নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

AL vs BNP: Development comparison

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৮:১৬

ছবি কথা বলে







ছবি কথা বলে

মন্তব্য ৬৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৩

হাসিব০৭ বলেছেন: বিএনপি শেয়ার বাজার থেকে টাকা লুট করেছে ০%
আর আওয়ামিলীগ ৯০%

কত কিছুইনা আওয়ামিলীগ আমাদের দিয়েছে। কত সুন্দরভাবে বাশে তেল লাগিয়ে পিছন দিয়ে ঢুকিয়েছে।.................. দালাল হইতে সাবধান :(( :(( :(( :(( :((

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৮

কলাবাগান১ বলেছেন: What a language!!!! This is the kind of language you get from a member of an Islamist group

One answer: Per capita Income: BNP $427; AL $919

২| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৪

এ্যাডভোকেট ইয়াসিন বলেছেন: কৃষির বিষয়টি আসলেই প্রশংসনীয়।

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৮:৫১

কলাবাগান১ বলেছেন: But the Jamati-BNP is all about selling religion.......... They don't care about creating jobs/development

Do you think Moulana Shafi understands the value of education???

Bangla keyboard is not working..............

৩| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন:



আপনি যে ছবিটা দিলেন তাতে করে আপনাকে আমেরিকান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলে মনে হলো না মনে হচ্ছে ঢাকার বাসের ২ টাকার বই বিক্রেতা।


ঐ ফেরিওয়ালার যেমন চিল্লায় চিল্লায় বলে ২ টাকা দিয়ে এই বইটি ক্রয় করলে আপনারা আরও জানতে পারবেন আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ যেভাবে গর্ভবতী হলো। আপনার অবস্হাও সেরকমই।

আপনার ছবির বেশি কিছু না শুধুমাত্র জিডিপি গ্রোথের যে ভুল তথ্য দিয়েছেন তার ত্রুটি উল্লেখ করলাম।




সুত্র: বাংলাদেশ ব্যান্ক ও আইএমএফ

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৪

কলাবাগান১ বলেছেন: এখানে শুধু ২০০৬ ও ২০১৩ সালের রেইট দেওয়া হয়েছে (ছবিটা বানিয়েছে বাংলাদেশ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ইন ইউকে), সেটা আপনার গ্রাফ অনুযায়ীতো ঠিকই আছে...

জিডিপি যদি নাই বাড়বে পার কেপিটা ইনকাম $৪২৭ থেকে $৯১৪ হল কিভাবে?

আপনাকে আমি জানতাম একজন শিক্ষিত লোক হিসাবে... কিন্তু অন্যকে আক্রমন করবেন ভালো কথা তা হবে যুক্তি দিয়ে, বুদ্ধিভিত্তিক কথা দিয়ে, এভাবে বেল্টের নিচে আঘাত করার মানসিকতা থাকে তাদেরই যারা রাগ কে দমন করতে পারে না.......

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৫

কলাবাগান১ বলেছেন: আপনার রাগটা মনে হচ্ছে যে আমার পোস্টের উপরে না.....
আমার পেশার উপরেই মনে হচ্ছে আপনার রাগটা ঝাড়লেন

৪| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:০৯

ধীবর বলেছেন: ছি ছি ছি ! লেখক কি শিক্ষক? কোন বিশ্ববিদ্যালয়ের জানতে পারলে, সেখানকার পরিচালনা পর্ষদকে চিঠি দিয়ে জানতে
চাইতাম যে, একজন অসৎ মানুষকে কোন বিবেচনায় শিক্ষক পদে নিয়োগ দিয়েছে?

ছবি সত্যি কথায় বলে, তবে মিথ্যবাদি পটুয়ার আকা ছবি সত্য কথা বলে না।

আর মাত্র দু দিন আগেই প্রকাশ্য দিবালোকে খোদ ঢাকা শহরে যেভাবে নিজের দলের নেতাকেই খুন করা হয়েছে, শ্রেফ এই বিবেচনাতেই আওয়ামি লিগ পৃথিবির মধ্যে অন্যতম নিকৃস্ট একটি সন্ত্রাসি দল ছাড়া আর কিছু নয়।

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৬

কলাবাগান১ বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: একজন লোক খুন হল আর তাতেই সন্ত্রাসি দল.... আর সরকারি মদতে হাওয়া ভবনে বসে গ্রেনেড হামলার প্ল্যান করে ২০-৩০ জনকে হত্যা করার পরও বিনপি ধোয়া তুলসি পাতা

আমার বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদ পর্যন্ত্য যাবেন.......... বেশ বেশ...। You are most welcome ...... Tenured Professors in the USA do not worry about their job.................



আপনারা আছেন ভালোই আশা করি কুড়িল উড়াল সেতু দিয়ে পার হবার সময় হাসিনার সরকারকে আরেকবার গালি দিয়ে যাবেন।

৫| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:২৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ১৯৭৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ৩৭ বছরে বিদেশে গেল ৭০ লাখ বাংলাদেশি আর


২০১৩ সালে বিদেশে মানুষ গিয়েছে ২০ লক্ষ ৪০ হাজার?

=========================================
ডাঃ আইজুর বিখ্যাত উক্তি Curious mind wants to know
=========================================

আপনি কি সত্যই আমেরিকা থেকে ব্লগিং করতেছেন নাকি পাবনার হেমায়েত পুর থেকে ?

