নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদকে বিএনপি আমলে দেওয়া প্লট বাতিলের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের চিহ্নিত রাজাকার, আলবদর ও আল-শামস বাহিনীর প্রধানদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। জাতীয় সংসদে গতকালের অধিবেশনে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন।
মোয়াজ্জেম হোসেন রতনের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করার পর অনেক যুদ্ধাপরাধীর রায় প্রায় চূড়ান্ত পর্যায়ে এবং অন্যদের বিচার কাজ এগিয়ে চলছে। জেলা ও উপজেলা পর্যায়েও চিহ্নিত রাজাকার, আলবদর ও আল-শামস বাহিনী প্রধানদের দ্রুত বিচার আইনের আওতায় এনে বিচার কাজ শুরু করা হবে।
কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে এ বি তাজুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিএনপি নিজামী-মুজাহিদকে প্লট দিয়েছিল। তা বাতিলের আবেদন জানানো হবে। চিহ্নিত যুদ্ধাপরাধীদের মধ্যে যারা সরকারি জমি পেয়েছে তা বাতিলের জন্য গৃহায়ন ও পূর্ত মন্ত্রণালয়কে তালিকা দেয়া হবে
সুত্র:
Click This Link page_id= 12#.UjZhIsako9k
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০০
কলাবাগান১ বলেছেন: সমস্ত আগাছা সাফ করার জন্যই তো এই সরকার এসেছিল........ আজ অর্থ মন্ত্রীর সাক্ষাতকার শুনছিলাম (মুন্নি সাহার সাথে)..ওখানে উনি অনেক খোলামেলা ভাবে সমস্ত অভিযোগ (পদ্দা সেতু (বানান হয় না), হলমার্ক, ডেসটিনি, শেয়ার মার্কেট)। সুযোগ হলে পড়ে দেখবেন, আপনাদের গতাগনিক অভিযোগের উত্তর আছে এখানে
http://www.bd-pratidin.com/2013/09/16/16422
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫০
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আগামীতে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০২
কলাবাগান১ বলেছেন: ক্ষমতায় এসেই রাজবন্দীদের গলায় মালায় দিয়ে তাদের গাড়ীতে মুক্তিযোদ্ধাদের রক্তে লাল পতাকা উড়িয়ে উনাদের সন্মান দেবে বিনপি
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০২
ডাক্তার আমি বলেছেন: মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা খালেদার জন্য উপভোগ্য বিষয়ই বটে ...
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬
কলাবাগান১ বলেছেন: "মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা খালেদার জন্য উপভোগ্য বিষয়ই বটে ..."
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৭
বাচাল মানব বলেছেন: মিঃ কলাবাগান ১ ,
আওয়ামীলীগ সরকার কর্তৃক জামাতের এম পি হামিদুর রহমানকে প্লট দেবার বিষয়ে আপনার মতামত কি ?
মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরে যুদ্ধ করার জন্য উনাকে এই প্লট দেয়া হয়েছে ?
দয়া করে সততা নিয়ে উত্তর দেবেন ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১১
কলাবাগান১ বলেছেন: জামাতের সাথে আতাতের জন্য ৩০ বছর ধরে ক্ষমতায় আসতে পারে নাই আওয়ামী লীগ কথাটা তারা না ভুললেই হয়
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৫
বাচাল মানব বলেছেন: " জামাতের সাথে আতাতের জন্য ৩০ বছর ধরে ক্ষমতায় আসতে পারে নাই আওয়ামী লীগ কথাটা তারা না ভুললেই হয় " -
এই ঘটনাটা কবে ঘটল ? একটু ব্যখ্যা প্লিজ ।
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪
প্রকৌশলী আতিক বলেছেন: বাচাল মানব বলেছেন: মিঃ কলাবাগান ১ ,
আওয়ামীলীগ সরকার কর্তৃক জামাতের এম পি হামিদুর রহমানকে প্লট দেবার বিষয়ে আপনার মতামত কি ?
মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরে যুদ্ধ করার জন্য উনাকে এই প্লট দেয়া হয়েছে ?
দয়া করে সততা নিয়ে উত্তর দেবেন ।
লেখক বলেছেন: জামাতের সাথে আতাতের জন্য ৩০ বছর ধরে ক্ষমতায় আসতে পারে নাই আওয়ামী লীগ কথাটা তারা না ভুললেই হয়[/si
কলার ছাল তো পিছলাবেই...........
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭
গারো হিল বলেছেন: গরু ফাটিয়ে দিয়েছেন বিএনপি খুবই খারাপ
দারুন পোস্টে +++++
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩১
আল ইফরান বলেছেন: পোস্টের লজিক্যাল ডিডাকশনঃ
বিম্পি খুব খ্রাফ দল
আম্লীগের কাজই হচ্ছে দেশের যাবতীয় আবর্জনা পরিষ্কার করা (ওরে কেউ আমারে মাইরালা)
৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩
rafiq buet বলেছেন: ডাক্তার আমি বলেছেন: মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা খালেদার জন্য উপভোগ্য বিষয়ই বটে ...
১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩২
স্বাধীকার বলেছেন:
তাজুল ইসলামের চিকিৎসা করান। অথবা তাকে তওবা করান, তিনি মিথ্যাচার করায় দেশসেরার খেতাব পেতে পারেন।
বাংলাদেশের এমন কোনো দল আছে যে নিজামী মুজাহিদদের মুক্তিযোদ্ধা কোটায় কোনো সুবিধা দেওয়ার মতো হীন কাজ করতে পারে। কিংবা জামাত ক্ষমতায় থেকেও কি তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটায় সুবিধা দিতে পারবে?
অথচ আপনার মতো বিদেশী শিক্ষিত মানুষ এটা বিশ্বাস করে পোস্ট প্রসব করলেন! আমরা হতাশ, মানিকরা কি আমেরিকাতেও আছে?
আজাদকে প্লট দেওয়ার কোটা কি জামাই কোটা-যে কোটায় আম্লীগ আজাদকে প্লট দিলো। আপনাদের তো আবার জামাই কোটা আছে রাজাকারদের জন্য। বিএনপি জামাতকে জাতীয় পতাকা দিয়েছে-এ জাতীয় বিলাপ আপনাদের কাছে শুনি। তার আগে যারা মন্ত্রী হয়েছে জামাত থেকে-তাদেরকে জনগণের ভোট দিয়ে আসতে হয়েছে। তারপর চুক্তি মোতাবেক জোটের রাজনীতির কারণে মন্ত্রীত্ব দিতে হয়েছে। কিন্তু আপনারা রাজাকারের বাড়ীর বিছানায় কন্যা পাঠান কোন শরমে? আপনাদের লজ্জা শরম কোনোদিন ছিলোনা, কিন্তু আপনারা বিদেশে শিক্ষিত বলে আমাদের একটু আশা ছিলো যে, জসিম উদ্দিন মানিক হবেন না অন্তত। কিন্তু লেজ ১২ বছর চোঙ্গায় রাখলেও নাকি ছেড়ে দিলে বাকাঁ হয়-আপনার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হতে পারবে মনে করছি।
সহজ করে উত্তর দিন----------------হামিদ আজাদের প্লট কি আপনাদের বিছানা কোটা নাকি জামাই কোটায় দিয়েছেন? ত্যানা প্যাঁচাবেন না।
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪৭
মোমেরমানুষ৭১ বলেছেন: এই কামডা এত দিনে করল না ক্যা?