নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

জাতীয় সংসদের সাংসদের মুখে একি কথা???

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

বিনপি দলীয় জাতীয় সংসদের মহিলা সাংসদ এমপি মনি (পুরা নাম মনে নাই), আজ তৃতীয় মাত্রায় আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে যেসব কথা বললেন, তাতে লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে????



আবার মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন ... ৩০ লাখ নিয়ে সন্দেহ??? (even if three people died, that three too many..... ) বাংলাদেশ নাকি ঝড়ে বক মরার মত স্বাধীনতা পেয়েছে...। ৭ই মার্চ বংগবন্ধু পাকিস্তান জিন্দাবাদ বলেছিলেন, ২৫শে মার্চে উনি 'আত্নসমর্পন করেছিলেন...



সন্দেহ হচ্ছিল যে উনি কি বিনপির এমপি নাকি জামাতের???



শাহবাগ আন্দোলনের সবাই নাকি জানেই না কেন তারা সমাবেশ করছেন........ (Please do not underestimate the intelligence of the young people at Shahbag..... they know much more about the world than that of the old politicians. They know what is right or wrong?)



This generation was kept in the dark from1975 onwards and now they are more online savvy and see all the newspaper cuttings from 1971 (Sangram, testimony of rajakars, images from 1971) They can form their own opinion by seeing the evidences.........

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬

সীমানা ছাড়িয়ে বলেছেন: খুবই লজ্জাজনক ঘটনা। এদেরকে ধরে পাকিস্তান পাঠায় দেয়া হোক।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

কলাবাগান১ বলেছেন: আওয়ামী এমপি পুলক অনেক ভদ্র ভাষায় প্রতিবাদ করেছেন... I am impressed with his debating skill...........

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০

রিমন৭১ বলেছেন: এই মনি হলো জামাতের দালালি। নিজামির...................।

এরা মানুষ নামের কলঙ্ক ফাকিস্থানী.

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২

কলাবাগান১ বলেছেন: এরা মানুষ নামের কলঙ্ক

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০

অবয়ব বলেছেন: চরম মূর্খ এই মানুষগুলো দেশের নীতিনির্ধারকদের পর্যায়ে থাকে বলেই গত ৪০ বছর যুদ্ধাপরাধীদের বিচার হয় নাই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩

কলাবাগান১ বলেছেন: কিভাবে উনি বলেন যে শাহবাগের তরুনরা জানে না তারা কেন আন্দোলন করছে!!!!!!!!!

এই বিনপি ই না ওদেরকে সমর্থন দিয়েছিল প্রথমে????

উনারা কি জানেন না যে এই তরুনরাই নেকস্ট ৩০-৪০ বছর ধরে ভোট দিবে???

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

রাফা বলেছেন: আমিও দেখলাম!এবং অবাক হই নাই!!

এটা নিয়ে পোস্ট দিবো।আমাদের মুক্তিযুদ্ধ নাকি ঝড়ে বক মরার মত।

৩০ শহীদ লক্ষ নিয়ে উনার বিরাট সন্দেহ।

শাহবাগের তরুনরা মুর্খ তারা নাকি কি করছে তারা নিজেরাই জানেনা।

উনার প্রতিটি কথা হজম করার চেস্টা করছি,কিন্তু পারছিনা।

জয় বাংলা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬

কলাবাগান১ বলেছেন: বড় কষ্ট হয় ১৯৭১ এর অবমাননা দেখলে....... উনি কিভাবে এসব কথা বলতে পারলেন???

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১

কলাবাগান১ বলেছেন: ব্লগে ব্লগে সাজেদা চৌধুরীর মুক্তিযুদ্ধে অংশগ্রহনের এত প্রমান দেওয়ার পরেও উনি বলেন যে সাজেদা চৌধুরী একজন রাজাকার!!!!!!

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪

অন্তরপুর বলেছেন: যত যাই বলেন মুক্তিযুদ্ধে শহীদদের একটি তালিকা করা উচিত ছিল গত ৪২ বছরে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

কলাবাগান১ বলেছেন: ৩০ লাখ না হয়ে ৩ লাখ হলে কি হবে...। রাজাকারদের নৃসংশতার অপরাধের মাত্রা কমে যাবে????

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

এস এম আিমনুল বলেছেন: এই চোরদের কারনে বাংলার এ দসা।এদের কে দেশ থকে বাহির করে দেয়া উচিত ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫

কলাবাগান১ বলেছেন: এরা চোর না এরা ইতিহাস বিকৃতকারী...

