নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

শিবিরের হাতে পুলিশ খুন!!!!

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪

যেখানে অনেক চ্যানেল বলছে যে শিবিরের হাতে পুলিশ খুন আর ফালুর টিভি বলছে হার্ট এটাকে পুলিশের মৃত্য..........।



আর কত জামাতকে বাচানোর চেস্টা .........।



ধিক NTV

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯

সামির হোসাইন বলেছেন: শিবিরের হামলায় যশোরের এক পুলিশ কনস্টেবল নিহত ।এই পুলিশটার নাম বিশ্বজিত না ।ছাত্রলীগ এই কাম করে নাই ।তাই মিডিয়াতে কিংবা সুশীল সমাজের পুটুতে আগুন ধরে নাই ।এই পুলিশ কোন মায়ের সন্তান না,পুলিশ কোন সন্তানের পিতা না ,এই পুলিশ কোন বোনের ভাই না ,বাপের পোলা না!এইডা পুলিশ ।মানুষ না ।এর কোন মানবাধিকার নাই ।এই পুলিশ ঘুস খায় তাই এরে হত্যা করা জায়েজ ।যেখানে যেমন খুশি এদের মারতে পারবা ।

বন্ধুরে তোর এমন মানবতার মায়রে বাপ !দে বন্ধু ট্রিগারে চাপ দে ।নিশানা কর যেন একটা কুত্তার বাচ্চা ঘরে ফিরতে না পারে ।আর যদি তারপরও না পারিস তাইলে কই ১ লক্ষ ৩০ হাজার পুলিশরে চুড়ি পিন্দাইয়া ঘরে বসাইয়া রাখা হউক ।রাষ্ট্রের সেই অধিকার নাই যে হাত পা বেধে কাউকে সাতার কাটতে বলবে ।মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবে ।অনুমতি দেন ক্রসফায়ারের ব্রাশ ফায়ারের !

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭

কলাবাগান১ বলেছেন: "এই পুলিশ কোন মায়ের সন্তান না,পুলিশ কোন সন্তানের পিতা না ,এই পুলিশ কোন বোনের ভাই না ,বাপের পোলা না!এইডা পুলিশ ।মানুষ না ।এর কোন মানবাধিকার নাই "

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২১

ই্শতিয়াক বলেছেন: খুবই খারাপ লাগলো । বাংলাদেশের পুলিশের মতো এতো অসহায় মনে হয় পৃথিবীর আর কোন পুলিশ নেই । একটা কথাই শুধূ মনে পড়ে যায়, " পুলিশ তুমি কার? যখন যে ক্ষমতায় তার" ।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬

জননেতা বলেছেন: পুলিশ এত নিরব কেন, অন্য রকম গন্ধ পাচ্ছি

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২

মরণের আগে বলেছেন: সামির হোসাইন এর সাথে স হ ম ত

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০

নাটক বলেছেন: লোকটা নাকি অসুস্থ হয়ে মরে গেছে।


যশোরে সংঘর্ষ চলাকালে পুলিশের মৃত্যু

যশোর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যশোরের মনিরামপুরে জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে অসুস্থ হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।


পুলিশ কনস্টেবল জহুরুল ইসলাম সকালে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মিনরামপুর থানার উপ-পরিদর্শক জামিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৬টার দিকে জামায়াত-শিবির কর্মীরা হরতালের সমর্থনে মিছিল করার জন্য পুরনো বাস স্ট্যান্ডে জড়ো হয়। এ সময় পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

“এ সময় জহুরুল অসুস্থ হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তিনি মারা যান।”

সংঘর্ষে জহুরুলের মাথায় আঘাত লেগেছিল বলেও উল্লেখ করেন এসআই জামিরুল।

তবে আঘাতে জহুরুলের মৃত্যুর খবর নাকচ করে জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) রেশমা শারমিন বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, পুলিশ সদস্য জহুরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন হৃদরোগে আক্রান্ত হয়ে।

প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তরের পরিকল্পনা করা হলেও এরই মধ্যে তার মৃত্যু হয় বলে এই চিকিৎসক জানান।

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০

জননেতা বলেছেন: যশোরের মনিরামপুরে জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে অসুস্থ হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। Click This Link

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০

কলাবাগান১ বলেছেন: রাজাকারদের মিথ্যা কথা বিশ্বাস করি না........

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮

টয় বয় বলেছেন: পুলিশের পোষাক পড়া ছাত্রলীগের গুন্ডারা জামাতি পিটুনি খেয়ে অক্কা পেয়েছে, এর চেয়ে ভাল খবর আর কি আছে??!!!

একশন শুরু হইয়া গেছে, আজই আপনার ঢাকা টু কোলকাতা টিকিট কনফার্ম করে ফেলুন|

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪

কলাবাগান১ বলেছেন: জামাতিরা ১৯৭১ ও অনেক 'পিঠুনি' দিয়েছিল, তারপর নিজেরাই পাকিস্তানের টিকেট কিনে গর্তে ঢুকেছিল আর শ্বাপদের মত ৭৫ এর পর মাথা চাড়া দিয়ে উঠেছে

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬

টয় বয় বলেছেন: দাদা, ছাত্রলীগের টিকিটিও দেখছি না, ঘটনা কি? ঘরে পলাইয়া রইছে না-কি??

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫

কলাবাগান১ বলেছেন: আপনি ব্লগে কি করেন??? রাস্তায় নামুন খুনী নর্দমার কীঠ রাজাকারদের বাচানোর দাবীতে

১০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

স্বপ্ন অপূর্ণ বলেছেন: যশোরের মনিরামপুরে জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে অসুস্থ হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

কলাবাগান১ বলেছেন: মিথ্যার বেসাতি... কিভাবে লাঠি দিয়ে সাপ পিটানোর মত পুলিশকে মারল (স্ট্যান্ডার্ট চার্টাড ব্যাংকের সামনে) মারল... তা কি আমরা দেখি নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.