নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

সাউথ সাউথ এওয়ার্ড লিস্ট নিয়েও জামাতি মিথ্যাচার

০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫



পৃথিবীর আরো অনেক দেশের প্রেসিডেন্ট/প্রধানমন্ত্রীদের নিজ নিজ দেশের অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য জাতিসংঘ সাউথ সাউথ এওয়ার্ড দেওয়া হয় এবং শেখ হাসিনা ও এই এওয়ার্ড পান ২০১৩ সনে। কিন্তু জামাতি প্রপাগান্ডা মেশিন এটাকেও কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায় তা নিয়ে একের পর এক চেষ্টা করে যাচ্ছে..।



Click This Link



এত বড় একটা এওয়ার্ড নিয়ে কি দেশের প্রধানমন্ত্রী জোচ্চুরি করতে পারেন (যেখানে নেলসন মেন্ডলাও এও পুরস্কার পেয়েছেন)



ওফিশিয়াল ওয়েব সাইটে পরিস্কার ছবি দেওয়া আছে পুরস্কার বিতরনী সভা



যারা পরীক্ষার প্রশ্নপত্র টাকা দিয়ে ফাঁস করার মত, রায়ের কপি ফাঁস করে (সাথে জুড়ে দেয় যে এটা আইন মন্ত্রনালয় থেখে বের হয়েছে- যদিও কোন প্রমান না দিয়ে), তাদের কাছ থেকে এর চেয়ে বেশী আর কি আশা করা যা.

সাকার দোষ এতে কি মাফ হয়ে যায়????



মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

রেড ওয়াইন বলেছেন: সাউথ সাউথ কবে থেকে এত বড় একটা এওয়ার্ড হলো? শালা আওয়ামীলিগের পা চাটা কু্ত্তা, ফালতু কথা বল বলিস।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩১

কলাবাগান১ বলেছেন: জামাতি দের দৌড় তো চাদে সাঈদীকে দেখা পর্যন্ত্য... তারা কিভাবে এমন প্রেস্টিজিয়াস পুরস্কার যেটা নেলসন মেন্ডলাকে ও দেওয়া হয়েছে, তার মর্ম বুঝবে?? ভাষার অবস্হা দেখানোর জন্যই মন্তব্য আর ডিলিট করলাম না

২| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৪

বিজন শররমা বলেছেন: All Bangladeshi papers / websites says of of South South award -2013. The above photo is of 2011. No foreign papers, even website of South south award does not mention PM's name. One newspaper from NewYork says : NEWYORK 23.9.2013 তারিখের সঙ্ঘ্যায় বলছে ঃ
2013 South-South Awards Honor Global Leaders, Mandelas
Sep 23, 2013
By Hannington Dia

The 2013 South-South Awards were held in Midtown Manhattan’s Waldorf-Astoria hotel Sunday evening. The awards honored global leaders who’ve made contributions to sustainable development in their countries, with a particular nod to technology and innovation. The award recipients included Fiji Prime Minister Josaia Voreqe Bainimarama, President Laura Chinchilla of Costa Rica, and Bahrain Prime Minister Khalifa bin Salman Al Khalifa, but the primary focus was on Nelson Mandela, who, along with Madame Graca Machel, was honored with a Humanitarian Award for his decades-long struggle against apartheid in South Africa.

৩| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৭

কলাবাগান১ বলেছেন: অনেকে বলছেন যে এটা ২০১১ সনের ছবি... ২০১১ হলে তো আরো ভালো... দু বছর আগেই জাতিসংঘের MDG goal achieve করে ফেলেছে শেখ হাসিনা...... এখন যদি ২০১৩ এসে ক্রেস্ট নেয়, তাতে অসুবিধা কোথায়???

পুরস্কার তো পেয়েছেন.. ছবিটা তো জাতিসংঘের ই ওয়েব সাইট থেকে নেওয়া

৪| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৪০

মুহাম্মদ এরশাদুল করিম বলেছেন: আপনার কাছে এটা প্রত্যাশা ছিল না। এই এক জিনিস নিয়া যা হইছে...আর বলার কিছু নাই..আর মিথ্যা প্রমাণ হওয়ার পর ও আপনার ডিফেন্ড করার প্রাণান্ত চেষ্ঠা বিষয়টাকে পুরোপুরি হাস্যকর বানিয়ে ফেলেছে। সব জেনে শুনে প্রধানমন্ত্রী আবার সংবর্ধনা নিলেন, বললেন, এই পুরষ্কার নাকি আমাদের সবার...লজ্জায় মাথা কাটা যাওয়ার জোগাড়...[আমি কি ছাগু হয়ে গেলাম??...কি আর করা]

