নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

হিফাজতের ম্যাক্স

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২২

যত লোকদের ঢাকায় এবং ঢাকার বাইরে দেখা গেছে তারাই তাদের ১০০% ভোট ব্যান্ক.....। এত লোকের সাথে যদি সাইলেন্ট মেজরটি থাকত, তাহলে উনারা এখন একক ভাবে ক্ষমতায় থাকতেন।



কওমী মাদ্রাসা আর ছাত্র রা গরীব বিধায় হুজুর অন্তপ্রান..। নিজস্ব কোন চিন্তাধারা নাই বলেই চলে...। ১০০% সেইম চিন্তা-ধারার মানুষ.... একবারও প্রশ্ন করল না ৫-১০ জন স্বঘোষিত নাস্তিক দের লিখার জন্য পুরা দেশটাকে অচল করার কোন দরকার আছে কিনা...।



এটা বুঝায় যায় যে বিনপি/জাপা উনাদের কাধে বন্দুক রেখে, ফায়দা লুটার জন্যই মন্চে গিয়েছিলেন.....। দু:খ লাগে 'মুক্তিযোদ্ধা' মেয়র খোকাকে দেখে ...। কিভাবে উনি ক্ষমতার লোভে এই ফায়দা লোটার দলে ভিড়ে গেলেন........।



কিন্তু শেষ পর্যন্ত্য জামাত/বিনপির আশায় বালু দিয়ে হেফাজত সমাবেশ শেষ ঘোষনা দেওয়ায় জামাত/বিনপির শিবির মনে হয় কিছুটা হতাশ ।



দেশের পতাকা নিয়ে মিছিল করেছে... কিন্তু তারা পতাকার জন্মের ইতিহাস টা যদি জানত ..............



দেশটাকে শিক্ষায় মনে হয় অনেক এগিয়েছে কিন্তু গতকাল কিছুটা হতাশ হলাম ..... মুক্তচিন্তার বিকাশ হয় এমন শিক্ষা মনে হয় না গড়ে উঠছে.......।





দল বেধে আসুন ... পোস্ট আক্রমনের জন্য

মন্তব্য ২৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪২

মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: দেশের পতাকা নিয়ে মিছিল করেছে... কিন্তু তারা পতাকার জন্মের ইতিহাস টা যদি জানত .............খুব সুন্দর লিখেছেন।।

+++++++++

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫১

কলাবাগান১ বলেছেন: কালকে একজন সুন্দর লিখেছিলেন:

"আজ পেলাম রুক্ষ (বানান হয় না) আফগানিস্তান

হারালাম সোনার বাংলা"

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫০

এম হুসাইন বলেছেন: বড়ই করুনা হয় এই নরাধমদের জন্যে............



পোস্টে ভাললাগা।
শুভকামনা।

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৬

কলাবাগান১ বলেছেন: লেখক বলেছেন: পাগড়ী পড়া লোকগুলির উন্মাদ্ধের মত বক্তিতা দেওয়া মুখগুলির দিকে তাকিয়ে, আপনার ব্লগের পোস্টের কথা ভাবছিলাম...। ওদের একজনও যদি আপনার বিজ্ঞান নিয়ে পোস্টগুলির একলাইন বুঝার মত শিক্ষা থাকত, তাহলে আজ এভাবে উন্মাদনা তৈরী করত না

আপনার বিজ্ঞান নিয়ে লিখার জন্য ওয়েট করছি...

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৯

আপনার ব্লগ বলেছেন: এত লোকের সাথে যদি সাইলেন্ট মেজরটি থাকত, তাহলে উনারা এখন একক ভাবে ক্ষমতায় থাকতেন।



উনারা ভোট চাওয়ার জন্য এই দল গঠন করেনাই। এখানে সব দলেরই লোক ছিল। তবে এ কথা বলা যায়, তারা সবাই মিলে যদি দল গঠন করেনই, তাহলে তারা ক্ষমতায় যাইতই।

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৪

কলাবাগান১ বলেছেন: ১৩ দফা মেনে নিলে তো আর ক্ষমতায় যাওয়ার দরকার নাই...। উনাদের সব চাওয়া দিয়েই তো দেশ চলবে.......

ক্ষমতায় যেতে চান না, তাহলে ১৩ দফা কেন (দেশ চালানোর প্ল্যান)???

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৫

কাজের কথা বলেছেন: ওরে না রে না, ওখানে যে সব শিশু আর নাবালক!!

