নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

জেনারেল জিয়ার খাল খনন কর্মসুচী

১৯ শে মে, ২০১৪ রাত ১১:৪৭

গতকাল বাংলাদেশ নিয়ে কাজ করা মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজ এক সভায় কর্নেল তাহেরের সাথে কিভাবে পরিচয় তার বর্ননা করছিলেন। লরেন্স লিফশুলজ তখন ১৯৭৪ সনের বন্যা নিয়ে কাজ করছিলেন এবং বন্যার উপর একজন এক্সপার্ট খুজছিলেন এবং একজনের রেফারেন্সে কর্নেল তাহেরের কথা শুনেন যে তাহের এই সমস্যার সমাধানের জন্য কিভাবে কাজ করছেন। নারায়নগন্জে তারা মিট করেন এবং সেখানে কর্নেল তাহের লরেন্স লিফশুলজকে ম্যাপ চার্ট দ্বারা বুঝান যে কিভাবে এক্সটেনসিভ ভাবে খাল কেটে এই বন্যা সমস্যার সমাধান করা যায় এবং কর্নেল তাহের মনে করতেন এরজন্য দরকার পিপলস আর্মী যারা শুধু যুদ্ধই করবে না, তারা খাল ও কাটবে। পিপলস আর্মীর ভাবধারা থেকে ই ৭ই নভেম্বরের 'অভ্যুথান' .......









(পরবর্তীতে জিয়ার খাল খনন কার্যক্রম কি তাহলে তাহলে আসলে কর্নেল তাহের থেকেই আসে???)

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৪ সকাল ৭:৪০

পংবাড়ী বলেছেন: হয়তো।

কর্ণেল তাহের নিবেদিত সৈনিক ছিলেন জাতির জন্য; তবে, যে জিয়া আমাদের শেখ সাহেবকে মেরেছে, তাকে সাথে নিয়ে তিনি কি করতে চেয়েছিলেন, বুঝা মুশকিল; এখান থেকে বুঝা যায় যে, উনি ভুল ধারণার লোক ছিলেন।

২| ২১ শে মে, ২০১৪ রাত ১২:০৫

পংবাড়ী বলেছেন: তাহেরের প্ল্যান অনুযায়ী খাল কেটেছে, তাহেরের কবরও খুঁরেছে।

২১ শে মে, ২০১৪ রাত ১২:৫৭

কলাবাগান১ বলেছেন: এটা ভালো বলেছেন

৩| ২৪ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

সাদা মনের কালো মানুষ বলেছেন: পক্ষে বললে ভালো না হলে খারাপ!! ছাগুর দল!!

৪| ০১ লা জুন, ২০১৪ রাত ২:১৪

সুমাইয়া আলো বলেছেন: হা হা পুরাই .............................. ;)

৫| ০১ লা জুন, ২০১৪ রাত ৩:০০

নষ্ট ছেলে বলেছেন: ইতিহাসরে তো পাতিহাঁস বানাইয়া দিলেন ;)

৬| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১:৪৮

পংবাড়ী বলেছেন: আপনি কি জেনারেল জিয়ার জেনারেশনের, নাকি পরের, নাকি বর্তমানের?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.