নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কিছুদিন থেকে অনলাইনে বাংলাদেশের প্রশাসনে হিন্দু অফিসারদের নামের লিস্ট বানিয়ে প্রচার করা হচ্ছে যে হিন্দু রা প্রশাসন দখল করে নিল.......
কিন্তু কৌশলে কত % হিন্দু অফিসার তা এড়িয়ে গিয়ে টোটাল নামের লিস্ট নিয়ে মাঠ গরম করার চেস্টা চলছে
পরে জানা গেল যে ৫৮১২ জন অফিসারের মধ্যে, ৪৭৮ জন হিন্দু (~৮%), ---
বাংলাদেশের হিন্দু পপুলেশনের % ও প্রায় ৮%
আর হিন্দু হলেও সমস্যা কোথায়? উনারা তো বিসিএস দিয়ে পাশ করে এসেছেন......
"১৯৯২-৯৩ সনের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে মোট ১৩ জন হিন্দু সম্প্রদায়ের ছেলে/মেয়ে প্রথম স্হান অধিকার করে... কিন্তু 'প্রথা' অনুযায়ী এদের মধ্যে থেকে একজন কে ও, আবার বলছি- একজনকে ও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয় নাই!!!!!!!! এর মধ্যে চার জন এখন আমেরিকার রির্সাচ ওয়ান লেভেলের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন.........।"
বর্তমানে সচিবদের মধ্যে হিন্দু তালিকা: 3 out of Total: 72
http://www.mopa.gov.bd/pmis/Forms/seclist.php
বর্তমানে অতিরিক্ত সচিবদের মধ্যে হিন্দু তালিকা 34 out of Total : 239
Click This Link
বর্তমানে যুগ্ম সচিবদের মধ্যে হিন্দু তালিকা: 131 out of Total : 1017
Click This Link
বর্তমানে উপসচিবদের মধ্যে হিন্দু তালিকা: 125 out of Total : 1316
http://www.mopa.gov.bd/pmis/Forms/dslist.php
বর্তমানে সিনিয়র সহকারি সচিবদের মধ্যে হিন্দু তালিকা: 53 Out of Total : 1441
Click This Link
বর্তমানে সহকারি সচিবদের মধ্যে হিন্দু তালিকা: 96 out of Total : 1049
Click This Link
বিভাগীয় কমিশনার পদে হিন্দু তালিকা: 0 out of total : 7
Click This Link
অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে হিন্দু তালিকা: 4 out of total : 18
Click This Link
উপবিভাগীয় কমিশননার পদে হিন্দু তালিকা: 7 out of total : 64
http://www.mopa.gov.bd/pmis/Forms/dclist.php
অতিরিক্ত উপবিভাগীয় কমিশনার পদে হিন্দু: 11 out of total : 188
http://www.mopa.gov.bd/pmis/Forms/adclist.php
উপজেলা নির্বাহি অফিসার পদে হিন্দু তালিকা: 14 out of Total : 401
http://www.mopa.gov.bd/pmis/Forms/unolist.php
২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৬
কলাবাগান১ বলেছেন: উপরে লিন্ক দেওয়া স্বত্তেও আপনার মত জামাতিরা গত ৪০ বছর ধরেও যখনই আওয়ামী লীগ ক্ষমতায়, তখনই দেশ ভারত হয়ে গেল রব তুলেন....... দেশে কি এখন ভারতের পতাকা তোলা হয় আর বন্দে মাতরম বলা হয়....। ভারত কি তাদের সীমানা ফেনীর ভিতরে নিয়ে এসেছে???
বিড়াল ইদুর মারতে পারে কিনা, সেটাই হওয়া উচিত বিড়ালের যোগ্যতা..... তার গায়ের রং, সাইজ ইত্যাদি কোন ইস্যূ হওয়া উচিত না
২| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৪
বিজন শররমা বলেছেন: অবশ্যই এই ব্লগার লেখক একজন জামাতি । জামাতীরা হয়তো এসব লিস্ট অখ্যাত পত্রিকায় ছাপানোর সুযোগ পায় । এটা যাতে সবার নজরে পড়ে সে জন্য 'উদার পন্থী'র ছদ্ম বেশে সে এখানে ছাপিয়েছে এবং নানা তর্ক বিতর্কের মাধ্যমে এর বহুল প্রচার চালিয়ে যাচ্ছে ।
২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৬
কলাবাগান১ বলেছেন: আপনি আমার নিকের উপর ক্লিক করলেই জানতে পারবেন আমি জামাত কে কি পরিমান ভালবাসি
৩| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৬
শফিক আলম বলেছেন: আমাদের ভিতরে একটা জুজু কাজ করে, আর ওটাই একশ্রেনীর রাজনীতিবিদরা নাড়াচাড়া করে থাকে এবং আমরাও নড়েচড়ে উঠি। সত্যাসত্য চোখের সামনে তুলে ধরলেও আমরা চোখ বন্ধ করে থাকি। ব্যাপরাটা অনেকটা pre-judiced.
