নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

দিগন্ত টিভির মিথ্যাচারিতা

০৭ ই মে, ২০১৩ রাত ১০:০৮

দিগন্ত টিভির সকাল চারটার খবরে (৫ই মে) বার বার বলা হচ্ছে যে গুলি করে এলাকা খালি করা হচ্ছে এবং পরে জামাতি হেফাজতিদের দাবী যে ২৫০০ লোক কে খুন করা হয়েছে যেখানে কোন মিডিয়াকে ঢুকতে দেওয়া হয় নাই অথচ ওদের নিজের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে উনাদের এবং ইটিভির সাংবাদিকদের পুলিশের সাথে দাড়িয়ে থেকে ছবি তুলছেন (দুর থেকে না) (অপারেশনের সময়)।



দিগন্ত টিভির ফুটেজ এর লিন্ক দিলাম । খেয়াল করে দেখবেন যে ১০:০০ মিনিট সময় থেকে প্রায় ৩০ সেকেন্ড সাংবাদিকদের ঘটনাস্হলে সরাসরি ছবি তুলতে দেখা যাচ্ছে...। উনারা কি দেখেন নাই ২৫০০ লোক মৃত... নিাকি ওনারা দেখেও কি এখন মুখ বন্ধ করে আছেন..। ২৫০০ লোকের স্বজনরা ও কি নাই???



Click This Link



বিনপির খোকার কাছে জবাব চাই.......।

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:১৮

মুহসিন বলেছেন: অন্ধকার না করে অপারেশন চালানোই ভালো ছিলো। তাতে অন্ততঃ আশেপাশের লোকজন সাক্ষ্য দিতে পারতো হতাহতের সংখ্যার।

২| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:২৩

মদন বলেছেন: মিথ্যাচার খালি দিগন্ত করে?
হানিফ সাহেব বললেন হেফাজতি তাড়াতে কেউ হতাহত হয় নাই, আরেক মন্ত্রী কইলো কোনো গুলিই নাকি করা লাগে নাই।

মিথ্যার বেসাতিই হলো বাংলাদেশের রাজনীতি।

৩| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:৩৪

আলুমিয়া বলেছেন: লিংকের জন্য ধন্যবাদ

৪| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:৩৮

নিয়াজ মোর্শেদ বলেছেন:
মতিঝিলে কোন মানুষ নিহত হয় নাই !! কথা এক দমই সইত্য!!


সংসদে দাড়িয়ে হাসিনা বলেছিলেন সাভারে ৩০-৪০ জন মানুষ মারা গেছে !!কথা এক দমই সইত্য!!


সংসদে দাড়িয়ে হাসিনা বলেছিলেন রানা আম্লীগের কেউ না !!কথা এক দমই সইত্য!!


সারা বিশ্বের সামনে সিএনএনের ক্রিস্টিয়ানা আমানপুরের সাথে হাসিনা বলেছিলেন রানা আম্লীগের কেউ না !!কথা এক দমই সইত্য!!


আপনি কি আওয়ামী-বাম-নাস্তিক বা তাদের চ্যালা-চামুন্ডা?? আজই আপনার কান ও চোখের চিকিৎসা করুন, তবে মানসিক বিকৃতির চিকিৎসার কোন দরকার নাই, ঐটা আপনার ইহ জনমে নিরাময় হবে না !!!!!!!!!

৫| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:৩৮

কর্ণেল সামুরাই বলেছেন: ফেসবুক সূত্রে যা জানা গেছে, হেফাযত একটি তালিকা তৈরী করছে কাদের পাওয়া যাচ্ছেনা তাদের। তালিকা তৈরী হলেই আসল সংখ্যাটা জানা সম্ভব হবে।

৬| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:৪১

ঘুমন্ত মস্তকের অধিকারী বলেছেন: হতাহত হয় নাই!! :-<
কমপক্ষে একজন হলেও প্রাণহানি ঘটেছে, প্রশ্ন থাকতে পারে যে প্রমাণ কোথায়??
উত্তর হলো রেহান আহসান। রেহান হলো বুয়েটের cse ডিপার্টমেন্টের মেধাবী ছাত্র। গভঃ ল্যাব স্কুলের ০৭ ব্যাচের ছেলে। আমার কথা বিশ্বাস না হলে গভঃ ল্যাব স্কুলের ০৭ এসএসসি ব্যাচের যে কাউকে জিজ্ঞেস করে ঘটনার সত্যতা যাচাই করতে পারেন।
এখন আমার প্রশ্ন হলো এই রেহান হত্যায় দায় কে নেবে??

৭| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:৫৫

কাকতড়ুয়া007 বলেছেন: মধ্যরাতের আওয়ামী ড্রাকুলা ভ্যাম্পায়ার দের উপর আল্লাহর ণালত পড়ুক !!!


"যে অকারনে কোন একজন মানুষকে হত্যা করল, সে গোটা মানব জাতিকেই হত্যা করল "

লাশের সংখ্যায় কি অপরাধের তারতম্য ঘটে !
আমার কাছে বিভিন্ন সাইট থেকে নেওয়া যে ছবি আছে সেই হিসেবে লাশের পোশাক,আকৃতি এবং পারিপার্শ্বিক অবস্থান হিসেবে কোনভাবেই ৫০ জনের কম হবে না !!!