৬| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৩২

মোস্তফা কামাল পলাশ বলেছেন: "গত সাত বছরের মানব সম্পদ রপ্তানির চিত্র: (দৈনিক প্রথম আলো , ২০শে জুলাই, ২০১৩) লিন্ক : গত ৭ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম মানুষ বিদেশে যাচ্ছেন

২০০৭ সালে আট লাখ ৩২ হাজার এবং ২০০৮ সালে আট লাখ ৭৫ হাজার কর্মী বিদেশে যান। ওই দুই বছরেরই প্রথম ছয় মাসে প্রায় সাড়ে চার লাখ করে কর্মী বিদেশে যান।

কিন্তু বর্তমান সরকারের প্রথম বছর ২০০৯ সালে জনশক্তি রপ্তানি কমে যায়।
ওই বছর পৌনে পাঁচ লাখ কর্মী বিদেশে গেছেন। এর মধ্যে প্রথম ছয় মাসে গেছেন দুই লাখ ৫০ হাজার ৯০০।

পরের বছর এ সংখ্যা আরও কমে দাঁড়ায় তিন লাখ ৯১ হাজার, এর মধ্যে প্রথম ছয় মাসে ছিল দুই লাখ দুই হাজার ৮৭৮ জন। তবে পরের বছর থেকে পরিস্থিতি ভালো হতে থাকে। ২০১১ সালে পাঁচ লাখ ৬৮ হাজার ৬২ জন এবং ২০১২ সালে ছয় লাখ সাত হাজার ৭৯৮ কর্মী বিদেশে যান।


কিন্তু এবার প্রথম ছয় মাসে জনশক্তি রপ্তানির যে ধারা তাতে বছর শেষে এ সংখ্যা চার লাখ হবে কি না, তা নিয়ে শঙ্কায় আছেন ব্যবসায়ীরা।





০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৪২

কলাবাগান১ বলেছেন: আপনার এই সংখ্যাতত্ত্বটা দয়া করে বাংলাদেশ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ইন ইউকে জানান.........

৭| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: অপরের দিকে চোখ না তুলে নিজেকে পূর্বে জিজ্ঞেস করুন আপনার মত আমেরিকান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তথ্য যাচাই না করে ব্লগে পোষ্ট করলেন

"ছবি কথা বলে"


আমি তো আপনাকে আপনার কথাই ফেরত দিলাম। এখানে অন্যায় তো কিছু দেখি না।

কাজি মোতাহের হোসেন এর বই পড়া প্রবন্ধের সেই বিখ্যাত উক্তি

"বৈশ্য লেখকের পক্ষেই সম্ভব শুদ্র পাঠকের মনরোন্জন করা"


যারা উপরোক্ত ছবি বানিয়েছে তাদের ও আপনার যোগ্যতার মধ্যে পার্থক্য কি অনুগ্রহ পূর্বক জানাবেন কি ????


০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৫০

কলাবাগান১ বলেছেন: "যারা উপরোক্ত ছবি বানিয়েছে তাদের ও আপনার যোগ্যতার মধ্যে পার্থক্য কি অনুগ্রহ পূর্বক জানাবেন কি ????"

The most important figures are the growth in the per capita income and reduction in the poverty rate...... These trump over everything as far as development of a 'poor' country like Bangladesh concerns

পার্থক্য কোথায় তা জানি না কিন্তু মিল এক যায়গায়....... মৃত্যুর আগ দিন পর্যন্ত্য রাজাকার আর রাজাকার বান্ধব দল গুলির আজন্ম ঘৃনা রেখে যাব

৮| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: তবে ছাগু ও হাম্বাদের মাঝে কিন্তু একটা যায়গায় দারুন মিল আছে


ধরি ছাগুরা বাঁশের কেল্লায় ফটোশপ করা ছবি পোষ্ট দেয় পাতি ছাগুরা তা প্রচার করে বেড়ায় একই ভাবে ধরি হাম্বারা মিথ্যা তথ্য দিয়ে ছবি বানায় আর পাতি হাম্বারা যা প্রচার করে বেড়ায়।


০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:০৩

কলাবাগান১ বলেছেন: You just prove that the per capita
income did not rise to $919 from
$427 and the poverty rate did not get reduced
to 29% from 41.5%...... then I will erase this post

৯| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৯

প্রকৌশলী আতিক বলেছেন: হাম্বার মুখোস উম্মোচিত হল। হাম্বা প্রফেসর হেমায়েতপুরী।

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:০৪

কলাবাগান১ বলেছেন: রাজাকার বান্ধব প্রকৌশলী ভাই সংখ্যা নিয়ে কথা বুলুন

১০| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:০৮

wrongbaaz বলেছেন: মোস্তফা কামাল পলাশবলেছেন:তবে ছাগু ও হাম্বাদের মাঝে কিন্তু একটা যায়গায় দারুন মিল আছেধরি ছাগুরা বাঁশের কেল্লায় ফটোশপ করা ছবি পোষ্ট দেয় পাতি ছাগুরা তা প্রচার করে বেড়ায় একই ভাবে ধরি হাম্বারা মিথ্যা তথ্য দিয়ে ছবি বানায় আর পাতি হাম্বারা যা প্রচার করে বেড়ায়। :v

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:১৭

কলাবাগান১ বলেছেন: If you can prove that the most important indicators like per capita income and the
poverty rate are wrong, I will erase the post

Without talking about the statistics, you came here just
like you said:

eleders prepared a statement and a follower
is perpetuating the statement: exactly what happens in
বাশেরকেললা

১১| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:২৪

দখিনা বাতাস বলেছেন: দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব টা মাথা থেকে নামাইতে পারছি ঐটাই হাজার শুক্কুর। পলাশ সাহেবরা যদি এই ব্যাপারে কিছু বলতো, খুশী হইতাম। ঢাকায় থাকি, যানজটে দম বের হয়, উনারা ৫ বছরে কিছুই করলো না। যাত্রাবাড়ি কাজ ধরলো, হাওয়া ভবনের কমিশনের জালায় ওবায়দুল করিম কাজই শুরু করতে পারলো না। ২০০৩ থেকে ২০০৫ খালি রাস্তাটা বন্দ করে আমাদের দুর্ভোগই বাড়াইলো।

