নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

হোয়াইট হাউজ পিটিশন: ৩৯৯১ বনাম ১৭৭২১

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৭

শিক্ষিত জামাতির সংখ্যা কি কমে গেল নাকি...... এত বড় বড় গলা অনলাইনে। দেখে মনে হয় সংখ্যায় তারা অনেক..... noisy minority!!!!



এত প্রচার করেও হোয়াইট হাউজে করা তাদের পিটিশনে সাইন পড়েছে ৩৯৯১ অথচ শাহবাগের সমর্থনে করা পিটিশনে সাইন পড়েছে ১৭৭২১। আরেকজন জামাতি ওবামার কাছে আবদার করেছেন যেন আইসিটি বাতিল করা হয় .. তাতে সাইন পড়েছে ৯৭৭।



হয় ইংলিশে লিখা পিটিশন পড়াতে অথবা কিভাবে সাইন করতে হবে তা জামাতি সমর্থকরা জানে না....... নাহলে অনলাইনে যে মাতামাতি, তাতে তো তারা এতদিনে ১০০,০০০ সাইন করে ফেলতে পারতো...



তারা তো আবার দেশের অনলাইন পোল নিয়ে খুব বড়াই করে .......। বিডিনিউজ২৪ এর সাংবাদিক কে কাল গাড়ী চাপা মারার চেস্টা করল (অনলাইন পোল তাদের মন:পুত না হওয়াতে)।



এক নিকে হয়ত ১০ বার ভোট দেওয়া যায় দেশের জনমত জরীপে, কিন্তু ওবামার পিটিশন সাইটে সেই 'সুবিধা' নাই বলেই প্রতীয়মান।

:((:((:((



মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: হয় ইংলিশে লিখা পিটিশন পড়াতে অথবা কিভাবে সাইন করতে হবে তা জামাতি সমর্থকরা জানে না....... =p~ =p~ =p~

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৪

কলাবাগান১ বলেছেন: উর্দুতে লিখলে বোধহয় পুরা পাকিস্তান সহ সাইন করত

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২০

দায়িত্ববান নাগরিক বলেছেন: |-) |-) |-) |-) |-)

অনলাইনে ছাগু মাত্র ৩৯৯১ :((

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১

সরদার হারুন বলেছেন: আমারদের দেশের ব্যাপারে ওবামার কাছে কেন এবং কি জন্য পিটিশন করেছে ?
আমি ব্যাপারটি বুঝিনি । দয়া করে কেউ আমাকে বোঝাবেন কি ?

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪

রেজা সিদ্দিক বলেছেন: এখন এটা ১৭৭৫১

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪

অগাস্টাস লিওনাইডাস বলেছেন: ভাই, ১৭৭৫১ হইলেও মার্চের ১৫ তারিখের মধ্যে এটা ১ লক্ষ হতে হবে, তাই সবাইকে অংশগ্রহণ করতে বলুন

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

Ðârķŋễšs বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: |-) |-) |-) |-) |-)

অনলাইনে ছাগু মাত্র ৩৯৯১ :(


B:-) B:-) B:-)

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

চলতি নিয়ম বলেছেন: =p~ =p~

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২

htusar বলেছেন: কিসের পিটিশন ??? কাহিনি কি? আমেরিকায় বাংলাদেশের উপর পিতিশন; বিষয়টা একটু বুঝাই বলেন। সাইন করার লিঙ্ক কই?? লিঙ্ক দেন; ব্লগে ফেবুতে প্রচার চালাই।

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

সাংগু বলেছেন: হোয়াইট হাউসের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে পিটিশন দাখিল করানো যায়। প্রক্রিয়াটা হচ্ছে এরূপ, আমরা যদি ১ লক্ষ পিটিশন দাখিল করতে পারি যে কোন দাবীর সপক্ষে, তবে বারাক ওবামা কিংবা তাঁর মুখপাত্র একটি আনুষ্ঠানিক ঘোষণা দিবেন সেই বিষয়ে। ইতিমধ্যে একটি পিটিশন দাখিল করা হয়ে গিয়েছে আমাদের শাহবাগ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণার জন্য যেখানে ১৯৭১-এ আমাদের ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানি এবং ৩০ লক্ষ মানুষের উপর নৃশংস হত্যাকাণ্ডের সহযোগী যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির জন্য আমরা আন্দোলন করছি। আমরা যদি ১৫ মার্চের মাঝে ১ লক্ষ পিটিশন দাখিলের মাধ্যমে ওবামা প্রশাসনের টনক নাড়াতে পারি এবং তারা যদি এই বিষয়ে বিবৃতি দেয়, তবে বিশ্বমিডিয়ায় তা আমাদের জন্য সহায়ক হিসেবে কাজ করবে নিঃসন্দেহে।

যারা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে নেট ব্রাউজ করেন, তারা Click This Link এই লিংকে গিয়ে পিটিশন দাখিল করতে পারবেন। এর জন্য প্রয়োজন শুধুমাত্র একটি ভ্যালিড ই-মেইল এড্রেস। এখনই পিটিশন দাখিল করুন। যুদ্ধাপরাধীদের বিচারে আরেকটি মাইলফলক অর্জনের পথে আমাদের সহায়তা করুন।

সবাই অনুগ্রহ করে পোস্টটি শেয়ার করুন...... জয় বাংলা ............।।

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

সাংগু বলেছেন: Pls make the post sticky !!!!!!!!!!!!!!!

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

নিষ্‌কর্মা বলেছেন:
এক নিকে হয়ত ১০ বার ভোট দেওয়া যায় দেশের জনমত জরীপে, কিন্তু ওবামার পিটিশন সাইটে সেই 'সুবিধা' নাই বলেই প্রতীয়মান।

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১

যাদব সূত্রধর বলেছেন: এদের অবস্থা এখন আলু ভর্তা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.