নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

নেতাদের খালেদা জিয়া

০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৫:০০

নেতাদের খালেদা জিয়া

রাজপথে না নামলে চুড়ি হাতে এসি রুমে বসে থাকুন

এক দফার সরকার পতন আন্দোলনের ডাক দিলেও তাতে আশানুরূপ গতি না আসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় নেতাদের ওপর ক্ষুব্ধ। সর্বশেষ ৩৬ ঘণ্টার হরতাল শেষে বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে নেতাদের প্রতি তার এই অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, 'রাজপথে না নামলে রাজনীতি ছেড়ে দিন। হাতে চুড়ি পরে এসি রুমে ঘুমান'।



Click This Link



হালুয়া রুটির ভাগের দল হল বিনপি... কর্মী কই???? আন্দোলনতো জামাত শিবিরের উপর দিয়ে চালানো হয়

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৫:০২

দায়িত্ববান নাগরিক বলেছেন: হাহা ! লিংক কই?

২| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৯

এম হুসাইন বলেছেন: হালুয়া রুটির ভাগের দল হল বিনপি... কর্মী কই???? আন্দোলনতো জামাত শিবিরের উপর দিয়ে চালানো হয় :) =p~ =p~ =p~

৩| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: বেগম খালেদা জিয়া বলেছেন, 'রাজপথে না নামলে রাজনীতি ছেড়ে দিন। হাতে চুড়ি পরে এসি রুমে ঘুমান'। তিনি বলেন, 'বড় বড় পদে আসীন হয়ে বসে থাকবেন, আর রাজপথে নামবেন না এটা হতে পারে না।' =p~ =p~ =p~

ম্যাডাম, নো টেনশন আপনার প্রিয় জামাত শিবির আছে না !

৪| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
উনি তো ভাল নেত্রী, তাই নেতাদের শাসন করছেন।

৫| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৫:২২

দিকভ্রান্ত*পথিক বলেছেন:
জামাতে বিমপি এগিয়ে চল,
লাথি দিতে আছি পিছে।

৬| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৩

রাফা বলেছেন: এখনতো আন্দোলন করার জন্য রাজনৈতিক দল ভাড়া পাওয়া যায়।

ভাড়া করা রাজনৈতিক দল দিয়েইতো চলছে ঝাতিয়তাবাদের রাজনিতী।

জয় খা. জিয়া।থুক্কু জিয়ে খা. জিয়া।

৭| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৪

পীরসাহেব বলেছেন: হাতে চুড়ি পরার অংশে আপত্তি জানাইলাম, চত্তরের মেয়েগুলো চুড়িও পরে আবার দরকারে লাঠিও ধরে। ওদের অপমান করার অধিকার কোনো নেতার বা নেত্রীর নেই।

৮| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: "সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, চলমান আন্দোলনে সাম্প্রতিক কিছু কর্মসূচিতে দল ও জোটের বেশির ভাগ শীর্ষ নেতাদের ভূমিকায় সন্তুষ্ট নন খালেদা জিয়া। সমন্বয়হীন আন্দোলনের কারণে তাদের ওপর চরম ক্ষুব্ধ তিনি।বিশেষ করে জামায়াতে ইসলামীসহ একটি ইসলামী দল এবং জাগপা ছাড়া গত বুধ ও বৃহস্পতিবারের ৩৬ ঘণ্টার হরতালে আর কোনো শরিক দলের অস্তিত্ব না দেখা যাওয়ার বিষয়টিও বৈঠকে স্থান পায়।" :-&

৯| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৭

বিষন্ন পথিক বলেছেন: এই সিজনে চুড়ির ব্যাবসায় নামলে টেকা-টুকা কামান যাইবো
বিম্পি অফিসের সামনে 'লেইস ফিতা লেইস' ;)

১০| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৫

মুহাম্মদ ফয়সল বলেছেন: বিষন্ন পথিক বলেছেন: এই সিজনে চুড়ির ব্যাবসায় নামলে টেকা-টুকা কামান যাইবো
বিম্পি অফিসের সামনে 'লেইস ফিতা লেইস'
--জটিল মন্তব্য!

১১| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৬

রেজা_সি.এস.ই_বুয়েট বলেছেন: মুহাম্মদ ফয়সল বলেছেন: বিষন্ন পথিক বলেছেন: এই সিজনে চুড়ির ব্যাবসায় নামলে টেকা-টুকা কামান যাইবো
বিম্পি অফিসের সামনে 'লেইস ফিতা লেইস'
--জটিল মন্তব্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.