পলাশ ধিবর সাহেবরা কি বলবেন আমাদের ঢাকাবাশীর যানজটের হাত থেকে বাচার জন্য কি কি করছিলেন? চোখের সামনেতো আওয়ামীলীগের আগের আমলের খিলগাও ফ্লাইওভারের উধাহরনটা ছিল, তার পরেও কিছু করেন নাই কেন? হায়রে খিলগাও ফ্লাইওভার, কাজ শুরু হইলো, মির্জা আব্বাস ঐ ফ্লাই ওভারের পাশে পোস্টার লাগাইলো, রাজনৈতিক মুলা। জীবনেও নাকি হবেনা।

পলাশা দীবর সাহেবরা এতই উন্নতি করছিল যে জনগন তাদের ২০০৮ এর নির্বাচনে সেই রকম একটা লাথি দিসিল :) গাধা জনগন বড় ফাজিল। পলাশ দিবর সাহেবদের উন্নতি মনে রাখে নাই। এরা শুধু গাধা না বেইমানও বটে

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:২৮

কলাবাগান১ বলেছেন: ভাই উনাদের আছে বড় গলা....

উনারা উন্নতি বলতে অন্য কিছু বুঝেন

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:২৯

কলাবাগান১ বলেছেন: হায়রে খিলগাও ফ্লাইওভার, কাজ শুরু হইলো, মির্জা আব্বাস ঐ ফ্লাই ওভারের পাশে পোস্টার লাগাইলো, রাজনৈতিক মুলা। জীবনেও নাকি হবেনা।

১২| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৩

মাহিরাহি বলেছেন: The list below is of countries of the world by their gross domestic product per capita, the value of all final goods and services produced within a nation per capita, within a given year. The GDP figures are derived from purchasing power parity (PPP) calculations by the IMF, which have been updated according with the latest database released in April 2013.

Bangladesh 2,174 3,170
Bhutan 7,187 12,994
India 4,060 5,833
Iran 13,008 14,905
Nepal 1,347 1,690
Pakistan 2,969 3,472
Sri Lanka 6,550 9,632
Afghanistan 1,072 1,343

All of the figures shown are calculated by the International Monetary Fund, and are in International dollars.

১৩| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৮

মাহিরাহি বলেছেন: Click This Link)_per_capita_estimates


The list includes estimated future GDP (PPP) per capita of the 2013 and 2018.

May I know what is the good thing Bangladesh is doing comparing with Pakistan, India or Sri Lanka

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৬

কলাবাগান১ বলেছেন: We do not have pakistani Talibans.... women are free to go to schools

India: Just listen to Prof. Amittya Sen.......Child mortality, vaccinations, school going populations.......

১৪| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪০

মাহিরাহি বলেছেন: Even after 5 years time (2018), Bangladesh will remain Behind Pakistan, Sri Lanka, India and Bhutan.

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৭

কলাবাগান১ বলেছেন: So be it..........if we remain peaceful, that is fine..........

১৫| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৯

মাহিরাহি বলেছেন: Even after 5 years time we will remain behind Pakistan, India, Sri Lanka and Bhutan.

১৬| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৬

মাহিরাহি বলেছেন: http://hdr.undp.org/en/statistics/

Human Development Index (HDI) - 2012 Rankings


146th Bangladesh, Pakistan

136th India

92th Sri Lanka

76th Iran


140th Bhutan


১৭| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৮

মাহিরাহি বলেছেন: 142 to 186 remains in the category of Low Human Development

১৮| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:০১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: @দখিনা বাতাস


আগে জনগনরে একটু জানান বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুটটা প্রথম বারের মত পড়িয়েছিল কোন রাজনৈতিক দলটি?

কোন দল সেই সময় ক্ষমতায় ছিল???

২০০১ সালে বিএনপি যখন ক্ষমতা নিল অর্থাৎ যে দিন শপথ নিল সেদিন বাংলাদেশের স্হান কত নম্বর ছিল বিশ্ব দুর্নীতিতে????

১৯| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:০৪

রাসেল মাহমুদ মাসুম বলেছেন: ভাই আপনি যে সব লিস্টি দিয়েছেন , এই লিস্টির সবই চলমান উন্নয়ন ,এটা আওয়ামীলীগ বিএনপি না যে কোন গণতান্ত্রিক সরকার থাকলেই হত।

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:১২

কলাবাগান১ বলেছেন: যখন একটা দুইটা খুন হয়, তখন তো পুরা দোষ আওয়ামী লীগের উপর বসানো হয়.. কিন্তু চলমান অর্থনীতিতে তো অপরাধ হতেই পারে

২০| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
জনসংখা রপ্তানী তথ্যটি সম্ভবত ভুল।

তবে হ্যা। গত টার্মে ও তত্তাবধায়ক টার্মে বিদেশে আদম বেশী রপ্তানী হয়েছিল।

বেশী গেছিল ঠিকই, কিন্তু দুইনম্বরি ছিল, বিদেশ যেতে বেশী টাকাও খরচ হয়েছিল, যে কারনে বেশীরভাগই ফেরত আসছিল, নতুবা জেলে গেছিল।

কিন্তু এইবার সংখ্যার দিকে নয়, মানের দিকে নজর দেওয়া হয়েছে। প্রতি বছর ৫-৬ লাখ শ্রমিক বিদেশে যাচ্ছেন। এরা দক্ষ কিন্তু খুব কম খরচে যাচ্ছেন। নতুন করে যাঁরা যাবেন, তাঁরা যেন কম খরচে দক্ষতা নিয়ে বেশি বেতনে চাকরি নিয়ে যেতে পারেন, তা নিশ্চিত করার চেষ্টা হচ্ছে। এ কারণে জনশক্তি রপ্তানি কিছুটা কমতে পারে। তবুও এ বছর চার লাখ লোক বিদেশ যাবেন। প্রতারনা, দুইনম্বরি নেই বললেই চলে। 0 শুন্য ভাগ!

