নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

দেশের গনতন্ত্র বিপন্ন- তৃতীয় মাত্রার অতিথি

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

গতকাল তৃতীয় মাত্রায় একজন ব্যবসায়ী (রাজনীতিবিদ) দেখলাম গলা ফাঠিয়ে ফেলছেন যে দেশের গনতন্ত্র আজ বিপন্ন, কেউ কোন ভাবে কথা বলতে পারছেন না..... সবাইকে মেরে ফেলছে...

উনাকে কি সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য কি আইনপ্রয়োগকারী সংস্হা তুলে নিয়ে গিয়েছে?





উনি আবার প্রায় ৭০-৮০% ভোট পেয়েছেন। জানি দেশের প্রায় ৪০% লোক আওয়ামী সরকারকে ভোট দেয়.....। আজ পর্যন্ত্য তৃতীয় মাত্রায় কোন সরকারী সমর্থককে ১০-১৫% এর বেশী ভোট পেতে দেখি নাই.... ভোট অপেন করা মাত্রই জামাত/বিনপির পক্ষে কথা বলার অতিথি ৮০-৮৫% ভোট পেয়ে যান!!!



আওয়ামী আমলে হরতালে একটা বাসে আগুন দিয়ে নৃসংশ ভাবে মানুষকে আগুনে পুড়িয়ে মারা হয়.. যার জের আওয়ামী সরকারকে এখনও দিতে হচ্ছে... এট লিস্ট জনমতের পাল্লায়



কিন্তু বর্তমানে হরতালে বাসে আগুন দেওয়ার বিরুদ্ধে কথা উঠলেই, তৃতীয় মাত্রার জিল্লুর সাহেব আগের উদাহরন টানেন..... উনাকে জিজ্গেস করতে ইচ্ছে হয়, ২১শে আগস্ট বিনপি বোমা মেরে প্রায় ৩০ জন আওয়ামী লীগের লোক কে হত্যা করে, এখন সেটাকে জাস্টাফাই করে কে আওয়ামী সরকার বিনপি সমাবেশে বোমা মারছে??

মন্তব্য ১১ টি রেটিং +১/-১

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৭

মোঃ শিলন রেজা বলেছেন: আমাদের দেশে তৃতীয় কোন দল জনপ্রিয়তা পাবেনা। ইন্ডিয়ার জনগন যেমন আমআদমি পার্টি কে খুব সহজে নিতে পেরেছে তেমন ভাবে সবাই যদি আমাদের দেশের জনগন নিতো তবে এই দুই সরকার থেকে মুক্তি পাবো।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৯

বেঈমান আমি. বলেছেন: জিল্লুর একটা নব্য চুতিয়া শুশিল X(

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২২

কলাবাগান১ বলেছেন: লেখক বলেছেন: উনি যে কি চান উনি নিজেও জানেন না.. প্রায় সরকারী দলের অতিথিকে মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বুঝেন সেই প্রশ্ন করেন...। চেতনা কি ট্যান্জিবিল থিন্ক? এটা কি ডিফাইনএবল???

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১১

পথিক০২১ বলেছেন: Grenade attack on Hasina on 21st August was a joke. AL cadres of those days were so incompetent that they could not even make them believable to normal people. Today only few blind sighted supporters believe that the attack was for real. Let me tell you this, even if BNP carried out that attack they wouldn't have made such a mediocre job to make it look like that the main target slipped away without even a scratch. Sadly, many AL supporters that day lost their life which can only be pointed back to AL and its cronies for responsibility. So, my request to you is stop bullshitting and start presenting some facts which are real. If the host of TRITIOMATRA said what he did I think its justified and justified it is so. Although, I hate both of these two parties passionately. I think both AL and BNP should be disbanded for life with both Hasina and Khaleda with their families exiled into some foreign nation forever. Unlike many of you I do not believe an eye for an eye a life for a life.

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২১

কলাবাগান১ বলেছেন: আওয়ামী বোমা হামলাকারীদেরকে মার্কিন সেনাবাহিনী হায়ার করবে এমন নিখুত নিশানার জন্য ....আশেপাশের সবাই মারা যাবে কিন্তু হাসিনার কিছু হবে না

রাজাকারদের একটাই অস্ত্র...... তাদের বিরুদ্ধ যেটা যায় তাকে প্রশ্নবিদ্ধ করতে পেইড অনলাইন এক্টভিস্ট মনগড়া কথা হাজার বার পোস্ট করতে থাকে

শিবিরের ছেলে নিজের হাতে বাসে আগুন দিচ্ছে,,, পত্রিকার পাতায় আগুন দেওয়ার ক্ষনের ছবি দিয়ে গ্রেফতার করার পরও হাজার বার বলতে শুনা যায় সরকার নিজেই আগুন দিচ্ছে

এখানে দেখুন প্রমান:

Click This Link

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৮

গ্রাম্যবালক বলেছেন: দেশের সকল রাজনৈতিক দলের নেতাদের একটাই চেতনা।

ক্ষমতা দখল।

জনতা সব কোরবানীর গরু। টাইম হলেই জবাই করে রক্ত খায়।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

কলাবাগান১ বলেছেন: একটু আগে দেখলাম যে আপনি বলছেন যে শেখ মুজিব ছিল সবচেয়ে বড় রাজাকার....... তাহলে গোলাম আযম কি?? উনি কি সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

গুগলরকস বলেছেন: JOY BANGLA

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৭

কলাবাগান১ বলেছেন: JOY BANGLA

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০১

হাসান কালবৈশাখী বলেছেন:
তৃতীয় মাত্রায় ভোটাভুটি একটা ছাগলামি।
একই মোবাইল সিম থেকে যত খুসি ভোট দেয়া যায়।
ছাগলামি কাকে বলে?
পেশাদার ছাগুরা হাজার হাজার ভোট দিতে থাকে ... ৮০-৮৫% ভোট না হওয়া পর্যন্ত।

"ওয়ান সিম ওয়ান ভোট" এই পদ্ধতি হলে অসৎ কুকুর গুলো ২০% উপর পাওয়ার কথা না।

গ্রেনেড হামলার মুল হোতা যারা

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪১

কলাবাগান১ বলেছেন: ""ওয়ান সিম ওয়ান ভোট" হোক

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৫

কলাবাগান১ বলেছেন: কয়দিন আগেও রাজধানীতে অবিবাহিত বাসা ভাড়াটে দেরকে বাসা থেকে বের করে দেওয়ার জনই ঢাকা পুলিশ প্রজ্ঞাপন জারি করেছে- এই গুজব হাজার বার ধরে জামাতি রাজাকাররা অনলাইনে পোস্ট করেছিল। জিজ্ঞসে করতে ইচ্ছে হয়, কয়জনকে বাসা থেকে বের করেছে???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.