নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

ভোটারদের মানসিকতায় শাহবাগও জাগবে

১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:০৩

ব্যক্তিকেন্দ্রিক দূর্নীতিকে শায়েস্তা করতে সমস্ত রাস্ট্রকে চেন্জ করা হয় বাংলাদেশে..। আবুল, সুরিন্জত, হলমার্ক, শেয়ার বাজার (সালমান), বিশ্বজিত, ইত্যাদির কারনে লিবারেল সরকারকে সরিয়ে এখন কনজারভেটিভ সরকারকে আনার সমস্ত ব্যবস্হা হয়ে গেল সিটি করপোরেশনের নির্বাচনের মাধ্যমে..... কিন্তু এই লিবারেল সরকারের যে অর্জন, তা কিন্তু পূর্বের সরকারের চেয়েও বেশী (আমার মতে) কিন্তু মানুষ সব সহ্য করে কিন্তু দূর্নীতিকে না



এই সরকারের কিছু অর্জন

১। খাদ্যে স্বয়ংসম্পুর্ন

২। বিদ্যুত উৎপাদন

৩। মাধ্যমিক পর্যায়ে বিনামুল্যে বছর প্রথম দিন ৯ কোটি পাঠ্য বই বিনামূল্যে বিতরন

৪। সমুদ্র জয়

৫। মিলেনিয়াম goal achieved two years before (extreme poor 29%)

৬। নিজস্ব স্যাটেলাইট

৭। সাবমেরিন

৮। পাটের জিনোম

৯। উড়াল সড়ক

১০। হাতির ঝিল

১১। মাথাপিছু আয় $৯৫০ এ উন্নত

১২। ৬% গ্রোথ

১৩। রের্কড রিজার্ভ

১৪। ইউনিয়ন পরিষদ পর্যন্ত্য তথ্য বাতায়ন

১৫। কম্যূনিটি হেলথ সেন্টার

১৬। স্বচ্ছ নির্বাচন

১৭। আদম বেপারীদেরকে পাশ কাটিয়ে স্বল্প খরচে বিদেশে লোক পাঠানো (কম্পপিউটার লটারীর দ্বারা লোক নির্বাচন- দূর্নীতির কোন অভিযোগ নাই)

১৮। এক লক্ষাধিক প্রাইমারি শিক্ষকের সরকারিকরণ

১৯। মঙ্গা দূরীকরণ

২০। দ্রুতগতির ডেমু ট্রেন



কিন্তু বিনপি ক্ষমতায় এসে উভয় সংকটে পড়বে....... শিবির যে ভাবে সিটি করর্পোরেশনের বিজয়ে উল্লিসিত (বিনপির চেয়ে বেশী), বিনপি কোনভাবেই রাজাকারদের বিচার যেটা চলছে সেটাকে আর চালাতে পারবে না এবং মৃত্যুদন্ডরায় প্রাপ্ত রাজাকারদের ছেড়ে দিতে বাধ্য.. বরন্চ ওদেরকে মাফ করে দিয়ে গাড়ীতে পতাকা তোলার ব্যবস্হা করতেই হবে (জামাত তোষন নীতিতে)



সেখানেই উভয় সংকট... রাজাকারদের ছেড়ে দিলে, আমার বিশ্বাস শাহবাগ আবার জেগে উঠবে (অধিকাংশ মানুষই চায় রাজাকারদের বিচার)

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৪০

হাসানুর বলেছেন: :(

১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৫

কলাবাগান১ বলেছেন: :-&

২| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১১:২১

কলাবাগান১ বলেছেন: ৮০ লাখ কৃষক পরিবারে ১০টাকা দিয়ে ব্যাংক একাউন্ট খোলা আর তার মাধ্যমে কৃষি ভূর্তকি কৃষক পরিবারে পাঠানোর মাধ্যমেই আজ দেশ খাদ্যে স্বয়ংসূম্পর্ন হয়েছে.......ধন্যবাদ মতিয়া চৌধুরী......।

৩| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৭

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ভাই একাই ৩ তিন কোটি মানুষের অন্ন টান দিছে - 96 এ একই কাম করছিলোও ইন্ডেক্সের সাথে সাথে রাজনীতিক ইন্ডেক্সে ও কমেছে ...