মানের দিকে নজর দেওয়ার কারনে চমকপ্রদ ফলাফলও পাওয়া গেছে! রেমিটেন্স আসছে ৪ গুন বেশী!
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ১৩ বিলিয়ন থেকে বেড়ে ৫০ বিলিয়ন!

একটি তথ্য বাদ পরেছে-

বিদ্যুত উৎপাদিন বিএনপি ৫ বছরে বৃধি মাত্র ৩০০ মেঃ
আম্লিগ বিএনপির ৩,০০০ থেকে বেড়ে ৮,৫২৫ মেগাওয়াট। বৃধি = ৫,৫২৫ মেঃ

উপরে কিছু মন্তব্যকারিদের বলছি -
আপনাদের কি ধরনা বিএনপি আসলে দেশ দুর্নিতিমুক্ত হয়ে সব ভাল হয়ে যাবে?
আচ্ছা আপনারা বিএনপির ভেতর পেয়েছেন টা কি!
দলছুট চোরচোট্টা নিয়ে গঠিত দলটির আদর্শহীন একটি দল! যে দলের এজেন্ডা ও লক্ষ্য বেশিরভাগ নেতাদের কাছেই অস্পষ্ট। এদের অর্জন হল নেগেটিভ ভোট।
নিজস্য ভোট অর্জন =০। ছাগু ভোট আর নেগেটিভ ভোটই এদের সম্বল।
মহান মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধ নিয়ে তাদের অবস্থান- অস্পষ্ট। ধরি মাছ না ছুই পানি ... ঘুরান্ন্যা কথা।

নেত্রী একজন বকলম, যার দাপ্তরিক কাজ এমনকি ভাষণটা পর্যন্ত আরেকজনকে লিখে দিতে হয়।

আর এদের দুর্নিতির ইতিহাস বলতে গেলে কলমের কালি শেষ হয়ে যাবে ....

এরা আবার যদি আসতে পারে দেশটি হবে পাকিস্তানের চেয়েও খারাপ বোমাবাজ, তালেবানি, সন্ত্রাসি, বর্বর একটি ফ্যাসিস্ট রাষ্ট্র!

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:১০

কলাবাগান১ বলেছেন: "তবুও এ বছর চার লাখ লোক বিদেশ যাবেন। প্রতারনা, দুইনম্বরি নেই বললেই চলে। 0 শুন্য ভাগ!"

২১| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:২৫

বিডি আমিনুর বলেছেন: শিরোনাম একটু পরিবর্তন করেদেন

BAL vs BNP
বালের মত নিকৃষ্ট দল বিশ্বে আর একটাও নাই।
আর আপনি একজন শিক্ষক হয়ে সেই শুয়োরদের সাফাই গান ! ছি ছি ছি !!
আপনি মানুষ না
ফুল আওয়ামীলীগ !

০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৪

কলাবাগান১ বলেছেন: আমি মানুষ না হলেও অন্তত নিচু জাতের রাজাকার নই

২২| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৩

আকাশ চুরি বলেছেন: এসব তৃতীয় শ্রেণীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জন্যই বুঝি আম্রিকার অর্থনীতি আর দোড়াইতে পারে না। আবঝাব রিসার্চ প্রপোসাল লিখে ফান্ড জোগাড় করে চৈনিক আর ভারতীয় প্রফেসর ৯০% জান্ক জার্নাল। এখানে করসে দলীয় জোচ্চুরী।

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৮

কলাবাগান১ বলেছেন: আংগুর ফল টক.......

অল্প বিদ্যা দিয়ে আমেরিকার বিশ্ববিদ্যালয়ের সিস্টেম বুঝার মত বোধ আপনার নাই.....।

আবঝাপ প্রপোজাল দিয়ে ফান্ড পাওয়া গেলে NIH/NSF থেকে শুধু মাত্র ১০% এর ও কম প্রপোজাল ফান্ডেড হত না


Journal Science এ publish করেছেন কখনও........... করলে পরে কথা বলতে আসিয়েন....।

আপনি সব বুঝেন যে জান্ক জার্নালে পাবলিশ করে ভুদাই আমেরিকান প্রফেসর রা বউঝতে না পেরেই টেনিউর এপ্লিকেশন এপ্রুভ করে

আসল কথা জামাতিদের আতে ঘা লাগে কেন আওয়ামী লীগ জানু্যারীর এক তারিখ স্কুলে স্কুলে বই দেয় (বোমা তুলে দিলে খুশী হতেন এবং ব্যাক্তিগত আক্রমন করতেন না)

২৩| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:১২

সাঈফ শেরিফ বলেছেন: যুক্তরাষ্ট্রে এ ধরনের সরলীকরণের পাঠ দেয় নাকি ভাই? লীগের বিরোধিতা করলে তার ধর্ম পরিচয় টেনে এনে সাম্প্রদায়িক আক্রমণ করেন? সময়ের হসাথে সাথে প্রবৃদ্ধি হয়, বেকারত্ব কমে, সাক্ষরতা বাড়ে, মাথা পিছু আয় বাড়ে এটা তো খুবই স্বাভাবিক ট্রেন্ড। বেটার হয় আপনি ৯৬-২০০১ এর লীগের আমল বনাম ২০০২-২০০৬ বি এন পির আমলের তুলনা পারেন। আর রেমিটেন্সের কথা বলে সরকারকে কীভাবে সাধুবাদ দেয় মানুষ, দ্যাট ইজ এবসোলুটলি বিয়ন্ড মি!