২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৬
কলাবাগান১ বলেছেন: "আমাদের ভিতরে একটা জুজু কাজ করে, আর ওটাই একশ্রেনীর রাজনীতিবিদরা নাড়াচাড়া করে থাকে এবং আমরাও নড়েচড়ে উঠি। সত্যাসত্য চোখের সামনে তুলে ধরলেও আমরা চোখ বন্ধ করে থাকি।"
৪| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬
মোঃ আনারুল ইসলাম বলেছেন: মুসলমান হিন্দু-বুদ্ধ-খ্রীষ্টান সবাই কিন্তু বাংলাদেশী ।আমি মুসলমান আমার যোগ্যতা আছে আমি সরকারী চাকুরী পাব এবং পদ উন্নতি ওআর আরেক জন হিন্দু-বুদ্ধ-খ্রীষ্টান যোগ্যতা আছে সরকারী চাকুরী এবং পদ উন্নতি হবে না তা কি হয় । ধর্ম যার যার দেশটা সবার ।
২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২০
কলাবাগান১ বলেছেন: "ধর্ম যার যার দেশটা সবার ।"
কথা সেটাই
ধন্যবাদ
৫| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১০
শাহরিয়ার খান রোজেন বলেছেন: দেশের নিয়ম অনুযায়ী ধর্ম নয়, যে যার যোগ্যতা অনুযায়ী চাকুরী পাবে। হিন্দুদের উপেক্ষা করাটা অন্যায়।
২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২০
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ
৬| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৮
আমি রিয়াদ বলেছেন: লেখক বলেছেন: উপরে লিন্ক দেওয়া স্বত্তেও আপনার মত জামাতিরা গত ৪০ বছর ধরেও যখনই আওয়ামী লীগ ক্ষমতায়, তখনই দেশ ভারত হয়ে গেল রব তুলেন....... দেশে কি এখন ভারতের পতাকা তোলা হয় আর বন্দে মাতরম বলা হয়....ভারত কি তাদের সীমানা ফেনীর ভিতরে নিয়ে এসেছে???
বিড়াল ইদুর মারতে পারে কিনা, সেটাই হওয়া উচিত বিড়ালের যোগ্যতা..... তার গায়ের রং, সাইজ ইত্যাদি কোন ইস্যূ হওয়া উচিত না
+++++
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩০
কলাবাগান১ বলেছেন: কথা সেটাই
৭| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬
অেসন বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ। সাম্প্রদায়িক ব্যক্তিদের যতই তথ্য প্রমান দেন না
কেন ওদের মনোভাবের পরিবর্তন হবে না। তাদের প্রধান লক্ষ্য হিন্দুমুক্ত
বাংলাদেশ গড়ে তোলা।
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩১
কলাবাগান১ বলেছেন: " সাম্প্রদায়িক ব্যক্তিদের যতই তথ্য প্রমান দেন না
কেন ওদের মনোভাবের পরিবর্তন হবে না। তাদের প্রধান লক্ষ্য হিন্দুমুক্ত বাংলাদেশ গড়ে তোলা।"
৮| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
বিজন শররমা বলেছেন: বলেছেন: অবশ্যই এই ব্লগার লেখক একজন জামাতি । জামাতীরা হয়তো এসব লিস্ট অখ্যাত পত্রিকায় ছাপানোর সুযোগ পায় । এটা যাতে সবার নজরে পড়ে সে জন্য 'উদার পন্থী'র ছদ্ম বেশে সে এখানে ছাপিয়েছে এবং নানা তর্ক বিতর্কের মাধ্যমে এর বহুল প্রচার চালিয়ে যাচ্ছে ।
উততরে লেখক - লেখক বলেছেন: আপনি আমার নিকের উপর ক্লিক করলেই জানতে পারবেন আমি জামাত কে কি পরিমান ভালবাসি ।
উত্তর - জামাতীদের বুদ্ধি অনেক । সবার চোখে ধূলা দেবার জন্য ভালো নিক তৈরী করা সহ তাদের অনেক কিছুই করতে হয় ।
২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
কলাবাগান১ বলেছেন: নাকি আপনি ই জামাতি হিন্দু নাম নিয়ে চোখে ধুলা দিতে চাচ্ছেন
৯| ২১ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: এরা ভাংতে জানে গড়তে জানেনা
১০| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৮
বিজন শররমা বলেছেন: আবার বলি - জামাতীদের বুদ্ধি অনেক । সবার চোখে ধূলা দেবার জন্য ভালো নিক তৈরী করা সহ তাদের অনেক কিছুই করতে হয় ।
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬
ক্লিকবাজ বলেছেন: হিন্দু-বুদ্ধ-খ্রীষ্টান সবাই নিজ নিজ যোগ্যতা বলে চাকরী করবে এতে কোন সমস্যা নেই। কিন্তু বর্তমান সমস্যা হল BAL এর দলীয় করণ এবং যোগ্যতা এবং জৈষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতী এবং ভারত চাটুকারীতা এমন পর্যায়ে পৌঁছেছে যে BAL এখন নিজের দলের মুসলমানদের তুলনায় হিন্দুদের উপর অনেক বেশী নির্ভরশীল তাই এই প্রশাসনে হিন্দুদের অস্বাসাভাবিক অধিক্য অতীতের যে কোন সময়ের চেয়ে অনেক বেশী।