বিভিন্ন সিঁড়িতে যে লাশ গুলো পড়ে আছে তাদের পাশ দিয়ে রক্তের স্রোত গড়িয়ে পড়ার চিত্র স্পষ্ট !!
এটা থেকে স্পষ্ট বুঝা যা্চ্ছে যে উপরে নিশ্চয় আরও লাশ ছিল বা নিয়ে যাওয়া হয়েছিল !

এছাড়াও বিভিন্ন ফ্লোরে যে জমাট বাধা রক্তের ছড়াছড়ি তাতেও বুঝা যায় যে আরও লাশ ছিল !
আরও জানতে
Click This Link

৮| ০৭ ই মে, ২০১৩ রাত ১১:০৮

শফিক১৯৪৮ বলেছেন: দুনিয়ার ইতিহাসে এরকম হত্যাকান্ড এক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর ঘটেনি। টুইন টাওয়ার ধ্বংশ হবার পর রানা প্লাজা ধ্বসে পড়ার ঘটনাটাই দুনিয়াতে বৃহত্তম (নিহতের সংখ্যা হিসেবে)। অবশ্যই সরকার তো বলে আমরা আগেই অনেক মানুষ সরিয়েছিলাম তাই অনেক মানুষ বেঁচে গেছে (সরকারী হিসেবেই হত্যার সংখ্যা ৭০০ ছুয়েছে) !!! একটা সরকার এরকম মিথ্যা কথা বললে ধরা পড়লে পরে পদত্যাগ করে।

৯| ০৭ ই মে, ২০১৩ রাত ১১:২২

ল্যাটিচুড বলেছেন: কাল মধ্যরাতের পর ভোর ৪:৩০ থেকে এখন পর্যন্ত দিগন্ত টেলিভিশন যে মিথ্যাচার করছে তার জন্য দৃষ্টান্ত মুলক শাস্তি দেওয়া হোক :-P :-P :P :P =p~ =p~

১০| ০৮ ই মে, ২০১৩ রাত ১২:১৬

কলাবাগান১ বলেছেন: অনেকের কমেন্টেই দেখলাম কিন্তু যে পয়েন্টে এই পোস্ট তাকে খন্ডন করে কোন যুক্তি দেখলাম না.........

মিথ্যার বেসাতি তে দিগন্ত টিভি......
ইসমাল বাংলাদেশে বিপন্ন এই বায়বীয় অভিযোগের কোনভিত্তি আছে???? আপনাকে কি সরকার মসজিদে নামাজ পড়তে দেয় না????

১১| ০৮ ই মে, ২০১৩ রাত ১২:৩২

হাসান কালবৈশাখী বলেছেন:
অব্যাহত নৈরাজ্য চলতে দেয়া যায় না কিছুতেই।
একের পর এক ভবনে অগ্নিসংযোগ করা হচ্ছিল, বৈদুতিক খুঁটি উপড়ে ফেলা। স্টেডিয়েমের সদ্যনির্মিত স্থাপনা, উচ্চক্ষমতা সম্পন্ন ভুগর্ভস্ত বৈদ্যুতিক স্থাপনা অগ্নিসংযোগ করা হয়েছিল। অগ্নিশিখায় লাল হয়ে গিয়েছিল মতিঝিল বাইতুলমোকারম। সেই দুর্যোগের গভীর রাতে ম্যাডাম জিয়া এই দুর্বৃত্তদের সহায়তায় ঢাকাবাসিদের এগিয়ে আসতে অনুরোধ! মানে আরো ধ্বংসাত্ত্বক কাজের উষ্কানি!
আর একদিন সময় পেলে দ্বিগুন শক্তি নিয়ে কেন্দ্রীয় ব্যাঙ্ক সহ ঢাকা শহরের অর্ধেক জালিয়ে দিত।
সরকার কে ধন্যবাদ অত্যন্ত দক্ষতার সাথে এই ভয়াবহ নৈরাজ্য দমন করার জন্য।

১২| ০৮ ই মে, ২০১৩ রাত ১২:৫১

হাসান কালবৈশাখী বলেছেন:
২৫০০০ মারা গেলে ২৫০০০রের সজনরা কোথায়?

রানা প্লাজার নিখোজ স্বজনেরা ছবি হাতে কান্নাকাটি করছে,
হেফাজতিদের পিতামাতারা কি খুশী? পোলারা জান্নাতবাসি হওয়াতে?

১৩| ০৮ ই মে, ২০১৩ রাত ২:০৩

শিপু ভাই বলেছেন:
দিগন্ত বারবার মিথ্যা তথ্য ও উস্কানীমূলক রিপোর্ট করছিল। সব চ্যানেল যেখানে একই সাথে পল্টন আর মতিঝিল দেখাচ্ছিল সেখানে দিগন্ত স্ক্রিনে মতিঝিল দেখিয়ে মুখে রিপোর্ট করছিল পল্টনের!!!


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.