পদ্মা সেতু ইস্যু ট্যিসু ইতা রাজনীতিক জনগনের সাথে সম্প্রিক্ত না -

৪| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৪

ভিটামিন সি বলেছেন: ভাইজান, ডেমু তো ভালো কামে লাগতাছে!!! কয়দিন আগে পত্রিকায় পড়লাম রেল এখন ডেমুকে মাথার বোঝা মনে করে সরাতে চাইছে। বাংলাদেশে দরকার সার্ভিসপ্যাক ৩ ফুল ভার্সণ; ডেমু ফেমুর ভাত নাই।
দেশের জনসংখ্যা যদি ১৮ কোটি হয় তাহলে ১৪ কোটির (বাকি ৪ কোটির ডিজেল, অকটেন, পেট্রোল এর দাম বাড়লেও সমস্যা হয় না) পুটকি চিইপ্যা রস বাইর কইরা সেই রস দিয়া ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালাইয়া কয়েকজন ভাগাবাগি কইরা খাইতেছেন।
অর্ধেক সমুদ্র মায়ানমারকে দিয়ে এসে বলেন আপনারা সমুদ্র জয় করে এসেছেন।
নিজস্ব স্যাটেলাইট ও সাবমেরিন - কইরে আবুল হিসাবের খাতাটা আন তো দেখি। (ব্যাপক লজ্জার ইমো হইবে, মুখে গামছা দিয়ে)।
উড়ালসড়কঃ খেক খেক খেক। বানাইলো আর্মি। সরকারি তত্বাবধানে হচ্ছে চট্রগ্রামেরটা যেটার গার্ডার ভাঙছে। আর কমু না। মুতে ধরছে, মুইত্যা আই।

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:২২

কলাবাগান১ বলেছেন: ডেমুতে লোক উঠার কথা ১০০ জন উঠে ৫০০ জন.... দোষ সরকারের না জনগনের... চায়নায় চলছে না???

৫| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫১

তিক্তভাষী বলেছেন: ডুবন্ত মানুষ খড়কুটো আকড়ে বাঁচতে চাইবে! এটাই স্বাভাবিক।

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:২১

কলাবাগান১ বলেছেন: ডুবন্ত মানুষ ৪০% ভোট পেয়েছে (মেইনলি বিনপি এলাকায়)।

আর যা হোক এই ৪০% 'তালেবানি' এবং তস্কর শাসন দেখতে চায় না। ৪০% খুব সহজেই ৫১% হয়ে যেতে পারে সল্প সময়ের মধ্যে

৬| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৯

মদন বলেছেন: কাগজে রেকর্ড দিয়ে কি হবে? গ্রামে যান আর সাধারনের মতামত নেন।
শহরের মতামত তো পাওয়াই গেছে।

শাহবাগ আওয়ামীলীগকে ডোবাবে, আর কিছুর দরকার নেই।

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৪

কলাবাগান১ বলেছেন: গ্রামের কৃষক পরিবার টের পাবে কারা কৃষিবান্ধব সরকার.. সার চাইতে গিয়ে গুলি দেওয়া সরকার নাকি ১০ টাকায় ব্যাংক একাউন্টের মাধ্যমে ভূর্তকি দেওয়া সরকার

৭| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:০৫

নষ্ট ছেলে বলেছেন: উন্নয়নের জোয়ারে ভাইসা সব মানুষ বঙ্গোপসাগরে গিয়া পড়তাছে...............
এখন জনগণের দাবি জোয়ার থামাও মানুষ বাঁচাও ;)

৮| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:০১

ইসপাত কঠিন বলেছেন: আকাশে ৬ আর পানিতে ৭ নং টা নাই। নাকি ৬ পানিতে আর ৭ আকাশে উঠে গেলো?

মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে

তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না।

৯| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:২১

বৈরাম খাঁ বলেছেন: ভিটামিন সি বলেছেন: ভাইজান, ডেমু তো ভালো কামে লাগতাছে!!! কয়দিন আগে পত্রিকায় পড়লাম রেল এখন ডেমুকে মাথার বোঝা মনে করে সরাতে চাইছে। বাংলাদেশে দরকার সার্ভিসপ্যাক ৩ ফুল ভার্সণ; ডেমু ফেমুর ভাত নাই।
দেশের জনসংখ্যা যদি ১৮ কোটি হয় তাহলে ১৪ কোটির (বাকি ৪ কোটি ডিজেল, অকটেন, পেট্রোল এর দাম বাড়লেও সমস্যা হয় না) পুটকি চিইপ্যা রস বাইর কইরা সেই রস দিয়া ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালাইয়া কয়েকজন ভাগাবাগি কইরা খাইতেছেন।
অর্ধেক সমুদ্র মায়ানমারকে দিয়ে এসে বলেন আপনারা সমুদ্র জয় করে এসেছেন।
নিজস্ব স্যাটেলাইট ও সাবমেরিন - কইরে আবুল হিসাবের খাতাটা আন তো দেখি। (ব্যাপক লজ্জার ইমো হইবে, মুখে গামছা দিয়ে)।
উড়ালসড়কঃ খেক খেক খেক। বানাইলো আর্মি। সরকারি তত্বাবধানে হচ্ছে চট্রগ্রামেরটা যেটার গার্ডার ভাঙছে। আর কমু না। মুতে ধরছে, মুইত্যা আই। :-B :-B =p~ =p~

বিদ্যুত উৎপাদন-বিশ হাজার কোটি টাহা লুইট্টা পোইট্টা খাইয়া বিদ্যুত উৎপাদন করছে X(। আইজকা ও বিদ্যুতের লাইগা ঘুমাইতে পারলাম না
সমুদ্র বিজয়- কতটুকু এখানে গেলেই বুঝবেন
শ্রমশক্তি রপ্তানি-মালয়েশিয়া ছাড়া আর কোন দেশে করে ভাই X((

১০| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:২৩

বৈরাম খাঁ বলেছেন: সরি এই লিন্কটা দেখেন
Click This Link

১১| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৫

মাইন রানা বলেছেন: এই সাফল্যগুলি কি জনগন দেখতে পারছে???

নিজেদের সাফল্য প্রচার করতে হবে।

১২| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৭

পথহারা সৈকত বলেছেন: ওফ..........! চরম জোক্স........... ।আপনি অ..........নে.....ক ভাল জুকার....................... :P :P :P

১৩| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৭

কলাবাগান১ বলেছেন: আমার রাজাকারদের ফিরত আসার কারন নিয়ে কোন কথা নাই.. কিছু কমেন্টকারীরা আছেন সংসদে পাপিয়ার মত বিলের উপর কথা বলতে দাড়িয়ে শুধু খিস্তি খেউড় করা (অবশ্য উনার শিক্ষা দিয়ে বিল কি জিনিস তা বুঝেন কিনা সন্দেহ)

১৪| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৪

মদন বলেছেন: লেখক বলেছেন: গ্রামের কৃষক পরিবার টের পাবে কারা কৃষিবান্ধব সরকার.. সার চাইতে গিয়ে গুলি দেওয়া সরকার নাকি ১০ টাকায় ব্যাংক একাউন্টের মাধ্যমে ভূর্তকি দেওয়া সরকার

যার ক্ষুধা তার লাগতে হবে নাকি অন্যে বললে হবে যে ভাই তোমার ক্ষুধা লেগেছে এখন ভাত খাও।

আপনি গ্রামের কৃষকের দোষ দেখতে পাচ্ছেন, আপনি ভোটারের দোষ দেখতে পাচ্ছেন কিন্ত আপনি সরকারের দোষ দেখতে পাচ্ছেন না।

ভুল মানুষই করে। ভুল করে স্বীকার করে নিয়ে সংশোধিত হয় বুদ্ধিমানেরা, আর নিজের ভুলে অটুট থাকে গোঁয়ারেরা। গোয়ার্তুমীর ফল কখনই শুভ হয় না। এর আগে যেমন খালেদা (হয়তো) বুঝেছে, এবার হাসু আপা (যদি বুঝার চেষ্টা করে)বুঝবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.