৫| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৭

গোয়েন্দাপ্রধান বলেছেন: টাউট টাউট অ্যাওয়ার্ড পাইছে সেক হাছিনা যারা mdg(millenium dunombori goal)করেছেন তাদের দেয়া হয়েছে জামাতি বা যুদ্ধাপিরাধির সমার্থক বলে পরিচিত আমার্দেশ বলেছে ২০১১ এ পুরশকার পেয়েছে হাছিনা আর এবার পাইছে একটা থাল যেটা যেটা সাউথ সাউথ নয় টাউট টাউট পুরষ্কার বলে।পরিচিত ।

৬| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৬

নিকষ বলেছেন: Click This Link

সমস্যাটা হল অফিসিয়াল প্রেস রিলিজে নেত্রীর নামখানা নাই।

৭| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:০৭

কলাবাগান১ বলেছেন: মুখের জোরে অনেক কিছুই বলা যায়.... জাতিসংঘের অফিশিয়াল ওয়েব সাইট থেকে যখন হাসিনার সাউথ সাউথ পুরস্কারের ক্রেস্ট নেওয়ার ছবি মুছে দিবে, তখন জামাতি দের কথা বিশ্বাস করব।

৮| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:১৪

তিক্তভাষী বলেছেন: ঐ প্রতিষ্ঠানের ওয়েবসাইট আর নিউইয়র্কের পত্রিকা হতে এটা সুস্পষ্ট আমাদের প্রধানমন্ত্রী এবছরের সাউথ-সাউথ পুরস্কার পাননি। হয়তো অন্য কোন কিছুকে সাউথ-সাউথ পুরস্কার বলা হচ্ছে। আপনার উচিত এই পোস্ট সরিয়ে ফেলা। কারণ দেখা যাচ্ছে মিথ্যাচার আপনিই করেছেন। সেই হিসেবে আপনি একজন জামাতি!

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯

কলাবাগান১ বলেছেন: নীচের ইউটিউবের লিংক তো সাউথ সাউথ প্রতিস্টানেরই আপনি অনুমান করে কেন বলছেন যে অন্য কিছু কে সাউথ-সাউথ পুরস্কার বলা হচ্ছে? আমার মিথ্যাচার কোথায় আমি তো অফিশিয়াল ওয়েব সাইট থেকেই পুরস্কারের ছবি টা নিয়েছি???

৯| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:২২

পোকেমোন০০৭ বলেছেন: ইউটিউব লিংক ২০১১ সালে এই পুরস্কার গ্রহনের ভিডিও

নিউজ পত্রিকার আজকে এই বিষয়ে যে রিপোর্ট তার লিংক

উপরের লিংক দুটো দেখে আপনার সন্দেহ দূর না হয়। তাহলে আপনি চিরকাল আওয়ামিলীগই থাকবেন মানুষ হতে পারবেননা।

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৩১

কলাবাগান১ বলেছেন: তাহলে উনি ২০১১ সনে পুরস্কার পেয়েছেন (দু বছর আগেই এমডিজি অর্জন)

কিন্তু দুবছর আগের পুরস্কারকে এবছর বলাটা ভালো চোখে দেখলাম না

১০| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২

তিক্তভাষী বলেছেন: আপনি লিখেছেন ...... এবং শেখ হাসিনা ও এই এওয়ার্ড পান ২০১৩ সনে।

এটা সত্য নয়।

আপনি প্রশ্ন রেখেছেন- এত বড় একটা অ্যাওয়ার্ড নিয়ে কি দেশের প্রধানমন্ত্রী জোচ্চুরি করতে পারেন?

উপরে পোকেমোন০০৭ এর দেয়া লিঙ্কে নিউ এইজ পত্রিকার প্রতিবেদনটি পড়ুন। তারপর আপনার প্রশ্নের উত্তর খুঁজুন।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৯

কলাবাগান১ বলেছেন: আপনার কথাই হয়ত ঠিক ২০১১ সনে হবে ২০১৩ সন না

আমি অর্গানাইজারদেরকে সরাসরি ইমেইল করেছি... উত্তর পাওয়ার পর, আপডেট দিব।

১১| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৪

নিকষ বলেছেন: লেখক বলেছেন: আপনার কথাই হয়ত ঠিক ২০১১ সনে হবে ২০১৩ সন না

আমি অর্গানাইজারদেরকে সরাসরি ইমেইল করেছি... উত্তর পাওয়ার পর, আপডেট দিব।




কি অবস্থা ভাইজান, মেইলের উত্তর আসে নাই এখনও?

১২| ১৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

নিকষ বলেছেন: আপডেট আসছে?

১৩| ১৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

মদন বলেছেন: coming soon within 48 hours ;) @ নিকষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.