![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২সপ্তাহের হলিডের পুরা ১সপ্তাহ কটিয়েছি বড় বোন এর বাসায়,
আমার বড় বোন আমার মা এর মত।
রাত দিন কানের কাছে ঘ্যান ঘ্যান করে ,
কি খাবি,
কি খাবি,
কি খাবি,
একটু পিঠা করে দেই ? নাহলে একটু ফিরনি খেয়ে দেখ কেমন লাগে,
রাতে ভাত খাইনা সাধারনত কিন্ত তার কাছে থাকলে খেতে হবেই হবে সে হোক রাত ১২ টা হোক ২টা বা ৩টা , শুধু আগলে রাখতে চায় মায়ের মতো
তার কাছে থাকলে মনেই হয়না ময়ের কাছ থেকে এতো দূরে আছি,
মাঝে মাঝে রাগ লাগে! তার ঘরে গেলে একটা কাজ এ হাত দিতে দিবে না, একটা ও কাজ করতে দেয় না, তার ধারনা আমি নাকি পারবো না,
হা হা হা
হাসি পায়, মাঝে মাঝে বলি আপু আমার সংসার কে চালায় গো,
সে ও হাসে।
ঘরে আসার পর থেকে অনেক মিস করছি আপু কে,
লেখাতে হয়তো অনেক ভুল, খমা করবেন ভুলের জন্য,
লেখাটা লেখার সময় বার বার দু চোখ ঝাপসা হয়ে আসছিল ।
আপু আমি তোমাকে অনেক ভালবাসি কখনো বলা হয়না তোমাকে ।
০৭ ই জানুয়ারি, ২০১১ ভোর ৬:৫৪
কাকঁন বলেছেন: ধন্যবাদ মেহরাব শাহরিয়ার ।
আগের কমেন্টের জন্য দুঃখ পকাশ করতে হবেনা কারন আগের বার লিখা ড্রাফট করতে গিয়ে পোষ্ট হয়ে গিয়েছিল তার মাজে নেট সমস্যা তার জন্য আমি ক্ষমাপ্রার্থী ।
২| ০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:১০
চাঙ্কু বলেছেন: আফসুস
০৭ ই জানুয়ারি, ২০১১ ভোর ৬:৫৪
কাকঁন বলেছেন: ধন্যবাদ ।
হমম আফসুস
৩| ০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:৩৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
বোনদের ভালোবাসা, আদর .......মায়ের আদরের সাথে কিছুটা মেলে।
আমার বড় বোনরাও এখনো ভাবে আমি কিচ্ছু করতে পারিনা.........বড় বোন এসে দেখে গেছে। আজই ফোনে বলছিলো ,তুই কত রান্না করতে পারিস।
মাবাবা ভাই বোনদের কাছে চিরকাল ছোটই থাকলাম।
ভালো লাগলো বোনকে নিয়ে লেখা।
ভালো থাকুক বোন।
শুভকামনা আপনার জন্য।
০৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:০০
কাকঁন বলেছেন: ধন্যবাদ সুলতানা শিরীন সাজি ।
হে আপু মা ,বাবা, ভাই, বোনদের কাছে আমি এখন ও ছোট ।
সবাই আমাকে ও বলে তুই রান্না করতে পারিস
তবে অনেক ভাল লাগে তাদের ভালবাসা ।
৪| ০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:৪৩
হোদল রাজা বলেছেন: আমার হইছে উল্টা টা!
বড় বোন আমার চেয়ে ১০ বছরের বড়। বেড়াতে আসলো একমাসের জন্য।
আমিও ২ সপ্তাহ ছুটি নিছিলাম। খুব মজা হলো। রোজ রাতে ৩-৪ পর্যন্ত আড্ডা.. হলে গিয়ে সিনেমা... রাতে সিটি সেন্টারে সবাই মিলে ঘোরা... রান্না...
