নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

প্রথম আলো কি এই খবর ও চেপে যাবে

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১৩



গত ২৫০০ বছরের মধ্যে সর্বশ্রেষ্ট ভাষনের তালিকায় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন যোগ হয়েছে। জ্যাকব ফিল্ডের লিখা বই আমেরিকা থেকে প্রকাশিত... বইটাতে চার্চিল, রিগ্যান, মাও সে তুং, লিংকনের ভাষনের সাথে বঙ্গবন্ধুর ভাষন ও যোগ হল ইতিহাসের সেরা ইন্সপিরিশানল ভাষন হিসাবে। প্রথম আলোর খুব কস্ট হবে এই খবর ছাপাতে........ উনারা সারাক্ষন বিজি কখন কে কাকে খবিশ বলবে, কুলাংগার শামীম উসমান আজ কাকে কি বলল, অজপাড়াগায়েরও কোন কলেজ ছাত্র যে নিজে কে ছাত্রলীগ করে বলে দাবী করে সে কোন মেয়েকে টিজ করল.... কিন্তু উনারা দেখেন না যে নিজের টাকায় পদ্দা (বানান লিখতে পারি না ফোনেটিকে) সেতু বানানো হচ্ছে, দেশে বিদ্যুত আছে,উড়াল সেতু হচ্ছে, মেট্রো রেলের প্ল্যান অনুমোদন, দেশ কৃষিতে স্বয়ংসম্পুর্ন, ব্যালান্স অফ পেমেন্ট পজিটিভ দেড় বিলিয়ন ডলার, ১২০০ মিগা ওয়াটের বিদ্যুত কেন্দ্র হচ্ছে,ভারত থেকে ৭৫ একর জমি উদ্ধার, পাকিস্তানের রিজার্ভ ১০ বিলিয়ন, বাংলাদেশের ২২ বিলিয়ন......। এসব খবর ছাপতে উনাদের অনেক কস্ট।



বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে রাজাকার জামাতি-বিনপি জোট কিভাবে হিজবুল বাহারের জেনেরেশানকে ইউজ করেছে......। টেক্সট বুক থেকে মুছে ফেলেছিল কিন্তু এই ইন্টারনেটের যুগে ফেইসবুক জেনেরেশানের কাছে আর মিথ্যার বেসাতি চলে না, কেন না বঙ্গবন্ধু সেলুলয়েডের ফিতায় আছেন যা দলিল হিসাবে সবাই এখন দেখতে পারছে। টেক্সট বুক থেকে মুছলেই উনি আর নাই হয়ে যাবেন না ...... ইন্টারনেট থেকে তো মোছা সম্ভব না.....।



সরকারের পক্ষে কোন কমেন্ট করলে তা ছাপা হয় না কিন্তু বিপক্ষে লিখলে ১০ মিনিট ও অপেক্ষা করতে হয় না...... হায়রে দ্বিমুখীতা.... আবার উনারা ও নীতির কথা বলেন।



বই টা সমন্ধে বিস্তারিত এখানে

Click This Link

Click This Link

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Age na Prothom Alo Aoami League chilo? :P

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৬

কলাবাগান১ বলেছেন: জামাতের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে

২| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৮

নীল আকাশ ২০১৪ বলেছেন: প্রথম আলো ছাপালো কি না ছাপালো - এটা কোন গুরুত্ব দেবার মত বিষয়ই নয়। খবরটা জাতীয় গণমাধ্যমে কিরকম আলোড়ন তুলল, সেটাই বিবেচ্য। একজন বিদেশী লেখকের গবেষণায় পাওয়া গেছে যে, বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ গত ২৫০০ বছরের মধ্যে শ্রেষ্ঠ ভাষণ। নিঃসন্দেহে এটা গর্বের বিষয়। তবে তার চেয়েও গর্বের বিষয় হল সেই ভাষণ আমাদের স্বতন্ত্র জাতিসত্তার বিকাশে অগ্রদুতের ভূমিকা পালন করেছে - সেটা।

সেই ভাষণের জন্য বঙ্গবন্ধু প্রতিটি বাঙালির মনোজগতে একজন আইকন হয়ে রয়েছেন।

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৩

কলাবাগান১ বলেছেন: সেই ভাষনই আজ আমাকে মুক্ত বাতাসে নিশ্বাস নিতে দেয়

পাকিস্হান আমলে নাকি একজন পুর্ব পাকিস্হানিকে পাসপোর্ট পেতে দুই বছর অপেক্ষা করতে হত.... আমেরিকাতে পড়ার জন্য স্কলারশীপ পেয়েও অনেকে আসতে পারে নাই পাসপোর্টের জন্য.......

বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আমেরিকা তে এসে ও আজ কিছু বাংলাদেশী কে দেখি আমাদের স্বাধিনতাকে নিয়ে কটাক্ষ করতে!!!!!!

৩| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৯

বাবু বিসি বলেছেন: লেখাটা যতনা বঙ্গবন্ধুর ভাষন সম্পর্কে, তার চেয়ে বেশি যেনো প্রথম আলোর বিষয়ে।

নিঃসন্দেহে এটা গর্বের বিষয়।

কিন্তু প্রথম আলো যা লিখছে, সেগুলোও সত্যি... তাই নয় কি? অবশ্য দলকানাদের চোখে না পড়াই স্বাভাবিক..।

১৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

কলাবাগান১ বলেছেন: কে কাকে খবিশ বলল তাতে দেশের কিছু আসে যায় না

২০ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১৯

কলাবাগান১ বলেছেন: প্রথম আলো নিজেদের কে নিরপেক্ষ বলে দাবী করে..... প্রবলেমটা সেখানেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.