এসমস্ত কথা ইন্টারনেট যুগের আগে বললে হয়ত অনেকে বিশ্বাস করত....। এখনকার তরুনরা না বুঝে, না পড়ে, না গুগুল করে কোন মুখের কথা বিশ্বাস করে না।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

এস বাসার বলেছেন: সংরক্ষিত আসনের এই সব রক্ষিতাদের নিয়ে আমার কিছু বলার নাই!!! X( X( X( X( X(

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

এ জাফর বলেছেন: আমার মনে হয় এসব বিতর্কে না গিয়ে আমাদের মহান শহীদদের একটা তালিকা হওয়া দরকার। যাতে আমরা জানতে পারি মহান মুক্তিযুদ্বে দেশের কোন এলাকা থেকে কারা কারা আমাদের এ দেশের জন্য জীবন দিয়েছিল। এবং এটা খুব একটা কঠিন কাজ নয়। প্রত্যেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দায়িত্ব দিলে কাজটা অনায়াসেই করা যাবে আশা করি। সংখ্যা নিয়ে বিতর্ক না করে আমরা জানতে চাই কারা কারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছিলেন।

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

চলতি নিয়ম বলেছেন: ভাই এইসব দেখে দেখে অসুস্থ ফিল করছি। শুরু থেকে ভাবতাম ছাগুরাই শুধু ইতিহাস বিকৃত করে। এখন দেখছি জাতীয়তাবাদীরাও। ব্লগে/মিডিয়াতে উনারা এখন ছাগুদের সুরে কথা বলেন। এগুলো দেখে উনাদের প্রতিবাদ কর্তে ইচ্ছা হয় না।

উনারা খুঁজে বেড়ান, শাহবাগের আন্দোলন, পতিতাদের, গাজাখোর দের, নাস্তিক দের, ভারতের মদদে। এগুলো নিয়ে উনারা বেশ চিন্তিত। একটা শূন্য কম-বেশী কোনো সমস্যাই নয়। X(( X((

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

কলাবাগান১ বলেছেন: একটা শূন্য কম-বেশী কোনো সমস্যাই নয়।

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

আমিনুর রহমান বলেছেন: উনার পুরা নাম সম্ভবত নীলুফার ইয়াসমিন মনি। ছাত্রদল রোকেয়া হলের সভাপতি ছিলেন।

এদের নাগরিকত্ব বাতিল করে পাকিস্তান পাঠিয়ে দেয়া উচিত।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮

কলাবাগান১ বলেছেন: বিরোধীতা করার জন্য বিরোধীতা করতে দেশের স্বাধীনতাকে এত ছোট করতে হবে???

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:



এদের ভিতর নিম্নতম লজ্জাবোধ নাই। আসলেই এদের নাগরিকত্ব বাতিল করা উচিত।

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯

কলাবাগান১ বলেছেন: গালাগালি কাম্য নয়

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

মাথা নষ্ট সিপাহি বলেছেন: অনেকের মন্তব্য পরে মনে হচ্ছে বল্গে বেশির ভাগই হুজুগে মাতাল, নিচের কটেশন টা দেখেন , লিন্ক টা কাজ না করা দিতে পারলাম না। তবে কথা গুলো বলেছেন জিনি তিনি কে তা হয়তো সবাই চিনবেন--
ইনি প্রবাসী সংবাদিক সিরাজুর রাহমান-