কাল ঢাকায় যাবে
০৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:০৭
কাকঁন বলেছেন: ধন্যবাদ হোদল রাজা ।
ভাই বোন মিলে আড্ডা খুব মজা ।
হলিডের সময় আমরা ভাই ,বোন মিলে অনেক আড্ডা দেই আর পরে তা মিস্ করি ।
শুভকামনা আপনার জন্য
৫| ০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:৫৩
হাসান মাহবুব বলেছেন: মেহরাব শাহরিয়ার বলেছেন: আগের বার অনেক সংক্ষেপ করে লিখেছিলেন , বানান ভুল ছিল , সব মিলিয়ে আগের কমেন্টের জন্য দুঃখ পেলে ক্ষমাপ্রার্থী
শ্রদ্ধা থাকল আপনার বোনের জন্য
০৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:০৮
কাকঁন বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ।
আগের কমেন্টের জন্য দুঃখ পকাশ করতে হবেনা কারন আগের বার লিখা ড্রাফট করতে গিয়ে পোষ্ট হয়ে গিয়েছিল তার মাজে নেট সমস্যা তার জন্য আমি ক্ষমাপ্রার্থী
৬| ০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:৫৯
ঝটিকা বলেছেন: আমার ও বড় বোন আছে, আমার থেকে ১০ বছর।খুব মিস করি আপুকে আর ওর ২ মেয়েকে।
০৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:১২
কাকঁন বলেছেন: ধন্যবাদ ঝটিকা ।
আমি ও অনেক মিস্ করি আমার বড়আপু কে
ভালো থাকুক আপনার আপু ।
শুভকামনা আপনার জন্য।
৭| ০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:০১
শোশমিতা বলেছেন: কাকঁন আপু আমার তো বড় বোন নাই তবে আমার একটা ভাবি আছে আপনার বড় বোনের মতো
ভালো লাগলো বড় বোনকে নিয়ে লেখা +
শ্রদ্ধা থাকল আপনার বোনের জন্য ।
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫১
কাকঁন বলেছেন: তবে আমার একটা ভাবি আছে আপনার বড় বোনের মতো
যাক পুড়া কপাল হতে হতে বেচে গেছেন
৮| ০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:৪০
নিমা বলেছেন: আপু আমার বড় বোন গুলা ও এমন অবশ্য আমার ও অনেক ভাল লাগে পিচ্ছি সেজে বসে থাকতে
আর একটা ভাবীর পিছনে সাথে সারাদিন খুনসুটি করার মজাই আলাদা
নিজের কান্ড দেখে ভাবি ভাগ্যিস আমার কোনো ছোট ভাই বা বোন নাই
অনেক ভাললাগলো আপানার লেখা
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫২
কাকঁন বলেছেন: হুমম আপু পিচ্ছি সেজে থাকার মজাই আলাদা
৯| ০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:১৭
ফিরোজ-২ বলেছেন: হুমম বড় বোন গুলা এমন
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫২
কাকঁন বলেছেন: বড় বোন গুলা অনেক ভাল হয়
১০| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:১৬
চতুষ্কোণ বলেছেন: এই ভালবাসার ব্যপারটা হয়তো বলে দিতে হয় না। প্রিয় মানুষগুলো আপনাতেই বুঝে যায়। শ্রদ্ধা রইলো আপনার বড় বোনের প্রতি।
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫৪
কাকঁন বলেছেন: তবু মাঝে মাঝে জানাতে ইচ্ছা করে....বলতে ইচ্ছা করে আপু তোমাকে অনেক ভালবাসি
১১| ০৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫৫
নতুনছেলে বলেছেন: এরকম আপু থাকা ভাগ্যের ব্যাপার। অনেক শ্রদ্ধা বড় আপুর প্রতি।
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫৫
কাকঁন বলেছেন: শুভাগ্য বলতে হবে আমার
১২| ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১১
ইসরা০০৭ বলেছেন: ইসসসস আমার যদি এমন একটা বড় বোন বা ভাই থাকতো কতই না ভাল হতআরও ভালো লাগত দুলা বা ভাবী থাকলে
আপনার ভাগ্য অনেক ভালো।
আমি সবার বড় তবে আপনার আপুর মতো না ...আমার ভাই-বোন কে এমন ভালবাসা দেইনা কারন আমি অলস কিচ্ছু বানাইয়ে খাওয়াইতে ভাল লাগেনাকিপটা ও বটে
শোশমিতাপুর ভাবীর মতো ভাবী থাকলে আমি একজন ভাই চাইতবে নিমটুসির ভাবী হতে চাইনা আমার পিছনে এখানে যে পরিমান খুনসুটি করে.....মাঝে মাঝে আমি ভাবি সে আমার আগের জনমের ননদ ছিল কিনা
আপু আমি তোমাকে অনেক ভালবাসি কখনো বলা হয়না তোমাকে ।
প্রিয় মানুষগুলো আপনাতেই বুঝে যায়।
আপনার আপুকে বলবেন আমাকেও আপনার মতো ভালোবাসতে।শ্রদ্ধা রইলো আপনার বড় বোনের প্রতি।
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫৬
কাকঁন বলেছেন: না আমার আপু শুধু আমাকে ভালবাসবে
১৩| ০৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৩৯
সীমানা পেরিয়ে বলেছেন: ইসসসসস.... মনে পড়ে গেলো কোন বড় বোন বা ভাই নেই
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫৮
কাকঁন বলেছেন: এরকম আপু থাকা ভাগ্যের ব্যাপার
১৪| ০৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:১২
নাআমি বলেছেন: আমার বড় বোন থাকে আমার থেকে অনেক দূরে...খুব মিস করি তাকে.।
ভাল লাগলো আপনার লেখাটা খুব....
