নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুত্র:
Click This Link page_id= 6
চট্টগ্রাম ব্যুরো
তারুণ্যের গণজোয়ারে জামায়াতে ইসলামীর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো জনরোষে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ আশঙ্কা থেকে ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পড়েছে। চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে ইসলামী ব্যাংকের শাখা থেকে গ্রাহকরা টাকা তুলে নিচ্ছেন বলে জানা গেছে। শাহবাগ স্কয়ার থেকে জামায়াতে ইসলামীর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে ইবনে সিনা, রেটিনা, ফোকাসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তোলার পর থেকে এসব প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্তরা ভয়ের মধ্যে রয়েছেন। বিশেষ করে ইসলামী ব্যাংকের হাজার হাজার গ্রাহক তাদের অ্যাকাউন্টের টাকা তুলে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। তাদের ভয় জনরোষ কিংবা সরকার ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে গ্রাহকদের টাকা হুমকির মুখে পড়তে পারে। শাহেদ উদ্দিন সুমন নামে এক ব্যক্তি জানান, তার বোনের দুবাই প্রবাসী স্বামী আকতার হোসেন দুবাই থেকে ফোনে জানিয়েছেন ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে তা ক্লোজড করে দিতে। এ কারণে তার বোন সুমি আকতার টাকা তুলে নিচ্ছেন। ইসলামী ব্যাংকের একাধিক শাখায় খবর নিয়ে এভাবে টাকা তোলার হিড়িক পড়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯
হারকিউলিস বলেছেন: ভূয়া খবর
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯
এই আমি সেই আমি বলেছেন: ওদের ভাতে মারব , পানিতে মারব ,এদেশ কে রাজাকার মুক্ত করে ছাড়ব ইনাশাল্লাহ। জয় বাংলা ।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯
ইস্কুল ছাত্র বলেছেন: ইসলামি বাংক বাংকাদেশ এর অর্থনীতিতে অবদান সব গুলা সরকারি বেসরকারি বাংক এর চাইতে অনেক বেশি। ফু দিলা ওড়ে যায়ার মত না। তা হলে অনেক আগে এমন হত
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০
ইস্কুল ছাত্র বলেছেন: ইসলামি বাংক বাংলাদেশ এর অর্থনীতিতে অবদান সব গুলা সরকারি বেসরকারি বাংক এর চাইতে অনেক বেশি। ফু দিলা ওড়ে যায়ার মত না। তা হলে অনেক আগে এমন হত
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০
আয়রন ম্যান বলেছেন: আমরা যতই ইসলামী ব্যাংক বন্ধ করার কথা বলি বাস্তবে তার কতটুকু আমরা করতে পারবো তা সময়ই বলে দেবে।
শাহবাগের এই আন্দোলনের প্রচারে সবচাইতে কোন টিভি চ্যানেল অগ্রনী ভূমিকা রাখছে বলতে পারেন?
নিশ্চয়ই এটিএন নিউজ। তারা শুরু থেকেই এই আন্দোলনের লাইভ সম্প্রচার করে আসছে।
কিন্তু আমি এই মাত্র দেখলাম ঐ এটিএন নিউজ ইসলামী ব্যাংকের সৌজন্যে একটি প্রমাণ্য অনুস্ঠান প্রচার করছে।
তাহলে দেখছেন আমরা কিভাবে পারবো?
টাকা পেলে বাঙালী কি না করতে পারি!
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
তাওহীদ বলেছেন: জামাত-শিবির পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মিলিত বার্ষিক নীট মুনাফা প্রায় ২০০০ হাজার কোটি টাকা। এই টাকার সিংহ ভাগ খরচ হয় দল চালাতে, বিদেশে প্রচারনা চালাতে আর যুদ্ধাপরাধী বিচার কাজে।
আমরাই জানা অজানায় তাদের এই অর্থের উৎস দাতা...
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০
স্পাইসিস্পাই001 বলেছেন: রাজাকারের ফাসি চাই
জয় বাংলা
৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২
এই আমি সেই আমি বলেছেন: এদেশে সবই সম্ভব নিজামী মুজাহিদ ২০০১;২০০৬ এ কি ভেবে ছিল তাদের কে এভাবে জেলে ফাসির অপেক্ষা করতে হবে। কাদিরায় কি ভেবেছিল এক কম্বল , এক লোটায় দিন কাটাতে হবে। বাগানে মালীর কাজ করতে হবে ।সেখানেও সাধারন কয়েদীরা জীবন অতিষ্ঠ করে তুলবে । অতএব জনগণের বাধার কাছে সব কিছু বালির বাধের মত ভেঙ্গে যাবে।
অতএব ওদের ভাতে মারব , পানিতে মারব ,এদেশ কে রাজাকার মুক্ত করে ছাড়ব ইনাশাল্লাহ। জয় বাংলা ।
১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬
স্টেনটোরিয়ান বলেছেন: বাচ্চা যদি এটা চিন্তা করে, যে দাঁড়াতে গেলে পড়ে যাবে, তাহলে তো সে কোনদিনই দাঁড়াতে পারবেনা।২০০০ কোটি টাকা গেলে সমস্যা যতটা হবে, তার চাইতে অনেক বেশী সমস্যা হবে যদি এরা ধর্মকে পুজি করে ব্যবসা করে, আর সেই টাকায় সাধারন মানুষ মারে।
১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩
আব্দুর রহ্মান বলেছেন: জংগী অর্থায়নে সবচেয়ে বড় অবদান ইসলামী ব্যাংকের। ১০০% কর্মকর্তা কর্মচারী জামাত শিবির। এটার সাথে বাংলাদেশি জনগনের স্বার্থ জরিত নয়।
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭
যোগী বলেছেন: ঐ ব্যাংক থেকে টাকা না তুলে নিলে পাবলিক ডেসটিনির গ্রাহকদের মত বিপদে পড়বে।