নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

লজ্জা

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩১

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩২

বোকামন বলেছেন:



........................

২| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫০

চানাচুর বলেছেন: লজ্জা কিসের?

৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫০

চানাচুর বলেছেন: রেসপেক্ট

৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫২

না বলা কথা বলেছেন: দুঃখের।

৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: মূল্যবোধ যখন হারিয়ে যায়
তখন লজ্ঝ্বা কিসের তাও চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হয়.....

সমাজ যখন শুধু ভোগবাদীতায় ডুবে যায়- শ্রদ্ধা, প্রেম, সেবা ও বানিজ্যিক হয়ে যায়.....


৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৪

princejohn বলেছেন: এই লজ্জার জন্য তিনজন দায়ী হতে পারে

১৤ চালক চাচা নিজে
২৤ চালক চাচার পরিবার
৩৤চালক চাচার দেশ

শুধু দেশের কথায় বলব, দেশ যদি আজ তাকে কিছু টাকা দিত তাহলে হয়ত আর লজ্জা লাগত না৤ বলার মত অনেক বড় একটা পোষ্ট৤

৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৪

কাঙাল বলেছেন: বিদ্রোহী ভৃগু'র সাথে পুরোপুরি সহমত।

আসলেই মূল্যবোধের অবক্ষয়ের এই সময়ে লজ্জ্বাবোধ পুরোপুরি হারিয়ে যেতে বসেছে। পরবর্তী প্রজন্মকে হয়তো চোখে আঙুল দিয়ে বুঝালেও বুঝবে না - লজ্জ্বা কী জিনিষ.....!

৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৩

কসমিক- ট্রাভেলার বলেছেন:








লাখো কোটি স্যালুট প্রবীণ (কাজে তরুণ) চাচাকে । অন্তত ভিক্ষো তো করছেন না । তবে মানবিক দৃষ্টিকোণ থেকে এটি সত্যিই খুব লজ্জার ।

বয়সে প্রবীণ হবার কারণে অনেকে তাদের রিকশায় চড়তে চাননা।
যে কারণে তাদের উপার্জনটা অন্যদের থেকে তুলনামূলক কম হয় ।


জানিনা কি কারণে তার এ অবস্থা তবু তার জন্যে শুভকামনা ।
স্রষ্টা তার সহায় হোন ।




























































































































৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:২০

এম হুসাইন বলেছেন: এ লজ্জা কার?
আপনার?
আমার?
না অন্য কারো?

প্রশ্ন অবান্তর...

১০| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৮

সাদা রং- বলেছেন: এ ছবিতো বছরখানেক আগে সামুতে কে জানি দিয়েছিলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.