আপনি আমি দেশে ডলার পাঠাই, আর সেটা হলমার্ক লুটে খায়, হাসিনার উপদেষ্টা জানোয়ারকূল শিরোমনি সালমান এফ রহমানরা ডাকাতি করে। ডলারের দামই ধরুন, বি এনপির আমলে কঠোরভাবে সেটা ৬৯ টাকা ছিল, লীগের আমলে ২০১১ সালেই সেটা বেড়ে ৮৪ টাকা হয়েছিল। এসবই ভুলে গিয়ে এখন বলবেন

না না ডলার এখন ৭৭ টাকা, উন্নতি হয়েছে! জী এটাকে উন্নতি বলেনা, আওমিলীগের পাপের প্রায়শ্চিত্য করছে আমাদের মত বিদেশে থাকা শ্রমিকেরা।

২৪| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৩

রাতপ্রহরী বলেছেন: ওরে আমার গাঞ্জা খাওয়া দেশপ্রেমিক রে!!! চারদিকে শুধু রাজাকার আর রাজাকার!!

শেয়ার মার্কেট, হলমার্ক, টিপাইমুখ, তিস্তা, আশুগঞ্জ দিয়া ভারতের ফ্রী ট্রানজিট, দিল্লির নারায়ণগঞ্জ পোর্ট এর ট্যণ্ডার, সুন্দরবন এর পাশে বিদূত কেন্দ্র, দেশে ব্যানডউইথ ইন্ডিয়া পাচার, ওলো রে সস্তা দামে লাইসেন্স এই গুলি নিয়া একটু বলেন তো !!!

২৫| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৪

আকাশ চুরি বলেছেন: না ভাইজান আন্গুর ফল খাইয়াই বুঝিয়াছি ইহা টক। জান্ক প্রোপোসাল আসে বলেই ১০% এর কম ফান্ডেড হয়। মাল্টি ডিসিপ্লিনারী টিম আর ব্যক্তিগত সম্পর্ক অনেক বড় একটা ফ্যাক্টস হয়ে দাড়ায়। নিজের ঢোল নিজে না বাজালেও চলতো ভ্রাতা। আমিতো আপনার মত ঢোল পিটাইতে আসি নাই। তবে আম্রিকার প্রথম দিকের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আমারও হয়েছিল। জর্নাল কয়েখকান পাব্লিশও হইসে। তয় আপনি কেমনে বুঝলেন জামাতি? ভাসুের নাম নিতে কি শরম লাগে শালার হাম্বা
বিএনপি চোনস না

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪০

কলাবাগান১ বলেছেন: যাহা জামাত তাহাই বিনপি .......তারেক জিয়া নিজেই বলেছিলেন যে জামা-বিনপি ভাই-ভাই

২৬| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৫

সাঈফ শেরিফ বলেছেন: আপনাদের অবস্থা ঔ ইহুদি ফ্যাসিস্টদের মত যারা কথায় কথায় এন্টি সেমিটিক বলে যাকে তাকে গালি দেয়, অথবা হেফাজতের মত নাস্তিক নাস্তিক বলে চেচায়।

২৭| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: @কলাবাগান এত তারাতারি ভুলে গেলেন ১৯৯৬-২০০১ সালের বই ক্যালেন্কারী ও নকল ক্যালেন্কারী কথা???

এপ্রিল মাসেও যে বই পৌছাইতে পারেন নাই সেটাও কি আমাকে প্রামন দিতে হবে আর একবার আপনাকে বেইজ্জতি করবার জন্য???


নাকি আর একবার মনে করিয়ে দিতে হবে কেন এ প্লাস পাওয়া শতকরা ৫৫% ছেলে-মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তো দূরের কথা পাশ নম্বরটাও পাচ্ছে না ????


নাকি আমাকে পত্রিকার লিন্ক দিতে হবে পাস মার্কের ৩৩ নম্বরের মধ্যে ১১ নম্বর গ্রেস দিয়ে পাসের হার শতকরা ৯০% এ নিয়ে যাওয়ার আওয়ামী ইতিহাস।

আমি আশাকরছি আমাকে আর বাধ্য করবেন না আপনাকে ব্লগারদের চোখে আরও নিচের নামাতে।

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৮

কলাবাগান১ বলেছেন: আমি যে যায়গায় আছি সেখানেই থাকব, আপনাদের মত ব্লগারদের কথায় কিছুই যায় আসে না

আওয়ামী লীগ এই র্টামে দেশের উন্নতি করেছে এটা স্বীকার করতে কেন এত পিছু টান

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৬

কলাবাগান১ বলেছেন: আজ আমি যদি বিনপির পক্ষে লিখতাম, এই আপনিই আসতেন বলতে খুব ভাল লিখেছেন.....

আমার পেশা কি, তা নিয়ে কি আমি পোস্ট দিয়েছি?????? আপনার আমার পেশাকে হাইলাইট করা আক্রমনকে অন্যদেরকেও উৎসাহিত করছে পেশা নিয়েই কথা বলতে কিন্তু পোস্ট তো আর আমার পেশা নিয়ে না......।

২৮| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলাদেশ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ইন ইউকে না সংশোধনী সহ পড়ুন-
আওয়ামী ব্লাইন্ড ফেইলুরিটি হাইড সাপোর্ট কমিটি !

