নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

মেজর জিয়াকে লিখা পাক কর্নেল বেগের চিঠি (১৯৭১ এর ২৯ মে)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৭

Major Zia Ur Rahman, Pak Army, Dacca



We all happy with your job. We must say good job! You will get new job soon.



DonÕt worrie about your family. Your wife and kids are fine.



You have to be more carefull about major Jalil.



Col. Baig Pak Army



May 29. 1971



Click This Link

মন্তব্য ৬৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৮

জেনারেশন সুপারস্টার বলেছেন: পেইজের কি হল?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০১

কলাবাগান১ বলেছেন: লিন্ক ঠিক করে দেওয়া হল... আমার আশংখা যে হয়ত আমাদের সময় এই খবর সরিয়ে নেব। পেইজটা সেইভ করলাম

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫০

জেনারেশন সুপারস্টার বলেছেন: ব্যাপারটা সিরিয়াস।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০১

কলাবাগান১ বলেছেন: ভীষন ভাবে সিরিয়াস

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫২

রাফা বলেছেন: এরা ইতিহাসের সব যায়গায় বিচরন করে।ঘাপটি মেরে থাকে।আর সময় মত স্বরুপে আত্মপ্রকাশ করে।

যেমন আসল জিয়াকে চেনা যায় ৭৫ পরবর্তি সময়ে।

ধন্যবাদ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০২

কলাবাগান১ বলেছেন: মুল চিঠির ছবি সহ দেওয়া আছে.... তাহলে কি ১৯৭১ সনে উনি....

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৪

স্মিথ হাসান বলেছেন: স্বরুপে আত্মপ্রকাশ ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৩

কলাবাগান১ বলেছেন: স্বরুপে আত্মপ্রকাশ

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৬

ফয়সাল ভিভ্‌ বলেছেন: লিঙ্ক কাজ করে না, অন্য কোন সূত্র থাকলে লিঙ্ক দেন, নাইলে এইটার কোন ভ্যালু নাই।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৮

কলাবাগান১ বলেছেন: Click This Link

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৯

জেনারেশন সুপারস্টার বলেছেন: এখানে দেখা যাচ্ছে:
Click This Link

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৯

তাজ উদ্দীন সুমন বলেছেন: হা হা হা হাসতে হাসতে পেটে ব্যাথা হয়ে গেছে। ভাল ভাল লেগে থাকেন...........

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৩

কলাবাগান১ বলেছেন: রাজাকার দোসরদের পেঠে এখন ব্যাথাই লাগবে.......

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৭

ফ্রীডম@মিডনাইট বলেছেন: Col. Baig misspelled 'careful'....This should raise some questions

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩১

তাজ উদ্দীন সুমন বলেছেন: রাজাকারদের দোসর কারা? যারা রাজাকার পরিবারে মেয়ে বিয়ে দিতে পারে তারা কারা আমি আপনি ভাল করে জানি। আপনি বলতে পারবেন যারা রাজাকার পরিবারে মেয়ে বিয়ে দেয় আমি তার মুখে থু থু দিই। আমি থুথু না প্রশ্রাব করতে পারি , আপনি পারবেন?

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৪

তারেক হক ১৯৮৬ বলেছেন: রাজাকার এর সাথে মেয়ে বিয়া দিলে কোনো সমস্যা নাই ।নিজের সাথে থাকেল ও কোনো সমস্যা নাই সমস্যা যদি নিজের কাজের সমস্যা হয়ে দাড়াই ।সমস্যা এটাই তাই জিয়াউর রহমান আজ রাজাকার

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫২

বুইড়া মাস্তান বলেছেন: "worrie" এবং "carefull" শব্দ দুইডা ঠিক করে দিলে আরো ভাব মারতে পারত কিন্তু আফসোস ফডুশপে বানানোর সময় খেয়াল ছিল না। =p~ =p~

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৩

কলাবাগান১ বলেছেন: পাকি ইংলিশ

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০০

এস্কিমো বলেছেন: উপরের দেখি জ্বালা যন্ত্রনার মিছিল শুরু হইছে।

জিয়াউর রহমানের ভূমিকা কখনও মুক্তিযোদ্ধার মতো ছিলো না। যুদ্ধকালীন সময়েও বিতর্কিত ছিলেন - পরে তো ক্ষমতাশীন হয়ে পাকিস্তান বানানোর সব ধরনের কর্মকান্ড করে গেছেন।

