নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

প দ্মা সেতু প্রকল্প দূর্নীতির চার্জশীট কানাডাতে: পুতুল ও পুতুলের জামাইর নাম কই

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:০৭

জামাতিরা সমস্ত অনলাইন গরম করে ফেলেছিল যে হাসিনার মেয়ের জামাই ও পুতুল প দ্মা সেতু প্রকল্পের টাকা ঘুষ হিসাবে নেওয়াতে ঐ দেশ থেকে বহিস্কৃত হয়েছে, তাহলে তো কানাডার পুলিশের ইনভেস্টিগেশনে এই দুইজনের নাম সবার আগে আসার কথা। কিন্তু উনাদের নামতো আসামী হিসাবে আসল না???? কানাডাতে তো টাকা দিয়ে ইনভেস্টিগেশনকে ইনফ্লুয়েন্স করা যায় না....... আবুলের নাম ও তো আসল না ..... আসলো সংস্কারবাদি আবুল হাসানের নাম...........



এখন কি জামাতিরা বলবে যে কানাডার পুলিশও বাংলাদেশের সরকারের ইচ্ছামত চার্জশিট দাখিল করেছে?



বিস্তারিত এখানে:





Click This Link

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২৭

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: হা হা হা, গোমর ফাস হচ্ছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২৮

কলাবাগান১ বলেছেন: অপপ্রচারে জামাতের জুড়ি নাই

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০১

সেফানুয়েল বলেছেন: আমাদের দুর্ভাগ্য এই যে অনেক শিক্ষিত মানুষও এই রকম অপপ্রচারে বিশ্বাস করে সত্য/মিথ্যা যাচাই না করেই।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৬

কলাবাগান১ বলেছেন: অপপ্রচার ধরিয়ে দেওয়ার পর যুক্তি না দিয়ে শুরু করে ব্যক্তিগত আক্রমন

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০২

কলাবাগান১ বলেছেন: Please read this gut wrenching accounts of mayhem and brutality unleashed by Quader Molla on the Victim’s family on Mar 25th , 1971
You can not bear it reading fully…………. It is an utter disgrace to see few people painting an innocent face for Quader Mollah


Click This Link

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৭

চলতি নিয়ম বলেছেন: আইজকা কলিকাতা হারবালের মলম বিক্রেতারা সামু ফাডাইয়ালাইবে। ;) কলাবাগান ভাই, ওই কামডা খালি জামাতিরাই করেনাই কইলাম....

কেচো খুড়তে জিয়া এতদিন যারা সাপ পাইছে অহন তারা এমিবা পাইব =p~ সবগুলারে কানে ধৈরা সামু ব্লগ ঘুরানো উচিত। যাহ শ্যাষ পর্যন্ত আমার ধারনাও ভুল হইলো, আবুল হোসেনের নাম কই?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৬

কলাবাগান১ বলেছেন: বিনপিতো প্রায় জামাতেই বিলীন........

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২০

হাসান কালবৈশাখী বলেছেন:
পদ্মা সেতুতে কোন দুর্নীতি হয় নাই। দুর্নীতির চেষ্টাও হয় নি। লেনদেন তো নয়ই। সেতুর কন্সাল্টিং ঠিকাদার যার ফাইনাল সিলেক্সানও হয় নি। ওয়ার্ক অর্ডার তো দুরের কথা! সেই ঠিকাদার কম্পানির রমেশ সেনের ডাইরিতে "হোসেন ২% হাসান ১%" ইত্যাদি লেখা ছিল। ঠিকাদাররা হিসাব করার সময় এই ধরনের ফান্ড ধরে রাখে। লাগলে লাগল, না লাগলে নাই, এটা তাদের নিজস্য ব্যাপার।

লেন দেন না হওয়াতে এই সামান্য অস্পষ্ট লেখা দেখে কারো বিরুদ্ধে মামলা করা যায় না। এই সামান্য আলামতে আদালত কাউকেই দোষি সাব্যস্ত করতে পারবে না। মামলাটি দুর্বল,
যার ডায়েরি রমেশ সেন, তার নাম নেই চার্জশিটে!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৩

কলাবাগান১ বলেছেন: প্রথম আলোতে জামাতি রিডার রা হাসান কে হোসেন এর সাথে গুলিয়ে ফেলে আত্নপ্রসাদে ভুগছে আর কমেন্টের বন্যা ছড়িয়ে দিচ্ছে

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭

তারিন রহমান বলেছেন: সেফানুয়েল বলেছেন: আমাদের দুর্ভাগ্য এই যে অনেক শিক্ষিত মানুষও এই রকম অপপ্রচারে বিশ্বাস করে সত্য/মিথ্যা যাচাই না করেই।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

বাচাল মানব বলেছেন: যে ছেলেটার নাম আসেনাই বলে আপনি আনন্দে লাফাচ্ছেন - সেই ছেলের বাপ-দাদা কি রাজাকার ছিল ?

আপনি সমানে অন্যকে জামাত-রাজাকার ট্যাগ দিচ্ছেন কিন্তু যাকে নিয়ে আপনার অহঙ্কারের সীমা নেই সে নিজেই তো রাজাকারের পয়দা ।

মোস্তফা কামাল পলাশ যে আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে - এই ধরনের দ্বি চারিতার মাধ্যমে আপনি নিজেই তার সুযোগ করে দিয়েছেন ।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

চলতি নিয়ম বলেছেন: অবশেষে এক মলম বিক্রেতার সন্ধান পাইলাম =p~

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৩

কলাবাগান১ বলেছেন: রাজাকারের পয়দাতে তো দেশ সয়লাব...... কথা হল কারা এখনও মনে করে ৭১ এ ভুল করি নাই....

নাঈমুল ইসলাম এর বাবা রাজাকার ছিলেন কিন্তু তাকে কি আমরা রাজাকার বলব?? কখনও না.....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.