তারেক, মিল্কি, কিলার চঞ্চল ও একদল দলকানা জলদাস...

@এবং এরা সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ওলামা লীগ, হাইকোর্ট লীগ, সুপ্রীমকোর্ট লীগের নেতা ও কর্মী। তারেক ৬০ খুনের আসামী তা কারও কাছে গোপন ছিলনা। অথচ দেশে আইন আছে, আদালত আছে, আছে মুক্তিযুদ্ধের চেতনার বিশাল বিশাল খাল, বিল, নদী-নালা, সাগর মহাসাগর। জাতি হিসাবে আমরা এসব জলাশয়ে অনবরত সাতার কাটছি এবং চেতনার প্রসব বেদনায় জন্ম দিচ্ছি তারেক, মিল্কি ও চঞ্চল নামের সৈনিকদের।

দলকানা জলদাস আর হামিদ চাচার বৌমাদের মত কৃতদাসরাই গোটা বাংলাদেশ নয়। এর বাইরেও কিছু মানুষ আছে যারা সহ্য ও ধৈর্য্যের বাধে ইট সিমেন্ট গাঁথতে বাধ্য হচ্ছে। ৪২ বছর ধরে এর দেখছে, দেখছে আর জ্বলছে। অন্যায়, অবিচার, অনাচার আর মিথ্যাচারের ফাঁদে আটকে একটা জাতিকে আজীবন দাসত্বের শৃংখলে আটকে রাখার যারা স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিনত হতে পারে যেদিন এরা ঘুম হতে জেগে উঠবে। সেদিন আর ক্রসফায়ার নামক জালিয়াতি, ধোকাঁবাজি, বেশ্যাবৃত্তির প্রয়োজন হবেনা, খোলা ময়দানে ঘোষনা দিয়েই প্রতিশোধ নেবে।



২৯| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:১৪

আকাশ চুরি বলেছেন: অয়ামিলীগ দেশের জন্য নটুন কিছুই করে নাই যার কৃতিত্ব তারা দাবি করতে পারে। স্বাধীনতার পর তারা ডেশের যেই বারোটা বাজিয়েছিল জিয়া সেই অবস্হা থেকে দেশের উন্নয়নের ট্ড়েনটাকে লাইনে তুলেছেন। আর নব্বইয়ের পর বিএনপি সরকার সেই ট্রেনে ইন্জিনে সুপার বুস্টার লাগিয়েছে। আওয়ামিলীগ প্রবর্তীত কি এমন নীতিমালা আছে যেটার জন্য তাদেরকে কৃতিত্ব দেয়া যায়? বরং তাদেরকে সমাজতন্ত্রের বস্তাপচা নীতিমালা ছেলে সাইফুর রহমানের গড়ে যাওয়া অর্থনীতিকে শুধু মেনটেইনেন্স করতে হয়েছে।

৩০| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:১৫

আকাশ চুরি বলেছেন: তবে হ্যা দুই টার্মে দেশের মিডলক্লাসের একটা বড় অংশের পকেট কেটে নিয়েছে শেয়ার কেলেংকারী করে।

৩১| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:২০

আস্তবাবা বলেছেন: এতো দেখি আরেক মোজাম্মেল বাবু!!!! আস্থ একটা দালাল!!
গোয়েবলস ও এদের গুরু মানবে!!!

৩২| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৮

ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: হাসান কালবৈশাখী wrote:
জনসংখা রপ্তানী তথ্যটি সম্ভবত ভুল।

তবে হ্যা। গত টার্মে ও তত্তাবধায়ক টার্মে বিদেশে আদম বেশী রপ্তানী হয়েছিল।

বেশী গেছিল ঠিকই, কিন্তু দুইনম্বরি ছিল, বিদেশ যেতে বেশী টাকাও খরচ হয়েছিল, যে কারনে বেশীরভাগই ফেরত আসছিল, নতুবা জেলে গেছিল।

কিন্তু এইবার সংখ্যার দিকে নয়, মানের দিকে নজর দেওয়া হয়েছে। প্রতি বছর ৫-৬ লাখ শ্রমিক বিদেশে যাচ্ছেন। এরা দক্ষ কিন্তু খুব কম খরচে যাচ্ছেন। নতুন করে যাঁরা যাবেন, তাঁরা যেন কম খরচে দক্ষতা নিয়ে বেশি বেতনে চাকরি নিয়ে যেতে পারেন, তা নিশ্চিত করার চেষ্টা হচ্ছে। এ কারণে জনশক্তি রপ্তানি কিছুটা কমতে পারে। তবুও এ বছর চার লাখ লোক বিদেশ যাবেন। প্রতারনা, দুইনম্বরি নেই বললেই চলে। 0 শুন্য ভাগ!

মানের দিকে নজর দেওয়ার কারনে চমকপ্রদ ফলাফলও পাওয়া গেছে! রেমিটেন্স আসছে ৪ গুন বেশী!
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ১৩ বিলিয়ন থেকে বেড়ে ৫০ বিলিয়ন!