আজও সেই ধারায় চলছে জিয়ার দল আর তার অনুসারীরা। এরা যুদ্ধাপরাধের বিচার নিয়ে বিতর্ক করে আর রাজাকারদের সমর্থন দেয়।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৮

কলাবাগান১ বলেছেন: আজও সেই ধারায় চলছে জিয়ার দল আর তার অনুসারীরা। এরা যুদ্ধাপরাধের বিচার নিয়ে বিতর্ক করে আর রাজাকারদের সমর্থন দেয়।

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৫

তাজ উদ্দীন সুমন বলেছেন: যেখানে বঙ্গবীর কাদের সিদ্দিকী রাজাকার হতে পারে সেখানে আর জিয়া কে? ম.খা. আলমগীর যার যুদ্ধের সময় শান্তি কমিটি বানিয়েছে, কামরুর যার ভাই সহ চোদ্দগোষ্টি রা্জাকার ছিল তারাই এখন স্বাধীনতার ধারক বাহক। রাজাকার এর মানিই মনে হয় বদল হয়ে গেছে। যে নাঈমুলের পত্রিকাতে এসব লিখেছে তার বাবাত্ত রাজাকার ছিলেন এবং মজার কথা উনি তা নিয়ে গর্ব করতেন । নাঈমুল সাহেব কি চিজ জানতে দেখুন
এখানে দেখুন

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৪

কলাবাগান১ বলেছেন: এসব গত ধরা কথা দিয়ে ৭১ এর মহান স্বাধীনতা কে প্রশ্নবিদ্ধ করতে পারবেন না

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৬

উৎস১৯৮৯ বলেছেন: DonÕt worrie about your family.
You have to be more carefull about major Jalil.

হায়রে এডিটরে। খালি ফটোসপ জানলেই চলবেনা। ইংরেজীও শিখতে হবে। /:) /:) /:) /:)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৩

কলাবাগান১ বলেছেন: পাকি ইংরেজীর নমুনা

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২০

একাকী বাংলাদেশি বলেছেন: আহারে মেজর জিয়া জীবনে একখান বড় ভুল করছিলো যার জন্য মৃত্যুর পরেও খেসারত দিতাছে সেইটা হল আওয়ামিলীগ এর প্রতিদ্বন্ধী একটা দল বানাইছিলো।


ব্লগার ভাইরা আপনারা সবাই সাবধান থাইকেন। বিদেশে পলিটিক্স করেন কুনু সমস্যা নাই কিন্তু দেশে কোনোদিন দল বানায়েন না

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩১

রামন বলেছেন:
এই জন্যই জিয়াকে যত সময় যুদ্ধের ময়দানে না দেখা গেছে তার চেয়ে বেশি সময় দেখা গেছে আয়না চিরুনি নিয়ে নিজের চুলের যত্ন নিতে।

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৬

ফারমার বলেছেন: ১৯৭১ সালে ভারতীয় জেনারেলরা, জেনারেল ওসমানী, মেজর রফিক, ক্যা: ওলি, ক্যা: মাহফুজ, মেজর শওকত, ক্যা শামসু, লে: খালেদ, ক্যা: এনাম, ক্যা ভুঁইয়া, সবাই গরু চরাতো, তারা জিয়াকে চিনতো না!

বোরহান কবীররা সবার চিঠি দেখাতে পারবে: সে হোক আইয়ুব খান বা নিক্সন, কিংবা ওবামা; জাতি অশিক্ষিত, তাই চিল কাউয়ারা ভালোই ব্যবসা করছে; হাসিনা বলদকে ২ পায়ে হাঁটাতে জানে!

