নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতি বছরের মত ২০১৩ সালেও বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করল বিশ্বখ্যাত QS University Rankings. তার মধ্যে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা আলাদা করে প্রকাশ করা হয়েছে...... তারা ৩০০ এশিয়ান বিশ্ববিদ্যালয়কে সিলেক্ট করেছে..... মাত্র ১৩টা এশিয়ান দেশই সৌভাগ্যবান কেননা এই ৩০০ টা বিশ্ববিদ্যালয় এই ১৩টা দেশের মধ্যেই সীমাবদ্ধ। সুখের কথা যে ঢাকা বিশ্ববিদ্যালয় (বাংলাদেশ থেকে একমাত্র বিশ্ববিদ্যালয়) এই লিস্টের ২০০-২৫১ তম স্হানে অবস্হান করছে।
গুড জব ঢাকা ইউনিভার্সিটি।
বিস্তারিত দেখুন এখানে:
Click This Link
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫২
কলাবাগান১ বলেছেন: জানালাম
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৯
সোহানী বলেছেন: আহ্ শান্তি... ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হওয়াতে...
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৬
কলাবাগান১ বলেছেন: প্রাউড টু বি এ ডিইউ এলামনাস.....
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২১
একজন ঘূণপোকা বলেছেন: গুড জব ঢাকা ইউনিভার্সিটি।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯
কলাবাগান১ বলেছেন: আমরা চাই লাল/নীল/সাদা/গোলাপী বাদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মত গবেষনা আর পড়ানোতে বেশী মনোযোগী হবেন। সরকারকে ও শিক্ষকদের বেতন অগ্রগাধিকার ভিত্তিতে বাড়াতে হবে।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪
মাঘের নীল আকাশ বলেছেন: শুনে ভালো লাগলো।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৩
কলাবাগান১ বলেছেন: বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেটা এশিয়ায় সেরাদের মধ্যে স্হান করে নিয়েছে, আরো ভালো করার মধ্যে প্রথম ৫০ টা র মধ্যে আসতে পারবে বলে বিশ্বাস... সবার আগে দরকার বিশ্বমানের ওয়েব সাইট যেটা সকল শিক্ষকের রিসার্চ পেইজ গুলিকে সবার সামনে তুলে ধরা......
নো রিসার্চ নো জব...........
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৭
বেকার সব ০০৭ বলেছেন: ছাএ রাজনীতি, দুর্নীতি ও বিভিন্ন দলের দাপট দেখানো বন্ধ হলে হয়ত ঢাকা বিশ্ববিদ্যালয় খুব ভাল অবস্থানে যেতে পারত
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২০
কলাবাগান১ বলেছেন: শিক্ষকরা বেতন পান ছাত্রদের কে পড়ানো আর গবেষনা করার জন্য... লাল/নীল/হলুদ/গোলাপী দল করার জন্য না
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৮
মুহাম্মদ এরশাদুল করিম বলেছেন: আমরা চাই লাল/নীল/সাদা/গোলাপী বাদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মত গবেষনা আর পড়ানোতে বেশী মনোযোগী হবেন। সরকারকে ও শিক্ষকদের বেতন অগ্রগাধিকার ভিত্তিতে বাড়াতে হবে। +++++++
প্রাউড টু বি এ ডিইউ এলামনাস.....
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৯
কলাবাগান১ বলেছেন: কথা সেটাই
৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এত পিছনে কেন
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৪
কলাবাগান১ বলেছেন: লিস্টে আছে..... সেটাই বড় কথা। ইভেন বুয়েট এর নাম ও নাই
৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৫
বেলা শেষে বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মত গবেষনা আর পড়ানোতে বেশী মনোযোগী হবেন। সরকারকে ও শিক্ষকদের বেতন অগ্রগাধিকার ভিত্তিতে বাড়াতে হবে।
....without Research....education of the world no more possible !!!
৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩০
কলাবাগান১ বলেছেন: রিসার্চ ই প্রধান ক্রাইটেরিয়া বিশ্বমানে পৌছাতে
১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৭
পাঠক১৯৭১ বলেছেন: যারা রেংকিং করেছেন, কি কি ক্রাইটেরিয়ার উপর পয়েন্ট ধরা হয়েছে?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৭
কলাবাগান১ বলেছেন: ওদের ওয়েব সাইট অনুযায়ী:
Academic Reputation, Employer Reputation,
Faculty Student অনুপাত, Citations per Paper,
International Faculty, International Students,
Papers per Faculty, Inbound Exchange
Outbound Exchange
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫০
লালপরী বলেছেন: জানলাম ++++