
৩|
০১ লা জুন, ২০২০ বিকাল ৫:১২
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: i used 4M-Alert ! disgusting
৪|
০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৬
রাজীব নুর বলেছেন: খুব ভালো।
৫|
০১ লা জুন, ২০২০ রাত ৮:১৯
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখা ।
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০২০ বিকাল ৩:৫৭
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ভাইরাসের জন্য এলার্ম বাজলে সুবিধা হতো -- ডিসটেন্স তো হবে না; কর্মজীবিদের!!!!!