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩২

বাউল! বলেছেন: ৭৫ পরবর্তী সময়ে জিয়ার প্রতিটি পদক্ষেপ পাকিস্থানপন্থী ছিলো তার কারন জানা যায় না। তবে বেগের এই চিঠি জিয়ার প্রতি তাদের আস্থা ও তাদের প্রতি জিয়ার আস্থার প্রমান। যদিও এই চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে, আশা করা যায় এই চিঠির সত্যতা নিয়ে বিতর্কের রেশ ধরে এর পক্ষে কিংবা বিপক্ষে সত্য প্রতিষ্ঠিত হবে। তবে জিয়ার কার্যকলাপে, এই চিঠি সত্য হলে অবাক হবো না।

১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪২

স্বাধীন শোয়েব বলেছেন: কয়েকদিন পর দেখব বঙ্গবন্ধু কে লেখা ইন্দিরা গান্ধীর পত্র।

সেটা যে প্রেম পত্র হবেনা সেটা সিউর।

বুদ্ধি থাকলে বুইঝা লন কি বলতে চাইছি।

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৫

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: আওয়ামী বুদ্ধিপ্রতিবন্ধীগুলা আর কোনোদিন মানুষ হবে না।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৮

কলাবাগান১ বলেছেন: জামাতি বুদ্ধিপ্রতিবন্ধীগুলাই সবাইকে বুদ্ধিপ্রতিবন্ধী ভাবে

২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫১

বাউল! বলেছেন: স্বাধীন সোয়েব, হুম তা দেখা যেতে পারে। মুক্তিযুদ্ধে ভারত-বাংলাদেশ মিত্র বাহিনীতে ছিলো। বঙ্গবন্ধু দেশে ফিরেই মিত্র বাহিনীর সদস্যদের নিজ দেশে ফেরত পাঠিয়েছিলেন, কাজেই ইন্দিরা যদি বঙ্গবন্ধুকে লেখে, 'তোমার কাজে আমরা খুশী, জলদী বাংলাদেশকে ভারতের অঙ্গ্রাজ্য বানানোর পদক্ষেপ নাও' সেটা বিশ্বাসযোগ্য হবে না, কারন তা হয়নি।
আর যুদ্ধরত অবস্থায়, বিপক্ষ শক্তির একজন কর্নেলের বাহাবা ও অভয় দিয়ে লেখা চিঠির মর্ম ভাবলেও শিউরে উঠতে হতে হয়। সেজন্যই এই চিঠির সত্যতা জানা জরুরী। জিয়া সমর্থকদের উচিত এই চিঠির সত্যতার দাবীতে সৈয়দ বোরহান কবীর এর প্রতি দাবী জানানো। অবশ্য তা করার সম্ভাবনা খুবই কম, এরা বড়জোর ফেইক পেইজ খুলে ফেইসবুকে ছবি শেয়ার করবে।

২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫২

জননেতা বলেছেন: ছাগল ও প্রাণী বোরহান কবীর ও সাংবাদিক

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৩

কলাবাগান১ বলেছেন: আর জননেতাও একজন ব্লগার

২৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৪

আমি মুখতার বলেছেন: খোদা!! আর কি দেখাইবা তোমার লিলা খেলা!! গয়েবলস যদি আজ বাংলায় আসত তবে বলত," তোরা তো প্রোপ্যাগান্ডা বানানই জানস না, হালারা আগে ইংলিশ সিখ এর পর যার খুসি তার বা* ছির।" =p~ =p~ =p~

জিয়া যদি স্বাধীনতার ঘোষণা না দিত তবে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হতে দেরি হত। এমনকি আদৌ মুক্তিযুদ্ধ শুরু হত কিনা কে জানে!! কারণ যে দিন বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হল, এরপর তো সব আওয়ামীলীগ নেতারা ভাগা শুরু করল। সে যদি ফাকি এজেন্ট হত তবে ভুলেও স্বাধীনতার ঘোষণা দিত না বরং কালুরঘাট এ গিয়ে পাক সাদ জমিন সাদ বাদ গাইত। /:)

আর আপনারা ৭৫ এর দোহাই দিয়ে তাকে ফাকি এজেন্ট বানাচ্ছেন, আপনাদের জন্য ১ তা প্রশ্নঃ
১। যে পাকিস্তান তাদের দেশের জন্যই কিছু করতে পারল না আর তাদের একজন এজেন্ট একটা দেশের দৃশ্যপট পরিবর্তন করে দিল, কিভাবে???