একটি তথ্য বাদ পরেছে-

বিদ্যুত উৎপাদিন বিএনপি ৫ বছরে বৃধি মাত্র ৩০০ মেঃ
আম্লিগ বিএনপির ৩,০০০ থেকে বেড়ে ৮,৫২৫ মেগাওয়াট। বৃধি = ৫,৫২৫ মেঃ

উপরে কিছু মন্তব্যকারিদের বলছি -
আপনাদের কি ধরনা বিএনপি আসলে দেশ দুর্নিতিমুক্ত হয়ে সব ভাল হয়ে যাবে?
আচ্ছা আপনারা বিএনপির ভেতর পেয়েছেন টা কি!
দলছুট চোরচোট্টা নিয়ে গঠিত দলটির আদর্শহীন একটি দল! যে দলের এজেন্ডা ও লক্ষ্য বেশিরভাগ নেতাদের কাছেই অস্পষ্ট। এদের অর্জন হল নেগেটিভ ভোট।
নিজস্য ভোট অর্জন =০। ছাগু ভোট আর নেগেটিভ ভোটই এদের সম্বল।
মহান মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধ নিয়ে তাদের অবস্থান- অস্পষ্ট। ধরি মাছ না ছুই পানি ... ঘুরান্ন্যা কথা।

নেত্রী একজন বকলম, যার দাপ্তরিক কাজ এমনকি ভাষণটা পর্যন্ত আরেকজনকে লিখে দিতে হয়।

আর এদের দুর্নিতির ইতিহাস বলতে গেলে কলমের কালি শেষ হয়ে যাবে ....

এরা আবার যদি আসতে পারে দেশটি হবে পাকিস্তানের চেয়েও খারাপ বোমাবাজ, তালেবানি, সন্ত্রাসি, বর্বর একটি ফ্যাসিস্ট রাষ্ট্র!

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:১০

কলাবাগান১ বলেছেন: "এরা আবার যদি আসতে পারে দেশটি হবে পাকিস্তানের চেয়েও খারাপ বোমাবাজ, তালেবানি, সন্ত্রাসি, বর্বর একটি ফ্যাসিস্ট রাষ্ট্র! "

৩৩| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৫

দুঃখ হীন পৃথিবী বলেছেন: আর কত কাল পাচাটামি করে খাবেন, এবার কোমর সুজা করে সাদাকে সাদা আর কালা কে কালা বলতে শিখেন।

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:১৪

কলাবাগান১ বলেছেন: কোমর 'সুজা'ই আছে.......

আপনারা একটু চোখ খুলুন.......। কোকোর দূর্নীতির টাকা দেশে ফেরত আসে আর উনাদের দূর্নীতি আমেরিকান বিশ্ববিদ্যালয়ে কাইস স্টাডি হিসাবে পড়ানো হয় (জাস্ট সি দা এফবিআই ওয়েবসাইট),

তার পরেও এই রকম প্রমানিত দূর্নীতিবাজের পক্ষ নিয়ে কথা বলা কেই বলি যে আপনি সাদা কে সাদা বলছেন না

৩৪| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৫

দমকল৮৬ বলেছেন: Bangladesh Facts Finding Forum নামক সংগঠনটির পরিচিতি কি ?

এই সংগঠনে কারা আছে ? তাদের নাম বলবেন ।

আর এত যদি উন্নতি হয় তাহলে এই উন্নতির তথ্য দেশে ধরা না পড়ে কেন ইউকে তে পড়ল ?

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:১৮

কলাবাগান১ বলেছেন: ও আপনি!!!!

৩৫| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৭

চলতি নিয়ম বলেছেন: ভালো তো ভালো না!! তথাকথিত জাতীয়তাবাদীদের ব্যক্তি আক্রমন ভালই লাগছে।

আওয়ামীলীগ আসলে এই টার্মে দেশের কোনই উন্নতি করে নাই। খালি টাকা বিদেশে পাচার করছে। আর......
১। জনগণ কে খাম্বা দিছে। বিদ্যুতের উতপাদন বাড়ায় নাই তাই মানুষ এই রমজানে মোমবাত্তি জালাইয়া ইফতার করে।

২। ঢাকা শহরে অনেকগুলা ফ্লাই ওভার বানায় নাই, হাতিরঝিল অ বানায় নাই।

৩। রাজাকারদের বিচার ও করেনাই, জামাতের নিবন্ধন ও বাতিল করে নাই (যদিও চাগিয়্তাবাদিরা (জাতীয়তাবাদী না কিন্তু!!) শুরু থেকেই বলে আসছিলো এর কোনো টাই করবে না)

৪। মঙ্গা শব্দ টা পত্রিকা!! থেকে তাড়ায়া নাই।

৫। দশ টাকা সের চাল খাওয়ায় নাই (যদিও লাখ টাকা বেতন পাই তার পরেও দশ টাকা সের চাল খেতে চাই)।

৬। বি এন পি এর সময় চালু হওয়া ডেসটিনির ডাকাতি ধরে নাই।

৭। রাজাকারের ফাসীর রায় দিয়ে গণহত্যা!! চালায়ছে আর ২৫০০+ হেফাজতি মারছে। হিউম্যান রাইটস ওয়াচ এর প্রমান।

৮. একাধিক হওয়া ভবন বানাইছে আর ২১ আগস্টের মত ঘটনা ঘটাইছে.

ব্লা ব্লা...... এত লেখার টাইম নাই.

আর সফলতার শীর্ষে
১ পদ্মা সেতু
২ ছাত্রলীগ
....

নির্বাচনে হারবে হেফাজতিগো হেফাজত করার লাইগা।

-------------------------আওয়ামী কাহিনী শ্যাষ। এইবার দুজন জ্ঞানী ব্লগারের সাথে একটু বাতচিত করি....


মোস্তফা কামাল পলাশ বলেছেন: তবে ছাগু ও হাম্বাদের মাঝে কিন্তু একটা যায়গায় দারুন মিল আছে
ধরি ছাগুরা বাঁশের কেল্লায় ফটোশপ করা ছবি পোষ্ট দেয় পাতি ছাগুরা তা প্রচার করে বেড়ায় একই ভাবে ধরি হাম্বারা মিথ্যা তথ্য দিয়ে ছবি বানায় আর পাতি হাম্বারা যা প্রচার করে বেড়ায়।

@ পলাশ সাহেব, বালের কেল্লার ছবি নিয়ে টকশোতে কোন দলের নেতা যেন বেইজ্জতি হইছিলো? আর বালের কেল্লায় পোস্ট করা সংখ্যা নিয়ে কোন দলের নেতা যেনো বলেছিলো "আমাদের কাছে তথ্য আছে, ওই রাতে ২৫০০ লোক নিহত হয়েছে"?


