নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

মিরপুরে জনসমাবেশ নাকি অফিস ফেরত হাটার লোকজন

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

এক জনকে পোস্ট দিতে দেখলাম যে মিরপুরে জনসমাবেশ নাকি অফিস ফেরত হাটার লোকজন যারা বাস বন্ধ থাকাতে হেটে যাচ্ছিল...।



রাস্তার লোকের কথা বাদ দিন। সমাবেশস্হলে যত লোক ছিল, বলতে চান যে তাদেরকে সরকার ভাড়া করে নিয়ে এসেছে.........।



আপনারা বোকার স্বর্গে বাস করছেন। যুব সমাজকে বুঝতে চেস্টা করুন। এই যুবসমাজই নেক্সট ৩০-৪০ বছর ভোট দিবে.... বিনপি কেন জামাতের শহীদ মিনার আক্রমন, জাতীয় পতাকা ছিড়া, মসজিদে আগুন এসব ব্যাপারে কোন প্রতিক্রিয়া না দেখানো তা যুব সমাজ ঠিকই বুঝে উনাদের আসল মূল কোথায়।



কারা দেশকে আধুনিক সুখী সমৃদ্ধশালী করে গড়ে তুলতে পারবে.... যারা পত্রিকার হুলুদ সাংবাদিকতার কথা বিশ্বাস করে ঢালাও ভাবে রাজাকার বিরুধী আন্দোলনকে নাস্তিকতার কথা বলে আক্রমন করে, যারা বিশ্বাস করে যে শেখ হাসিনার ছেলে বিদেশ থেকে 'ব্লকার' এনে ধর্ম বিরুধী লেখালিখি করাচ্ছে...



না যারা নিজের প্রানের টানে , নিজের বিশ্বাসের উপর দাড়িয়ে শাহবাগে জমায়েত হয়ে নিজের খেয়ে-পড়ে দিনের দিনের পর দিন গলা ফাটিয়ে যাচ্ছে..। আর যা বলেন টাকা দিয়ে এই বিশ্বাসকে প্রভাবিত করা যায় না।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

বোকামন বলেছেন: “বুঝতে চেস্টা করুন”

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

কলাবাগান১ বলেছেন: পাশের দেশ ভারত, হাফ ডিম খেয়ে এখন মংগল গ্রহে রকেট পাঠাচ্ছে (আজকের খবর), আর আমরা ফুল ডিম খেয়ে একজন আরেক জনের গলায় চেপে বসছি আর এদিকে যে পুরা পৃথিবী জ্ঞান-বিজ্ঞানে রকেটের গতি এগিয়ে যাচ্ছে, তাতে কোন মাথা ব্যাথা নাই.....

ধর্ম যার যার এই নীতিতে বিশ্বাস করা জাতি রা কিভাবে আগিয়ে যাচ্ছে তা ঈর্ষনীয়..... আমেরিকা কি ভাবে ধর্ম-রাস্ট্রকে আলাদা করে রেখেছে, তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কিন্তু তাই বলে কি সমাজে ধর্ম নাই??? আমেরিকা মনে হয় উন্নত বিশ্বের মধ্যে সবচেয়ে বেশী ধর্মপ্রান এবং অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমারিকাতে আমার নিজের শহর এবং আশেপাশের শহর গুলিতে ই গত কয়েক বছরে প্রায় ১০টার মত মসজিদ তৈরী হয়েছে...........

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

মিশনারী বলেছেন: জানার চেষ্টা করুন ।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

মামুনুর রশী২৪৩৭ বলেছেন: আমরা বাঙালি আমাদের বুঝাতে সক্ষম কে? পাগলে কি না বলে ছাগলে কি না খায়

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৫

হাঁড় = ঘাঁড় বলেছেন: আইচ্ছা।


বাংলাদেশ বিলে ৭১ এ ভারত হইয়া গেসে?



....'র আলাপ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.