নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

বাংগালী না বাংলাদেশী

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৯

Race: Bangali

Nationality: Bangladeshi



Khoda Hafez...............না আল্লাহ হাফেজ......



আমি খোদা হাফেজ, আপনি???

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৭

ডুয়েট বলেছেন: আমি আল্লাহ হাফেজ।
আমি Bangladeshi.......

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২২

কলাবাগান১ বলেছেন: জন্ম থেকেই শুনে আসছি খোদা হাফেজ.... আল্লা হাফেজ ইদানিং কালে শুনছি

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৮

হুমায়ুন তোরাব বলেছেন: আমরা বাঙ্গালী মুসলমানেরা আসলেই চমৎকার ।
সাওমরে বানায়ছি রোজা
সালাতকে বানায়ছি নামাজ
আল্লাহকেও ছাড়ি নাই,
আল্লাহকে বানায়ছি খোদা ।

আল্লাহর নির্দিষ্ট নাম ছাড়া তাকে ডাকা ঠিক না ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৩

কলাবাগান১ বলেছেন: বাংলা ভাষা টাকে বদলিয়ে ফেললেই সব আপনার কথা মত হয়ে যাবে...... নামে কি বা আসে যায় যাহা আল্লা বা খোদা... মনটাই আসল...

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫০

খেয়া ঘাট বলেছেন: লেখক বলেছেন: জন্ম থেকেই শুনে আসছি খোদা হাফেজ.... আল্লা হাফেজ ইদানিং কালে শুনছি -
খোদা হলো পারসিক অগ্নি উপাসকদের সবচেয়ে বড় দেবতার নাম। ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রসার লাভ করেছে মূলত পারস্য হয়ে। তাই খুব স্বাভাবিক ভাবেই খোদা নামটি তেমনি করে নমজ থেকে নামাজ ইত্যাদি এ অন্চলে প্রসার লাভ করেছে ।

আপনার জানার ইচ্ছার জন্য অনেক ধন্যবাদ।

আর আমরা জাতিসত্তায় বাঙালি, আর জাতীয়তাবাদে হলাম বাংলাদেশী।
তাই বাঙালী এবং বাংলাদেশী দুটোই। প্রশ্ন হলো আপনি কোন অর্থে বলছেন।

যেমন- পশ্চিমবঙগের অধিবাসীর বাঙালি হতে পারে কিন্তু বাংলাদেশী না।
ওরা বাঙালি ভারতীয় বা ইন্ডিয়ান। আর আমরা হলাম বাঙালি বাংলাদেশী।

বিনীত ধন্যবাদ।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০২

হুমায়ুন তোরাব বলেছেন: নামে অনেক কিছুই আসে যায় রে ভাই ??
আল্লাহ্‌ তায়ালা তাঁকে ডাকার জন্নে যে নাম দিয়েছেন অগুলোই ডাকা উচিত

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৯

মদন বলেছেন:
আমি ভাষায় বাঙ্গালী
জাতীয়তায় বাংলাদেশী
আপনি????

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪

এস আর সজল বলেছেন: @খেয়া ঘাটঃ আল্লাহ শব্দটার উৎপত্তি সম্পর্কে জানালে উপকৃত হতাম। মনে হচ্ছে আপনি ভালো জানেন, তাই জিজ্ঞাস করছি। Plz, don't take it otherwise. thanks.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.