আর ভাই, দল করেন লীগ করেন ভালো কথা, তবে আন্ধা হইয়েন না। যদিও জিয়া ৭৫ এর সময় ও এর পর আর্মি মারসে, তবুও সে যে কাজগুলো করসে তা হাসিনা- খালেদা সারা জিবনেও করতে পারব না। তাই তারে তার প্রাপ্য সম্মান টা দেন, নইলে পরে আপনাদের টাইম যখন শেষ হবে তখন আপনাদের নেতা নিয়াও এইসব বানোয়াট কথা শুনতে হবে। /:)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪০

কলাবাগান১ বলেছেন: বিকৃত ইতিহাস দিয়ে আর কত......... জিয়া যখন নিজে ই বলে যে বংগবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষনা করছি.... আর এখন আপনার মতে জিয়া বংগবন্ধুর ও উপরে!!!!

আর উনাকে কে তো জোর করে আনা হয়েছিল ঘোষনা দেওয়ার জন্য... মিলিটারীর লোক হওয়াতে

উনি তো সোয়াত থেকে পাকিদের অস্ত্র নামাতে ছিলেন তখন

২৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩

আমি মুখতার বলেছেন: আরে ভাই, আমি আবার কবে কইলাম হেতেনে বঙ্গবন্ধুর উপর এ??? আমিও মানি যে সে বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিসে।
তবে আমি ফ্রাঙ্কলি বলি, আমার কাছে যদি কোন নেতাকে সবার উপর এ রাখতে হয় তবে আমি ভাসানিকে রাখব। কারণ যেখানে বঙ্গবন্ধু ২৫ শে মার্চ রাতেও স্বাধীনতার ঘোষণা নিয়ে কনফিউসড ছিলেন সেখানে ভাসানি ৫৪ সালেই সালাম জানিয়ে দিয়েছিলেন। আজকাল তাকেই আবার আ. লীগ দাম দেয় না!!!

ভাই, ইতিহাস শুধু ছাগুরাই বিকৃতি করে না, ভাদারাও করে। আপনি যেমন সুন্দর করে চেপে গেলেন জিয়াই ছিল প্রথম আর্মি পারসন জিনি পাকিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল।

আর যাই হোক, আমি ১০০% সিওর যে এই চিঠি ভুয়া।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬

কলাবাগান১ বলেছেন: জামাতিরা সাঈদীর অডিও কে ফটোশপে তৈরী বলেছিল এখন চিঠিও ফটোশপে তৈরী (উপরে দেখুন) বলে অভিযোগ করছে। উনারা কি জানেন ফটোশপ কিভাবে কাজ করে? অডিও/চিঠি লিখাতে যদি ফটোশপ ইউজ করা যেত, তাহলে তো আর কোন সফটওয়ারের ও দরকার নাই

২৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৮

চলতি নিয়ম বলেছেন: =p~ =p~

২৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২২

কলাবাগান১ বলেছেন: জামাতি রা ক্ষমতায় আসলে দেশকে ঠেনে হিছড়ে আবার তালেবানি যায়গায় নিয়ে যাবে.... যেখানে এখন পৃথিবীতে বসে মংগল গ্রহে রোবট চালানো হয়, সেখানে তারা ব্যস্ত আপনার লুংগি পায়ের কত ঘিরা উপরে পড়তে হবে তা নিয়ে!!!!

কি ভয়ংকর প্ল্যান নিয়ে আগাচ্ছে। পাহাড়ী খৃস্টান বাচ্চা দের কে বাবা মার থেকে নিয়ে এসে, জোর করে মুসলমান বানায়ে ..জংগি বানানোর কাজে মাদ্রাসা তে ভর্তি করা হচ্ছে...... শিখাচ্ছে যে ওবামার চামড়া তুলে নিব আমরা আর আবার ঢিল ছুড়ে সেই ওবামার কাছেই মাফ চাচ্ছে........।

২৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৬

স্বাধীন শোয়েব বলেছেন: @বাউল> সেই রকম চিঠি যদি বের ও হয় সেটা কি বিশ্বাস যোগ্য হবে? রাজনৈতিক প্রতিপক্ষ কেশায়েস্তা কিংবা ব্যাঙ্গ করার জন্য এইরকম হোক্স কত সহজে বের করা যায়।

আমার কলেজ জীবন প্যন্ত ক্যটনমেন্ট স্কুল আর কলেজে পরেছি। এইরকমহাস্যকর আর জঘন্য ইংরেজি কোন অফিসারকে ব্যাবহার করতে দেখিনাই।

সয়াত জাহাজে অস্ত্র খালাসের ব্যাপারে জিয়া কে ছোট করতে চান। তাহলে বলুন ওই মুহূর্তে উনার কি করা উচিত ছিল? প্রজাতন্ত্রের ক্মচারী হিসাবে সরকারি নির্দেশ পালন করেছিলেন মাত্র। বলবেন বিদ্রোহ করতে পারত। কিন্তু রাজনৈতিক ৃত্ব সেই অবস্থায় ছিল না।

২৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪১

বাংলা আমার প্রাণ বলেছেন: শহীদ জিয়ার আছে প্রতিটি বাংলার মানুষের অন্তরে। তার মত রাষ্ট্র নায়ক আর কখনো পাব না।
শেখ মজিবুরের পক্ষ থেকেও তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আর তার এই ঘোষণার মাধ্যমেই সারা বাংলাদেশের মানুষ জাগ্রত হয়েছে।
তাহলে তিনি স্বাধীনতার জন্য কতটুকু ভুমিকা রেখেছেন। যুদ্বের সময় তার বিশাল ভুমিকার কথাতো আমার পিতার সবসময় শোনতে পাই।আমার কাছে শহীদ জিয়া আছে নায়কের মত ।

২৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪

প্রকৌশলী আতিক বলেছেন: আর্টিকেলের জবাবে গায়েবি চিঠি, আওয়ামী গং দের মাথায় মগজে গিজ গিজ করে। তয় ভুলে আমাদের সময় তে ছাপানো হইছে। সঠিক প্রতিষোধ হইত যদি সেম পত্রিকায় ছাপাইতে পারত।

যাই হোক, দুধের স্বাধ ঘোলে মিটাল।

আর্মি অফিসারের ইংরেজি দেইখা মাথাডা চক্কর খাইল। আর একটু ভাল মানের পত্রিকা হইলে, নিশ্চয়ই এই ভুল গুলা হইত না। আর যেখানে লেটার অব রিকগনিশন হওয়া উচিত ছিল অফিশিয়াল, সেখানে মনে হচ্ছে লাভ লেটার। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ গং দের বুদ্ধি এখোনো পরিপক্কতা পায়নি।

৩০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৬

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: আওয়ামী বুদ্ধিপ্রতিবন্ধী এমনি এমনি বলি না? আবাল বোঝ না কথা হইতাছে মেজর জিয়ারে নিয়া, এইখানে জামাত আইলো কই থেকে?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬

কলাবাগান১ বলেছেন: বিনপি তো এখন জামাতের বি টিম

৩১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭

ঘুমকাতুর বলেছেন: লেখক বলেছেন: বিনপি তো এখন জামাতের বি টিম

ঠিক ঠিক
সেই ১৯৮৬ থেকে আম্বার তো জামতের 'এ' টিম।

আইচ্ছা BAL ভাই আপনে এই চিরুকুট বিশ্বাস করেন?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

কলাবাগান১ বলেছেন: This chirukut was written in Photoshop-according to Jamati intellectuals

৩২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯

টয় বয় বলেছেন: আওয়ামীলীগের এই নোংরামী স্বভাবটা ওদের সভানেত্রী থেকে শুরু করে রাস্তার হকারের মধ্যে অতি মাত্রায় বিদ্যমান|

ব্লগের অনেক জাতীয়তাবাদীকে দেখি সুশীল সাইজা আওয়ামী ব্লগারদের সাথে ভাঁজ খায়| আমি সেই সুশীলতায় নাই| আওয়ামী কুত্তাদের সামনে পাইলেই লাথি মারতে হবে|