"১৯৭২ সালের ৮ জানুয়ারি মুজিব পাকিস্তান থেকে লন্ডনে আসেন। মুক্তিযুদ্ধে বাংলাদেশে কী হয়েছিল তিনি জানতেন না। যুদ্ধে আনুমানিক তিন লাখ লোক মারা গিয়েছিল বলে আমরাই তাঁকে বলেছিলাম। আমার বিশ্বাস, তিনি অসতর্কতাবশত ডেভিড ফ্রস্টকে তিন মিলিয়ন সংখ্যাটা বলে ফেলেছিলেন। শেখ হাসিনা এবং তাঁর সরকার সে ভুলটাকেই দেববাক্যের মতো অকাট্য প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছেন বলেই মনে হয়। এর কোনো যুক্তিযুক্ততা সাধারণ মানুষের বোধগম্য হবে বলে মনে হয় না।
শেখ মুজিবুর রহমান স্বাধীনতা আন্দোলনের নেতা এবং জাতির পিতা ছিলেন। কিন্তু তিনি যখন আওয়ামী লীগদলীয় সরকারের প্রধানমন্ত্রী হলেন তখন থেকে তিনি আর বিতর্কের ঊর্ধ্বে ছিলেন না। এখন আবার তাঁকে ব্যাপকভাবে আওয়ামী লীগের রাজনীতির পুঁজি হিসেবে ব্যবহার করা হচ্ছে। শেখ হাসিনা আইন করে এবং সংবিধানের বিতর্কিত পরিবর্তন করে জবরদস্তি তাঁর পিতার জন্য শ্রদ্ধা ও ভালোবাসা আদায় করার অসম্ভব চেষ্টা করছেন। অর্থাত্ আরও একবার শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিক বিতর্কে সম্পৃক্ত করা হচ্ছে। বিতর্কের ঊর্ধ্বে তাঁর যে একটা আসন ধীরে ধীরে আবার গড়ে উঠছিল সে প্রক্রিয়ায় আবার ছেদ পড়েছে। আমার মনে হয় তাতে শেখ মুজিবুর রহমানের স্মৃতিকেও এখন হত্যা করা হচ্ছে। জাতির জন্য সেটা একটা দুর্ভাগ্য।

ত্রুটি স্বীকার : গত সপ্তাহের কলামে অনবধানতাবশত মুফতি ফজলুল হক আমিনীর পরিবর্তে আমি মতিয়ুর রহমান নিজামী লিখে ফেলেছিলাম। এ অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমি দুঃখিত ও লজ্জিত। সি.র.
(লন্ডন, ১৫.০৮.১১)
[email protected]

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

কলাবাগান১ বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: সিরাজুর রহমান শেখ মুজিবের কাছে রাস্ট্রদুত হওয়ার জন্য আবদার করেছিলেন কিন্তু না দেওয়ার পর থেকেই উনি রাজাকারদের দোসর হয়ে রাজাকারদের স্বপক্ষে লেখা আরম্ভকরেন।

৩০ লাখ না হয়ে ৩ লাখ হলে কি আমাদের মহান স্বাধীনতা ছোট হয়ে যাবে? রাজাকারের নৃসংশতার পরিমান কমে যাবে?

সংখ্যা নিয়ে অযথা ইস্যু না করলেই কি নয়?

আজকের আমার ব্লগে এই সংখ্যা ত্বত্ত নিয়ে পুরানো একটা লিখা রিপোস্ট করেছেন এস্কিমো......... দেখুন এখানে

http://www.amarblog.com/eskimo/posts/104796

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

তাওহীদ বলেছেন: এই মহিলা এমপি'র কয়েকটা টক শোঁ দেখেছি... তার বলার ভঙ্গির মাঝেই কোন ভদ্রতা নাই আর ফালতু;যুক্তিহীন;অবান্তর ও প্রসঙ্গের বাহিরে কথা বলে।

আর সবচেয়ে লক্ষণীয় কথায় কথায় বলে " উপরে আল্লাহ্‌ নিচে আমি, আমার পায়ের নিচে মাটি, আমি মাটির উপর দাড়িয়ে বলছি..." আল্লাহ রাব'বুল আল আমীন এমন করে কথায় কথায় তার নামে সপথকারীর জন্য সতর্ক বানী দিয়েছেন। সুতরাং সাবধান।

এমন মূর্খকে কেন চ্যানেলগুলো ডেকে এনে এয়ার টাইম নষ্ট করে বুঝিনা।

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭

ইসেট বলেছেন: ফাকিস্তান পাঠিয়ে দেয়া উচিত। :P :P :P :P :P :P :P

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

মাথা নষ্ট সিপাহি বলেছেন: লেখক সাহেব কে বলছি, তার মানে আপনিও যানেন এটা নিয়ে বিতর্ক আছে, তাহলে কেন রিভার্স খেলেন, আর কিছু (বেশির ভাগই )না জেনে উল্টা পাল্টা কথা বলছেন, এম,ন কি অশ্লিল শব্দও ব্যব হার করছে, যা কোন সুস্থ মানুষের দ্বারা সম্ভব না। আর একটা কথা আমার মনে হয় ব্লগে বরতমানে ছাগুরা নিজেদের আড়াল করার জন্য বুঝে না বুঝেই আন্দাজে "ছাগু " ট্যাগ করে যাছ্ছে এমন কি জারজ বা পাকিতানেও পাঠিয়ে দিচ্ছে, আসলেই এগুলোই হল আসল পাকিস্তানি বীজ, নিজেদের আরাল করার জন্য অন্যের উপর ঝাপিয়ে পড়ছে।