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৫৯
কাকঁন বলেছেন: ধন্যবাদ
১৫| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৪৬
সত্যবাদী মনোবট বলেছেন: বড় বোনের কিংবা বোনের আদর কি জিনিস এখনও ভালো করে বুঝলাম না.........
আমার ঘরে কি আসবে না আপু??? তোমায় ব্লগে দেখে অনেক অনেক ভালো লাগছে
১১ ই জানুয়ারি, ২০১১ ভোর ৬:০৫
কাকঁন বলেছেন: ধন্যবাদ সত্যবাদী মনোবট ।
শুভাগ্য বলতে হবে আমার যে বড় বোন আছে
আপনার ব্লগে যাব ভাইয়া
১৬| ১২ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩১
হুপফূলফরইভার বলেছেন: আল্লাহ পাকের কাছে আমারো হাজার শুকরিয়া আমি ৩টি বড় বোন পেয়েছি~
আপনার লেখায় স্মৃতিকাতর হয়ে গেলাম~
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৭:১৩
কাকঁন বলেছেন: ধন্যবাদ হুপফূলফরইভার
আমার মতো শুভাগ্য বলতে হবে আপনার ও
১৭| ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:২১
সায়েম মুন বলেছেন: আপু আমি তোমাকে অনেক ভালবাসি কখনো বলা হয়না তোমাকে ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৭:১৪
কাকঁন বলেছেন: আপু আমি তোমাকে ভালবাসি কখনো বলা হয়না তোমাকে !!!
১৮| ১৭ ই মার্চ, ২০১১ ভোর ৪:৪০
আরিয়ানা বলেছেন: কঁাকন বলে ফেলুন "ভালবাসি" কথাটা, পারলে আজই। নইলে একদিন মনে মনে আফসোস হবে।
১৯| ১৭ ই মার্চ, ২০১১ বিকাল ৩:১৫
কাকঁন বলেছেন: তাই করতে হবে,আরিয়ানা আপু।
ধন্যবাদ।
২০| ০৭ ই জুলাই, ২০১১ দুপুর ১:৫০
খুশবু বলেছেন: বড় বোন রা এমন হয় কেন?বুবু নিজের জন্য না কিনে সবসময় আমাকেই কিনে দে,সব কিছুতেই আদর ,কোন কিছুতে না বলে না ,একটা মানুষই মনে হয় আছে যাকে না বললেও সব বোঝে ।কেন যে বুবুকে দেশের বাইরে যেতে দিলাম । মিস করি,কষ্ট লাগে ।
তোমার বোন ভালো থাকুক ।
১৪ ই জুলাই, ২০১১ সকাল ৭:১৬
কাকঁন বলেছেন: সরি আপু জবাব দতে দেরি হয়ে গেলো
সব বড় বোন রা এমন হয়।
আপু সব বড় আপুরা ভালো থাকুক।তুমি ও ভালো থেকো আপু
২১| ০৫ ই আগস্ট, ২০১১ রাত ১:১৪
শাকির সহজকথা বলেছেন: আমি একজন বোনানুভূতি (বোন + অনুভূতি) প্রতিবন্ধী। আমার কোন বোন নেই। ডাকসূত্রে বোন বা চাচাত, মামাত, খালাত, ফুপাতরা আছে। কিন্তু তারা তো বোন না। আমি তাই বোন সম্পর্কগুলোর দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকি। আমি বুঝতে পারি, আমি যতভাবেই ভাবি না কেন সত্যিকারের বোনের সাথে সম্পর্কের অনুভূতি আমি শুধু কল্পনাই করতে পারি কিন্তু তা পুরোপুরি বাস্তবানুগ হবে না।
আমার আব্বার প্রতি তাঁর বোনদের মনোযোগ বা আমার মামাদের প্রতি আমার মাযের দরদ দেখে আমি বুঝতে পারি আমার একটা শূণ্যস্থান আছে। কেউ সেটা কখনো পূরণ করে কোন মার্ক পাবে না।
আমার একটা বোন হয়েছিল। জন্মের পরপরই বা জন্ম মূহুর্তে সে মারা যায়। জানাজা ছাড়াই ওকে কবর দিয়ে রেখেছিল তারা। আমি তখন সেখানে ছিলাম না। পরে একে ওকে জিজ্ঞেস করে জায়গাটা চিহ্নিত করে বাঁধিয়ে রেখেছি। ওই কবরটা আমার জন্য একটা জমাটবাঁধা কষ্ট। আর কোন কিছু না। না কোন স্মৃতি বা না কোন দুঃখ বা না অন্য কোন কিছু।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১১ ভোর ৬:৫৪
মেহরাব শাহরিয়ার বলেছেন: আগের বার অনেক সংক্ষেপ করে লিখেছিলেন , বানান ভুল ছিল , সব মিলিয়ে আগের কমেন্টের জন্য দুঃখ পেলে ক্ষমাপ্রার্থী
শ্রদ্ধা থাকল আপনার বোনের জন্য