একজন কর্নেল তার নিজের ও স্পাইয়ের নাম ঠিকানা দিয়া চিঠি লিখলো এবং সেই চিঠি ৪২ বছর পর একেবারে ফ্রেস চকচকে লেখা সহ পাওয়া গেল বোরহান কবিরের মত দালালের হাতে !!!!!!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭

কলাবাগান১ বলেছেন: ball is in BNP court to prove that it is a fake document

৩৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

টাইম নাই রাস্তা বেশি বলেছেন: আওয়ামীলীগের মত খাটাশ জাতি এই পৃথিবীতে আর দ্বিতীয়বার পয়দা হবে না ।

কতটা নীচ আর বাটপার হলে এই ধরনের তৃতীয় শ্রেণীর কাজকর্ম করা সম্ভব X( X( X(

৩৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

ভারসাম্য বলেছেন: আওয়ামী বলদামি এখন আর ব্লগ-ফেইসবুকে ভাত পাইবোনা। মাগার এইসব নিয়া কাম্রু-হানিফ আর তাদের নেত্রী মাঠে ময়দানে ঠিকই বোলচাল চালাবে।

তয় সমস্যা হইল বাংলার অধিকাংশ মানুষ এখন আর আম্বা বলদ আর তাগো নেত্রীর কথার এক পয়সা দামও দেয়না। আফসোস!

৩৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০০

টাইম নাই রাস্তা বেশি বলেছেন: সৈয়দ বোরহান কবীর দেখি ইংলিশে একদম কাঁচা । পরেরবার যখন এরকম একটা অশ্বডিম্ব প্রসব করবে তখন যেন উনি বানানের দিকে একটু খেয়াল রাখেন , সেজন্য আপনি তাঁকে দয়া করে একটু নসিয়ত কইরেন ।

৩৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

ক্ষুধিত পাষাণ বলেছেন: শুনেছি এমন চিঠি শেখ মজিবর রহমানকেই টিক্কা খান লিখেছিলেন।

শাল আওয়ামী জানোয়ারদের শঠতামীর শেষ বলে কিছু নাই!

৩৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮

আমি মুখতার বলেছেন: আমি কই কি আর আমার সারিন্দা বাজায় কি! :'( :'( :'(

৩৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

আমি বীরবল বলেছেন: আওয়ামী রাজাকারদের জাউরামী কোনোদিন বন্ধ হবেনা।

৩৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

ব্লাক উড বলেছেন: ভন্ডামী বন্ধ করে এবার মানুষ হ-বেজন্মার বাচ্চারা।

৪০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪

অরিয়ন বলেছেন: শহীদ জিয়াউর রহমান ছিলেন সম্মুখ সমরের এক লড়াকু যোদ্ধা।যারা মুক্তিযুদ্ধের সময় এদেশের সাধারন মানুষকে বিপদে ফেলে পালিয়ে গিয়ে আরাম আয়েসে সময় কটিছেন এবং যুদ্ধ শেষেরও বেশ কিছুদিন পরে যখন নিজেদের নিরাপধ মনে করেছেন দেশে এসেই মুক্তুযুদ্ধের সোলএজেন্ট সেজে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যাবসা করছেন তারাই কেবল এসব নিয়ে গলাবাজি করে। যারা সরাসরি যুদ্ধে অংশ গ্রহন করেছিল তারাই বলতে পারবে জিয়ার অবদান কতটুকু। মুক্তিযুদ্ধের দোকানিদের কোন কথাই জনগন বিস্বাস করে না। কারন প্রেসিডেন্ট জিয়ার মতো দেশপ্রেম আর কয়জনের ছিল। জেড ফোর্সের কামালপুরের যুদ্ধের কথা এদেশের মুক্তিযোদ্ধাদের মনে চির স্বরনিয় হয়ে থাকবে।

আর কতগুলি বাকশলী অন্ধ আবাল জিয়ার কোন কথা উঠলেই জলাতণ্ক রুগির মতো ক্ষেপে উঠে প্রপাগান্ডা চালাত শুরু করে। জিয়া ৭৫ এর পর এই করে ছিল, সেই করেছিল, বাল ফেলেছিল। আরে আবালের দল জিয়া কি করেছিল তা আমরা জানি। পাড়লে তোমাদের শেখ মুজিবের শাসন আমলের সু- (কূ) শাসনের পক্ষে একটা পোস্ট দাও, দেখি ভাল কিছু পাওয়া যায় কিনা।