অনেক বলে ফেলেছেন। এল্যা থামেন। ইভা রহমানের জামাই ও কিন্তু ডক্টরেট। আপনার এখনো সেই পর্যন্ত যাওয়ার অনেক বাকি আছে। তথ্য নিয়ে আলোচনা চলতে পারে টাই বলে ব্যক্তি আক্রমন কোনো ভাবেই কাম্য নয়।

@ বিদ্রোহী ভৃগু , কিছুদিন আগে কোন দলের নেতার ন্যাম ফ্লাটে মেয়ে সাপ্লাই দেয়ার ফোনালাপ ফাস হয়েছে যেনো?


প্রিয় জাতীয়তা বাই ভাই বোনেরা, আপনারা এমনিতেই এবারের নির্বাচনে জিতবেন। কারন গোল্ড ফিস মেমরির বাঙ্গালীরা এটাই চায়। দয়াকরে উল্টাপাল্টা বকা বন্ধ করেন।

০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:৩১

কলাবাগান১ বলেছেন: Last night, I went to bed with a bad taste in my mouth after thinking about all these personal attacks. However, your support has made this day fresh................

Thanks.

This person from Canada has always tried to belittle my profession when my posts had nothing to do with my job. I tried to accomodate his diatribes by not over reacting but there is a limit to that as well.

৩৬| ০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২২

অনিক রহমান বলেছেন: মোস্তফা কামাল পলাশ @আবাল লজ্জা শরমের মাথা খাইছো?আর কত কাল দালালি করবা ক্লাস এইট পাসের?

লেখক@উপরের ভোদাইটা আপনার পেশা নিয়া কথা বলল ব্যাক্তিগত ব্যাপার নিয়া আক্রমন করলো তারে কান বরাবর একটা চটকানা দিলেন না কেন?

০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:২৯

কলাবাগান১ বলেছেন: Thanks Onik for standing up for me

৩৭| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:৪৪

অনিক রহমান বলেছেন: মন খারাপ করবেন না ভাই।এইসব অবৈধ ক্ষমতা দখল কারিদের সাপোর্টারদের জন্যে আমার করুনা হয়।কি করে এইসব শিক্ষিত লোকজন ক্লাস এইট পাস মহিলাকে নেত্রী মানে?

৩৮| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৩:২৯

সরকার৮৪ বলেছেন:

৩৯| ০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৩৮

আকাশ চুরি বলেছেন: আপনার জয় দাদা আজকে বললো দেখলাম বিএনপি আমলে পার ক্যাপিটাল ইনকাম ছিল সাড়ে ক্ছয়শ ডলার আপনি বলেন ৪২৭। সব কি মনের মাঢুরু মিশয়ে? রেফারেন্স কি?

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:১৫

কলাবাগান১ বলেছেন: এফ বি আই এর ওয়েব সাইট, আমিরিকান ন্যাশনাল আরকাইভস, জাস্টিস ডিপার্টমেন্ট সব খানে খালেদা পুত্র কোকোর দূনির্তীর খবর, টাকা ফেরত আনার পরও কিভাবে আপনরা এদের আবার সমর্থন দেন...

৪০| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪২

আকাশ চুরি বলেছেন: গর্দভ প্রশ্নের জবাব না দিয়া তেনা পাচাও ক্যালা। টোমার এস্কুলে এটা শেখায় নাই।

৪১| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৭

আসফি আজাদ বলেছেন: যে সমস্ত পরিসংখ্যান তুলে ধরেছেন তার সত্যাসত্য যাচাইয়ে যাচ্ছি না। ধরে নিচ্ছি ঠিক আছে। কিন্তু আপনি ডাটা ষ্ট্যাটিক ফর্মে তুলে ধরেছেন; অর্থাৎ একটি নির্দিষ্ট বছরের ডাটা তুলে ধরেছেন যেখান থেকে আগে-পরের কোন ধারণা পাওয়া যায় না। পুরো ছবিটা পেতে হলে তথ্য-উপাত্ত সহ ডাইনামিক ফরম্যাটে ডাটা তুলে ধরতে হবে। অর্থাৎ ডাটা টাইম সিরিজ আকারে দিতে হবে, তাহলে বছর প্রতি প্রবৃদ্ধির হার থেকে বোঝা যাবে আসলে ২০১৩ সালের প্রদত্ত পরিসংখ্যান কতখানি ভালো। আরেকটা কাজ করতে পারেন বিএনপি আমলের গড় প্রবৃদ্ধির হার এবং আওয়ামী লীগ আমলের গড় প্রবৃদ্ধির হার যোগ করে দিন...তাতেও বোঝা যাবে আসলে কে ভালো করেছে।

ডাটার এই এক সমস্যা, খুব সহজেই ম্যানিপুলেট করা যায়, কোন প্রকার ঘষা-মাজা ছাড়া। আসুন না, একটু খোলা চোখে আসল ডাটা দেখি। দেশ তো বিএনপি কিংবা আওয়ামী লীগ কারো না। দেশ আপনার, আমার এবং সবার। আশা করি পরিসংখ্যানগুলো যোগ করে দেবেন যাতে সবার বুঝতে সুবিধা হয়। তাতে যদি আওয়ামী লীগ ভালো করে, অবশ্যই সাধুবাদ জানিয়ে যাব।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.