সব মিলিয়ে ওখানকার ৪০% লোকও ভোটার বলে আমার মনে হয়নি।

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১০

কলাবাগান১ বলেছেন: এই নাবালক রা তো আর মুক্তচিন্তা নিয়ে গড়ে উঠবে না ....সো দে উইল বি দি সেইম ফলোয়ার

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৩

ঘুমন্ত আমি বলেছেন: দেশে শিক্ষার হার বেড়েছে কাগজ কলমে ।কিন্তু শিক্ষা কি আমাদের মনকে স্পর্ষ করেছে ?

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৩

কলাবাগান১ বলেছেন: আমি ব্লগার বানানটাও পারি না কিন্তু অবলিলায় আমার দেশ পত্রিকার কথায় বিশ্বাস করে সমস্ত ব্লগারকে নাস্তিক বলে মেনে নিল?? ব্লগার=নাস্তিক, বাশের কেল্লা/সোনার বাংলা বল্গে তো বেশী ব্লগার, তাহলে..

পুরা বিশ্ব দেখেছে বাংলাদেশে কি হচ্ছে আর আমদেরকে এখন পাকিস্তান/আফগানিস্তানের সমার্থক বলে ভাবা হচ্ছে... বাইরের লোকতো আর আমাদেশের পলিটিক্যাল কনটেকস্ট টা তো বুঝবে না

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৫

কাজের কথা বলেছেন: সেইটাই তো জামাত চাইতাছে। এই জন্যই তারা গনজাগরণ মঞ্চ এর আদলে হেফাজতে ইসলাম তৈরি করেছে। এদের এজন্ডাগুলি দ্যাখেন, যুদ্ধাপরাধী বিরোধী কিছুই নাই। শুধু ধর্ম নিয়ে কারবার, যেটা আমাদের দেশের ধর্মপ্রান নিরীহ মানুষ খুব ভালভাবেই গিলেছে। তাদের এজেন্ডাতে ইসলামী শিক্ষার বিস্তার এবং গ্রহনযোগ্যতা নিয়ে তারা বেশ শক্ত অস্থানের কথা স্পস্ট করেছে, যেটা আসলে তােদর দলীয় কর্মী তৈরীর মূল কারখানা।

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৫

কলাবাগান১ বলেছেন: কওমী মাদ্রাসাগুলিতে আওটরীচ এক্টিভিটি করা উচিত যাতে তাদের ভুল চিন্তাগুলিকে জামাত/বিনপি এভাবে ম্যানিপুলেট করতে না পারে

৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: এরা সব সময়ই জামাত শিবিরকে ভোট দিয়ে এসেছে। আমার মনে হয় এদের এত গুরুত্ব দেয়া সরকারের ঠিক হবে না। লাই পেয়ে মাথায় উঠে যাবে।

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩১

কলাবাগান১ বলেছেন: ভোট পাওয়ার জন্য জামাত/বিনপি যে পানি ঘোলা করে মাছ ধরার চেস্টা করছে, তা সবার কাছে উন্মোচন হয়ে গেছে....

ভোটের জন্য হিফাজতের কাছে বিনপির দেওলিয়াত্ত্ব নগ্ন ভাবে দেশবাসী দেখেছে

৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০

এম.ডি জামান বলেছেন: তথাকথিত সুশীলদের ম্যাও ম্যাও দেখে হাসি পাচ্ছে। মানুষ যখন সব হারায় তখন নিজেকে নিজে শান্তনা দেওয়ার জন্য কত কি না করে।

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৬

কলাবাগান১ বলেছেন: আপনার দেওয়া শান্তনার জন্যই ওয়েট করছিলাম.......

এই সুশিলরাই জানে কিভাবে দেশের ব্যান্ক, বীমা চালাতে হয়, দেশের ব্যাল্যান্স অফ পেমেন্ট ঠিক রাখতে হয়...। আপনার মত ধর্মান্ধ রা ব্যস্ত, মেয়েদের শরীরের কোন অংশ কি দেখা যাচ্ছে তা নিয়ে ঘুম হারাম।

৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৩

সুস্মিতা শ্যামা বলেছেন: খুব ভাল লিখেছেন। কাল মেজাজটা খিচড়ে গিয়েছিল ওদের উস্কানিমূলক কথাবার্তা শুনে।

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৯

কলাবাগান১ বলেছেন: ওদের কথা মত এখন মেয়েদের এবং ছেলেদের জন্য আলাদা গার্মেন্টস গড়ে তুলতে হবে.....