যে চিঠি দেখিয়েছেন এটা আওয়ামী প্রপাগন্ডরই একটা অংশ। এটা সধারন জনগন খাবে না।

৪১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

ময়ূখ বলেছেন: ভাই...আমি সাবেক আ:লীগার, আমার ফ্যামিলি আওয়ামী রাজনীতি করে...দোহাই লাগে এইসব ছাইপাশ দিয়ে দলের বিপক্ষে নিয়েন না সাধারণ মানুষ কে...বলতে চাইলে অনেক কিছু বলা যাবে জিয়ার বিপক্ষে, কিন্তু যেই নাটক আপনারা করতেসেন তা কখোনই সত্যি না...আর আপনারা ও এইটা ভালো করে জানেন...ধন্যবাদ...

৪২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮

এ.ডি.এম শাফী বলেছেন: শত্রুপক্ষে রোপন করা একজন এজেন্ট এর নাম পরিচয় প্রকাশ করে সাধারণ ভাষায় চিঠি লিখবে কোন আর্মি??? এইটা আবার বিশ্বাসও করতে কন? আর এই বেগটা কে রে ভাই? খায় না মাথায় দেয়? একজন মানুষের নাম খালি বেগ হয় কি করে,আগে অবশ্য ই ফার্স্ট নেম থাকবে! আর অফিসিয়াল চিঠিতে অবশ্যই পুরো নাম থাকবে!

৪৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

এ.ডি.এম শাফী বলেছেন: বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে নাইমুলের মতো এত সহজে বার বার বিক্রি হয়ে যাও এতটা সস্তা সাংবাদিক আগে কখনো দেখা যায়নি! সামুতেই ফিউশন ফাইভের একটা ধারাবাহিক পোস্ট ছিল এই নাইমুলরে পুরোপুরি দিগম্বর করে,লিংক পাইলে দিয়া যামুনি!

৪৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

একজন ঘূণপোকা বলেছেন: Click This Link

৪৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২০

খুব সাধারন একজন বলেছেন: জিয়াউর রহমান একজন মহান মুক্তিযোদ্ধা।
তাঁর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্মান নষ্ট করা স্বয়ং আওয়ামীলীগকেই আরো প্রশ্নবিদ্ধ করবে।

বঙ্গবন্ধুকে নিয়েও এমন দশটা কথা প্রচলিত থাকতে পারে, তাতে তিনি ক্ষয়ে যান না।

রাজনীতিবিদ জিয়া আর মুক্তিযোদ্ধা জিয়াকে মিলানো ভুল,
যেমন রাজনীতিবিদ মুজিব আর মুক্তিযুদ্ধের প্রধান প্রেরণা মুজিবকে মিলিয়ে আজকাল জামাত অপপ্রচার চালায়।

বরং রাজাকারমুক্তিতে আমাদের জাতীয় একত্রিকরণ চাই।

৪৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৯

অর্বাচীন চৌধুরী বলেছেন: So...someone publishes a letter...scribbling something or the other...in a piece of paper that does not really look old and that "seriously" proves that one of our greatest War Hero was a collaborator ?
And that took 42 years to come out ?

Here is an idea.....go to Feni/Chittagong area and elderly people about Major Zia's role. Especially near Shubhopur area

When will learn to pay our respect where its due ? Other than dubious blogs, politically or emotionally motivated propaganda, where did we even find that Zia has anything to do with 75; oh well he sat there in the cantonment and when given the chance he took power, a lot of people would do that.

You want negative stiff on him...say that he killed numerous army officers, he was cruel like anything ( which I personally admire).....but don't the collaboration or dishonest line.

this is as low as the extreme rightist claiming that Bongobondhu "chose" to go to Pakistan during the war, living in luxury.

Both are crap.

৪৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫২

অর্বাচীন চৌধুরী বলেছেন: And of course, Army officers sign their letters ( or start for that matter) with "Pak Army"....very authentic

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.