১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

তাওহীদ বলেছেন: মাথা নষ্ট সিপাহীর জবাব দিয়ে দেবার জন্য ধন্যবাদ কলাবাগান-১।

এবার ৩০ লক্ষ প্রসঙ্গঃ


১৯৮১ সালে ইউ এন ইউনির্ভাসাল হিউম্যান রাইটসের ডিকলারেশনঃ মানব ইতিহাসে যত গণহত্যা হয়েছে এর মধ্যে বাংলাদেশের ১৯৭১’ এর গণহত্যায় স্বল্পতম সময়ে এই সংখ্যা সর্ববৃহৎ। গড়ে প্রতিদিন ৬,০০০ - ১২,০০০ মানুষকে হত্যা করা হয়েছে। .. .. .. এটি হচ্ছে গণহত্যার ইতিহাসে প্রতিদিনে সর্ব্বোচ্চ নিধনের হার।

এইবার ক্যালকুলেটর হাতে নিয়া হিসাব করেন, একাত্তুরের ২৫-এ মার্চ থেইক্যা শুরু কৈরা ১৬ই ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ২৬০ দিন।


আরেকটি হিসাব করা যাকঃ বাংলাদেশে ১৯৭১ এ একটি পরিবারে গড়ে ৫ জন সদস্য ছিল ধরা হলে মোট পরিবার হবে প্রায়; ১,৫০,০০,০০০। ৩০ লক্ষ হিসাব ধরলে প্রতি পরিবারে ০.১৬ জন মারা গেছেন। শতকরা হিসাবে ১৬% পরিবার স্বজন হারিয়েছেন। সংখ্যাটা কি খুব কম মনে হয় না।

ন্যাশনাল জিওগ্রাফিকের ১৯৭২-এর ইস্যুতে লেখা হয়েছে বাংলাদেশে একাত্তুরে তিন মিলিয়ন (বা ত্রিশ লাখ)-এর বেশি লোক মারা গেছেন । আরও অনেক নিরপেক্ষ ইন্টারন্যাশনাল মিডিয়াতেই তখন “থ্রি মিলিয়ন” উল্লেখ করা হয়েছে। (http://www.genocide.org)

নব্য রাজাকার( জামায়েত, যারা ইসলাম অবমাননাকারী অথচ নিজেদের মুসলমান বলে দাবী করে !!) আর তাদের সমর্থক জাতীয়তাবাদী গবেষকদের প্রোপাগান্ডার চাইতে সেই সময়ের ইন্টারন্যাশনাল মিডিয়া অনেক বেশি অথেন্টিক।

১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪

মৃন্ময় বলেছেন: এস বাসার বলেছেন: সংরক্ষিত আসনের এই সব রক্ষিতাদের নিয়ে আমার কিছু বলার নাই!!!

১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

প্রকৌশলী আতিক বলেছেন: একত্তরের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা।

মানুষের দাম আসলেই কমে গেছে। ৭১ এ তিন জন মানে ঠু মাচ, বাট নাউ? ডু ইউ নো, হাউ মেনি ডাইড ইন লাস্ট ফিউ ডেইজ? ডিড ইউ সি, টেরোরিজম অব আওয়ার পুলিশ ফোর্স?

অফকোর্স নট। কজ, ইটস ইউর ডিউটি টু সেভ দিস বাকশাল, এট এনিহাউ/এনিকষ্ট। ইউ অলয়েস ও্য়্যার গ্লাসেস মেড অব টিন।

Don't u think, that ur an old politician? চামচামি ছাড়া আর কিছু তো কখনো লিখতে দেখিনা।

২০| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:১১

রিওমারে বলেছেন: অবয়ব বলেছেন: চরম মূর্খ এই মানুষগুলো দেশের নীতিনির্ধারকদের পর্যায়ে থাকে বলেই গত ৪০ বছর যুদ্ধাপরাধীদের বিচার হয় নাই

সব দলেই এই মুর্খদের ভীর আছে।। তাই জাতিয় উন্নতি বাঁধাগ্রস্ত হচ্ছে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.