এই যুগে মানুষ পৃথিবীতে বসে মংগল গ্রহে রোবট চালাচ্ছে, আর তারা আছে নারী কেন সাংবাদিক হবে এই নিয়ে

১০| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৭

দখিনা বাতাস বলেছেন: বেচারা বিএনপি আর জামাত--- ওরা এত কিছু করলো, কিন্টু মন মত কিছু হইলো না। জামাত এইসব করতাছে, এইটা নিয়া কিছু মনে হয়না। জামাতের হইলো জান বাচানির কথা। কিন্তু, বিএনপির এই দেউলিয়াপনা দেইখা মেজাজ টা গরম হইতাছে।

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৩

কলাবাগান১ বলেছেন: বিএনপির এই দেউলিয়াপনা দেইখা............

আস্তে আস্তে বিনপি জামাতে/হিফাজতে বিলীন হবে

নিজে হরতাল আহবান করে জামতের সহিংসতার জন্য আশা করে বসে থাকে।

এই হরতাল গুলির পিকেটিংএর সময় বিনপির ব্যানার নিয়ে মিছিলে থাকা লোকগুলিকে দেখলেই বুঝা যায় যে জামাত না থাকলে .....

১১| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৩

কলাবাগান১ বলেছেন: যে নারী সাংবাদিকের গায়ে হাত তুলল এই হেফাজতের লোকগুলি, তাদের কারোরই এই নারীর অর্জিত শিক্ষার ১/১০ ভাগও নাই.....। কিন্তু উনার দোষ উনি একজন নারী..............।

১২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫

বিষন্ন পথিক বলেছেন: সরকারের মিউ মিউ আর শাহবাগের বেলুন চিঠি ওড়ানোর ফসল হলো হেফাজত, বিড়াল থেকে শেয়াল না সরাসরি বাঘ

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৯

কলাবাগান১ বলেছেন: বেলুন চিঠি ওড়ানোতে যে শক্তি ফুটে উঠে, তা জামাতিদের দ্বারা ১০টি বাস পুড়ানো অথবা পুলিশের মাথা থেতলে দেওয়ার চাইতেও বেশী

১৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৪

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: হেফাজতে ইসলাম নামটাই আমার কাছে ভন্ডামী লাগছে।

আর ভন্ডদের সব কাম কাজ ভন্ড হবে জানা কথা।

আল্লামা কাজী জাফরকেও ইসলামের হেফাজতে সামিল হতে দেখা গেছে ;) ;) ;)

সাথে তার গুরু এরসাদ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৯

মুখর মৌনতা বলেছেন: এতো বাদ্যি নাকাড়া বাজিয়ে,
এতো রুপাইয়া খরচ করে,
এতো লোক ভাড়া দিয়েও হেফাজতের আস্ফালন বৃহত্তর জামাতকে আশ্বস্ত করতে পারলো কৈ ?

১৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫০

অেসন বলেছেন: মনে হচ্ছিল দেশ সামনের দিকে এগুচ্ছে। কিন্ত গতকালের চিত্র দেখে পুরোই হতাশ। মনে হচ্ছে যেকোন দিন এদেশ তালেবান রাষ্ট্র হয়ে যেতে পারে।

১৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৮

কাকতড়ুয়া007 বলেছেন: Chokhe awami choshma R Mone hamba giri thäklë emonoi mone hobe !!!

Apni Akjon chinhito HAMBA !!!

১৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৫

শাদা-অন্ধকার বলেছেন: দেশের পতাকা নিয়ে মিছিল করেছে... কিন্তু তারা পতাকার জন্মের ইতিহাস টা যদি জানত .............. সহমত।

দেশটাকে পিছনে টেনে নেয়ার জন্য এরাই যথেষ্ট। পৃথিবী চলে একদিকে আর এই মোল্লা রা চলে আরেক দিকে... আফসোস...

১৮| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪০

জহীরুল ইসলাম বলেছেন: ভোট ব্যাংকটা কি ছোট খাট?
একজন ফ্যামিলি থেকে একন করে আসলেও প্রত্যেকের ফ্যামিলীর নিম্ন ৫ জন তার অনুগামী হবে। ১০ লক্ষ মানুষ হলে ৫০ লক্ষ ভোটার। ২০ লক্ষ মানুষ হলে ১ কোটি ভোট। বিশাল ব্যাংক। এটা সবারই চাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.